ETV Bharat / bharat

লকডাউনের 45 দিন : রেড, অরেঞ্জ ও গ্রিন জ়োনের নতুন তালিকা রাজ্যগুলিকে পাঠাবে কেন্দ্র - লকডাউনের 45 দিন

lockdown
lockdown
author img

By

Published : May 8, 2020, 1:12 PM IST

Updated : May 8, 2020, 6:06 PM IST

17:06 May 08

দিল্লি, 8 মে: দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -

  • রেড, অরেঞ্জ ও গ্রিন জ়োনের নতুন তালিকা রাজ্যগুলিকে পাঠানো হবে জানালেন কেন্দ্রীয় যুগ্ম স্বাস্থ্যসচিব লব আগরওয়াল ৷

17:06 May 08

  • তামিলনাড়ুর মাদুরাইতে ধুন্ধুমার । পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি ।  মদের দোকান খোলার সিদ্ধান্তের বিরোধিতা করে মাদুরাইতে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলা ও CPI(M) কর্মীরা ।

17:05 May 08

  • বিশাখাপটনমের বেঙ্কটাপুরমের গ্যাস লিক দুর্ঘটনায় কোরিয়ান সংস্থাকে 50 কোটি টাকা জরিমানা করল NGC ।

17:04 May 08

  • ভারতে কোরোনা চিকিৎসায় ফ্যভিপিরাভির ব্যাবহারের অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া ৷ এই ওষুধ কোরোনা চিকিৎসায় ফল দিতে পারে । জানালেন CSIR-এর ডিরেক্টর জেনেরাল শেখর মান্ডে ।

17:04 May 08

  • গ্যাস লিকের মতো ঘটনায় কী করা উচিত ও কী করা উচিত নয় সে সম্পর্কে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক ।

13:05 May 08

  • উত্তরাখণ্ডের ধারচুলা থেকে লিপুলেক (চিন সীমান্ত )-এর মধ্যে সংযোগ স্থাপনকারী রাস্তার উদ্বোধন করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

13:05 May 08

  • পরিযায়ী শ্রমিকদের সঙ্গে রাজ্যের ও কেন্দ্রের সরকার যে ব্যবহার করছে তা কাম্য নয় ৷ পরিযায়ী শ্রমিকদের জন্য যথাযথ খাবার ও বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে না : মায়াবতী

13:05 May 08

  • সমুদ্র সেতু প্রকল্পের মাধ্যমে মালদ্বীপ থেকে প্রথম ধাপে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনবে নৌ বাহিনী ৷

12:32 May 08

  • কোরোনা পরিস্থিতিতে মদের দোকান খোলার প্রতিবাদে তামিলনাড়ুতে বিক্ষোভ প্রদর্শন মহিলাদের ৷

12:32 May 08

  • অন্ধ্রপ্রদেশে নতুন কোরোনা পজ়েটিভ কেসের সংখ্যা 54 ৷

12:32 May 08

  • বন্দে ভারত মিশনের অধীনে সিঙ্গাপুর থেকে দিল্লি থেকে পৌঁছাল এয়ার ইন্ডিয়ার বিমান ৷

12:32 May 08

  • কর্নাটক: নিজেদের গন্তব্যে ফেরানোর দাবি জানিয়ে ম্যাঙ্গালুরু রেলস্টেশনের সামনে পরিযায়ী শ্রমিকেদর অবস্থান বিক্ষোভ ৷

12:31 May 08

  • পাঞ্জাবে দুর্ঘটনাগ্রস্থ ভারতীয় বায়ু সেনার যুদ্ধবিমান ৷

12:31 May 08

  • রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে বেঙ্গালুরুতে বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক কর্নাটকের মুখ্যমন্ত্রীর ৷

12:31 May 08

  • This is not the time to criticise, we need a strategy to open the lockdown. Any businessman will tell you that there is a clash between economic supply chain and 'red, orange and green zones', that need to be resolved:Rahul Gandhi https://t.co/M93gK52gV0 pic.twitter.com/OYX0mKCVra

    — ANI (@ANI) May 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • এটি সমালোচনা করার  সময় না, লকডাউন খুলতে আমাদের কৌশল তৈরি করতে হবে : রাহুল গান্ধি ৷

12:26 May 08

  • রেড,অরেঞ্জ, গ্রিন জ়োন ঘোষণা করার সিদ্ধান্ত রাজ্যের নেওয়া উচিত, কেন্দ্রের নয় : রাহুল গান্ধি ৷

17:06 May 08

দিল্লি, 8 মে: দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক -

  • রেড, অরেঞ্জ ও গ্রিন জ়োনের নতুন তালিকা রাজ্যগুলিকে পাঠানো হবে জানালেন কেন্দ্রীয় যুগ্ম স্বাস্থ্যসচিব লব আগরওয়াল ৷

17:06 May 08

  • তামিলনাড়ুর মাদুরাইতে ধুন্ধুমার । পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি ।  মদের দোকান খোলার সিদ্ধান্তের বিরোধিতা করে মাদুরাইতে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলা ও CPI(M) কর্মীরা ।

17:05 May 08

  • বিশাখাপটনমের বেঙ্কটাপুরমের গ্যাস লিক দুর্ঘটনায় কোরিয়ান সংস্থাকে 50 কোটি টাকা জরিমানা করল NGC ।

17:04 May 08

  • ভারতে কোরোনা চিকিৎসায় ফ্যভিপিরাভির ব্যাবহারের অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া ৷ এই ওষুধ কোরোনা চিকিৎসায় ফল দিতে পারে । জানালেন CSIR-এর ডিরেক্টর জেনেরাল শেখর মান্ডে ।

17:04 May 08

  • গ্যাস লিকের মতো ঘটনায় কী করা উচিত ও কী করা উচিত নয় সে সম্পর্কে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক ।

13:05 May 08

  • উত্তরাখণ্ডের ধারচুলা থেকে লিপুলেক (চিন সীমান্ত )-এর মধ্যে সংযোগ স্থাপনকারী রাস্তার উদ্বোধন করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

13:05 May 08

  • পরিযায়ী শ্রমিকদের সঙ্গে রাজ্যের ও কেন্দ্রের সরকার যে ব্যবহার করছে তা কাম্য নয় ৷ পরিযায়ী শ্রমিকদের জন্য যথাযথ খাবার ও বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে না : মায়াবতী

13:05 May 08

  • সমুদ্র সেতু প্রকল্পের মাধ্যমে মালদ্বীপ থেকে প্রথম ধাপে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনবে নৌ বাহিনী ৷

12:32 May 08

  • কোরোনা পরিস্থিতিতে মদের দোকান খোলার প্রতিবাদে তামিলনাড়ুতে বিক্ষোভ প্রদর্শন মহিলাদের ৷

12:32 May 08

  • অন্ধ্রপ্রদেশে নতুন কোরোনা পজ়েটিভ কেসের সংখ্যা 54 ৷

12:32 May 08

  • বন্দে ভারত মিশনের অধীনে সিঙ্গাপুর থেকে দিল্লি থেকে পৌঁছাল এয়ার ইন্ডিয়ার বিমান ৷

12:32 May 08

  • কর্নাটক: নিজেদের গন্তব্যে ফেরানোর দাবি জানিয়ে ম্যাঙ্গালুরু রেলস্টেশনের সামনে পরিযায়ী শ্রমিকেদর অবস্থান বিক্ষোভ ৷

12:31 May 08

  • পাঞ্জাবে দুর্ঘটনাগ্রস্থ ভারতীয় বায়ু সেনার যুদ্ধবিমান ৷

12:31 May 08

  • রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে বেঙ্গালুরুতে বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক কর্নাটকের মুখ্যমন্ত্রীর ৷

12:31 May 08

  • This is not the time to criticise, we need a strategy to open the lockdown. Any businessman will tell you that there is a clash between economic supply chain and 'red, orange and green zones', that need to be resolved:Rahul Gandhi https://t.co/M93gK52gV0 pic.twitter.com/OYX0mKCVra

    — ANI (@ANI) May 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • এটি সমালোচনা করার  সময় না, লকডাউন খুলতে আমাদের কৌশল তৈরি করতে হবে : রাহুল গান্ধি ৷

12:26 May 08

  • রেড,অরেঞ্জ, গ্রিন জ়োন ঘোষণা করার সিদ্ধান্ত রাজ্যের নেওয়া উচিত, কেন্দ্রের নয় : রাহুল গান্ধি ৷
Last Updated : May 8, 2020, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.