ETV Bharat / bharat

বিশ্বের অন্যতম বিদেশি বিনিয়োগ ক্ষেত্র ভারত, থাইল্যান্ডে বার্তা মোদির

বিগত পাঁচ বছরে ভারত বিশ্ব ব্যাঙ্কের বাণিজ্যিক তালিকায় 79টি স্থান এগিয়ে এসেছে ৷ ভারতে 28,600 কোটি ডলারের বিদেশি বিনিয়োগ (FDI) এসেছে বিগত পাঁচ বছরে ৷ বর্তমানে ভারত বিশ্বের সেরা 10টি বিনিয়োগ কেন্দ্রের মধ্যে একটি ৷ ব্যাংককে বাণিজ্য সংক্রান্ত অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে এমনটাই বলেন প্রদানমন্ত্রী ৷

থাইল্যান্ডে মোদি
author img

By

Published : Nov 3, 2019, 11:23 AM IST

Updated : Nov 3, 2019, 12:35 PM IST

দিল্লি, 3 নভেম্বর : ভারত বিশ্বের অন্যতম সেরা বিদেশি বিনিয়োগ ক্ষেত্র ৷ থাইল্যান্ডের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জম্মু ও কাশ্মীরের বিশেষ রাষ্ট্রের মর্যাদা বিলোপের ফলে দেশে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ কমবে ৷ সফরের প্রথম দিনে ব্যাংককে একথাও স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

তিনি বলেন, "বিগত পাঁচ বছরে ভারত বিশ্ব ব্যাঙ্কের বাণিজ্যিক তালিকায় 79টি স্থান এগিয়ে এসেছে ৷ বর্তমানে ভারত বিশ্বের অর্থনৈতিক বিনিয়োগের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে ৷ এটিই চলতি সময়ে ভারতের অর্থনীতিতে সবথেকে সেরা সময় ৷ বিগত 5 বছরে ভারতে 286 বিলিয়ন বৈদেশিক বিনিয়োগ (FDI) এসেছে ৷ এটি ভারতে গত 20 বছরের মোট বৈদেশিক বিনিয়োগের প্রায় অর্ধেক ৷ আমরা বিশ্বের সেরা 10টি বিনিয়োগ কেন্দ্রের মধ্যে একটি ৷ " ব্যাংককে এক বাণিজ্য সংক্রান্ত অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী ৷

উত্তর-পূর্ব ভারতকে দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বারে পরিণত করার পরিকল্পনার কথাও এদিন জানান প্রধানমন্ত্রী ৷ ভারত-মায়ানমার-থাইল্যান্ড সড়কপথটি চালু হয়ে গেলেই এই পরিকল্পনা বাস্তবায়িত হবে ৷ অনুষ্ঠানে অংশগ্রহণ করে এমনটাই জানান তিনি ৷

ব্যাংককে এক অনুষ্ঠানে যোগদান করে তিনি বলেন, " আপনারা জানেন দেশ থেকে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ নির্মূল করতে ভারত কিছু বড় সিদ্ধান্ত নিচ্ছে ৷ সিদ্ধান্ত সঠিক হলে সারা বিশ্ব থেকে তার সাড়া মেলে ৷ আমি থাইল্যান্ড থেকেও তা শুনতে পাচ্ছি ৷ "

তিনদিনের থাইল্যান্ড সফরের প্রথম দিনের এই অনুষ্ঠানে ব্যাংককে উপস্থিত ছিলেন প্রায় 5000 ভারতীয় বংশোদ্ভুত ৷ কেন্দ্রীয় সরকার 5 অগাষ্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ রাষ্ট্রের মর্যাদা বিলোপ করে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত নেয় ৷ সিদ্ধান্ত কার্যকর হয় গত বৃহস্পতিবার ৷ ভারতের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে পাকিস্তান ৷ ঘটনাটিকে আন্তর্জাতিক স্তরেও নিয়ে যাওয়ার চেষ্টা করে ইসলামাবাদ ৷ সীমান্তে উত্তেজনা সৃষ্টির চেষ্টাও করা হয় ৷ এতকিছুর পরেও ঘটনাটি শক্ত হাতে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার ৷ দিল্লি থেকে সোজা জানিয়ে দেওয়া হয়, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনও রাষ্ট্রের হস্তক্ষেপ ভারত কখনও বরদাস্ত করবে না ৷ পাশাপাশি 370 ধারার বিশেষ রাষ্ট্রের মর্যাদার কারণে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে বলেও দাবি করা হয়েছিল কেন্দ্রের তরফে ৷ এদিন মঞ্চ থেকে আবারও কাশ্মীর ইশু নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি, দেশে বাণিজ্যিক উন্নতি ও বিদেশি বিনিয়োগ নিয়েও জোর সওয়াল করেন প্রধানমন্ত্রী ৷

আসিয়ান গোষ্ঠীভুক্ত দশটি এবং ভারত, চিন-সহ আরও ছয়টি— মোট 16টি দেশের মধ্যে মুক্ত আঞ্চলিক বাণিজ্য চুক্তি কার্যকর করতে আলোচনা চলছে গত কয়েক মাস ধরে । ব্যাঙ্ককে এই চুক্তি চূড়ান্ত হওয়ার কথা । যদিও সেই চুক্তি করা নিয়ে একাধিক আপত্তি রয়েছে । কিন্তু বাণিজ্য চুক্তিই লক্ষ্য এই সফরের ৷ সেই কথা মাথায় রেখে ভারতই যে বিদেশি বিনিয়োগের সেরা দশটি কেন্দ্রের মধ্যে রয়েছে, তা জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী ৷ এর আগেও ভারতকে 5 ট্রিলিয়ন অর্থনীতির দেশে তুলে ধরার কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী ৷ এ জন্য শুধু দেশের নয়, বিদেশের মাটিতে বসবাসকারী প্রতিটি ভারতীয়র কাছে সাহায্য চাওয়ার কথাও উল্লেখ করেছিলেন তিনি ৷

তিন দিনের থাইল্যান্ড সফরে প্রধানমন্ত্রী 16তম ASEAN-ভারত বৈঠক, 14তম পূর্ব এশীয় বৈঠক এবং তৃতীয় আঞ্চলিক অর্থনৈতিক বৈঠকে অংশগ্রহণ করবেন মোদি ৷ পাশাপাশি সোমবার বার্ষিক পূর্ব এশীয় বৈঠকে প্রায়ুৎ চ্যান-ও-চা -এর সঙ্গেও আলোচনায় বসবেন তিনি ৷

দিল্লি, 3 নভেম্বর : ভারত বিশ্বের অন্যতম সেরা বিদেশি বিনিয়োগ ক্ষেত্র ৷ থাইল্যান্ডের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জম্মু ও কাশ্মীরের বিশেষ রাষ্ট্রের মর্যাদা বিলোপের ফলে দেশে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ কমবে ৷ সফরের প্রথম দিনে ব্যাংককে একথাও স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

তিনি বলেন, "বিগত পাঁচ বছরে ভারত বিশ্ব ব্যাঙ্কের বাণিজ্যিক তালিকায় 79টি স্থান এগিয়ে এসেছে ৷ বর্তমানে ভারত বিশ্বের অর্থনৈতিক বিনিয়োগের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে ৷ এটিই চলতি সময়ে ভারতের অর্থনীতিতে সবথেকে সেরা সময় ৷ বিগত 5 বছরে ভারতে 286 বিলিয়ন বৈদেশিক বিনিয়োগ (FDI) এসেছে ৷ এটি ভারতে গত 20 বছরের মোট বৈদেশিক বিনিয়োগের প্রায় অর্ধেক ৷ আমরা বিশ্বের সেরা 10টি বিনিয়োগ কেন্দ্রের মধ্যে একটি ৷ " ব্যাংককে এক বাণিজ্য সংক্রান্ত অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী ৷

উত্তর-পূর্ব ভারতকে দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বারে পরিণত করার পরিকল্পনার কথাও এদিন জানান প্রধানমন্ত্রী ৷ ভারত-মায়ানমার-থাইল্যান্ড সড়কপথটি চালু হয়ে গেলেই এই পরিকল্পনা বাস্তবায়িত হবে ৷ অনুষ্ঠানে অংশগ্রহণ করে এমনটাই জানান তিনি ৷

ব্যাংককে এক অনুষ্ঠানে যোগদান করে তিনি বলেন, " আপনারা জানেন দেশ থেকে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ নির্মূল করতে ভারত কিছু বড় সিদ্ধান্ত নিচ্ছে ৷ সিদ্ধান্ত সঠিক হলে সারা বিশ্ব থেকে তার সাড়া মেলে ৷ আমি থাইল্যান্ড থেকেও তা শুনতে পাচ্ছি ৷ "

তিনদিনের থাইল্যান্ড সফরের প্রথম দিনের এই অনুষ্ঠানে ব্যাংককে উপস্থিত ছিলেন প্রায় 5000 ভারতীয় বংশোদ্ভুত ৷ কেন্দ্রীয় সরকার 5 অগাষ্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ রাষ্ট্রের মর্যাদা বিলোপ করে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত নেয় ৷ সিদ্ধান্ত কার্যকর হয় গত বৃহস্পতিবার ৷ ভারতের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে পাকিস্তান ৷ ঘটনাটিকে আন্তর্জাতিক স্তরেও নিয়ে যাওয়ার চেষ্টা করে ইসলামাবাদ ৷ সীমান্তে উত্তেজনা সৃষ্টির চেষ্টাও করা হয় ৷ এতকিছুর পরেও ঘটনাটি শক্ত হাতে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার ৷ দিল্লি থেকে সোজা জানিয়ে দেওয়া হয়, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনও রাষ্ট্রের হস্তক্ষেপ ভারত কখনও বরদাস্ত করবে না ৷ পাশাপাশি 370 ধারার বিশেষ রাষ্ট্রের মর্যাদার কারণে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে বলেও দাবি করা হয়েছিল কেন্দ্রের তরফে ৷ এদিন মঞ্চ থেকে আবারও কাশ্মীর ইশু নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি, দেশে বাণিজ্যিক উন্নতি ও বিদেশি বিনিয়োগ নিয়েও জোর সওয়াল করেন প্রধানমন্ত্রী ৷

আসিয়ান গোষ্ঠীভুক্ত দশটি এবং ভারত, চিন-সহ আরও ছয়টি— মোট 16টি দেশের মধ্যে মুক্ত আঞ্চলিক বাণিজ্য চুক্তি কার্যকর করতে আলোচনা চলছে গত কয়েক মাস ধরে । ব্যাঙ্ককে এই চুক্তি চূড়ান্ত হওয়ার কথা । যদিও সেই চুক্তি করা নিয়ে একাধিক আপত্তি রয়েছে । কিন্তু বাণিজ্য চুক্তিই লক্ষ্য এই সফরের ৷ সেই কথা মাথায় রেখে ভারতই যে বিদেশি বিনিয়োগের সেরা দশটি কেন্দ্রের মধ্যে রয়েছে, তা জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী ৷ এর আগেও ভারতকে 5 ট্রিলিয়ন অর্থনীতির দেশে তুলে ধরার কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী ৷ এ জন্য শুধু দেশের নয়, বিদেশের মাটিতে বসবাসকারী প্রতিটি ভারতীয়র কাছে সাহায্য চাওয়ার কথাও উল্লেখ করেছিলেন তিনি ৷

তিন দিনের থাইল্যান্ড সফরে প্রধানমন্ত্রী 16তম ASEAN-ভারত বৈঠক, 14তম পূর্ব এশীয় বৈঠক এবং তৃতীয় আঞ্চলিক অর্থনৈতিক বৈঠকে অংশগ্রহণ করবেন মোদি ৷ পাশাপাশি সোমবার বার্ষিক পূর্ব এশীয় বৈঠকে প্রায়ুৎ চ্যান-ও-চা -এর সঙ্গেও আলোচনায় বসবেন তিনি ৷

Pune (Maharashtra), Nov 3 (ANI): A woman from Maharashtra's Kolhapur is taking her love for handicrafts to new heights by using human hair. Asmita Potdar made a painting of Mahatma Gandhi using hair of her mother-in-law. While speaking to ANI, Asmita said, "I have made a painting of Mahatma Gandhi using hair of my mother-in-law. Earlier I also made a similar painting of Mother Teresa, using my daughter's hair. Apart from human hair, I have also made paintings using aluminum and copper thread." Asmita has been honoured with multiple awards including a few national awards by the President of India. Handicraft paintings made up of human hair and paintings created with copper as well as aluminum have become an attraction to the city's handicraft lovers.
Last Updated : Nov 3, 2019, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.