ETV Bharat / bharat

একদিনে রেকর্ড সংক্রমণ, দেশে আক্রান্ত 77 হাজারের বেশি - India Covid cases last 24 hours

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 33 লাখ । ফের একদিনে এক হাজার জনেরও বেশি জনের মৃত্যু হয়েছে ।

Corona
দেশে আক্রান্ত 77 হাজারের বেশি
author img

By

Published : Aug 28, 2020, 10:06 AM IST

দিল্লি , 28 অগাস্ট : ফের রেকর্ড সংক্রমণ । 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে 77 হাজার 266 জন । এই নিয়ে দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 33 লাখ 87 হাজার 501 ।

সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃত্যুও । 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 হাজার 57 জনের । এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে 61 হাজার 529 জনের ।

রেকর্ড হারে সংক্রমণের পাশাপাশি সুস্থও হয়েছে অনেকে । সুস্থতার হার প্রায় 76 শতাংশ । 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 56 হাজার 13জন । এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা মুক্তের সংখ্যা 25 লাখ 83 হাজার 948 । সক্রিয় আক্রান্তের সংখ্যা 7 লাখ 42 হাজার 23 ।

বিশ্বে সবথেকে বেশি সংক্রমণ হয়েছে অ্যামেরিকায় । এরপরই রয়েছে ব্রাজ়িল । তৃতীয় স্থানে রয়েছে ভারত । দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 33 হাজার 568 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 78 হাজার 561 । 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 14 হাজার 857 জন ।

মহারাষ্ট্রের পরই দ্বিতীয় সর্বাধিক সংক্রমণ হয়েছে তামিলনাড়ুতে । সেখানে মোট সংক্রমিত 4 লাখ 3 হাজার 242 । সক্রিয় আক্রান্ত 52 হাজার 364 জন । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশও । সেখানে এখনও পর্যন্ত 3 লাখ 93 হাজার 90 জন কোরোনায় আক্রান্ত । সক্রিয় আক্রান্ত 94 হাজার 209 । 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 10 হাজার 621 জন ।

24 ঘণ্টায় 9 লাখ 1 হাজার 338 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । গতকাল পর্যন্ত মোট 3 কোটি 94 লাখ 77 হাজার 848 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

দিল্লি , 28 অগাস্ট : ফের রেকর্ড সংক্রমণ । 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে 77 হাজার 266 জন । এই নিয়ে দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 33 লাখ 87 হাজার 501 ।

সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃত্যুও । 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 হাজার 57 জনের । এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে 61 হাজার 529 জনের ।

রেকর্ড হারে সংক্রমণের পাশাপাশি সুস্থও হয়েছে অনেকে । সুস্থতার হার প্রায় 76 শতাংশ । 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 56 হাজার 13জন । এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা মুক্তের সংখ্যা 25 লাখ 83 হাজার 948 । সক্রিয় আক্রান্তের সংখ্যা 7 লাখ 42 হাজার 23 ।

বিশ্বে সবথেকে বেশি সংক্রমণ হয়েছে অ্যামেরিকায় । এরপরই রয়েছে ব্রাজ়িল । তৃতীয় স্থানে রয়েছে ভারত । দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 33 হাজার 568 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 78 হাজার 561 । 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 14 হাজার 857 জন ।

মহারাষ্ট্রের পরই দ্বিতীয় সর্বাধিক সংক্রমণ হয়েছে তামিলনাড়ুতে । সেখানে মোট সংক্রমিত 4 লাখ 3 হাজার 242 । সক্রিয় আক্রান্ত 52 হাজার 364 জন । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশও । সেখানে এখনও পর্যন্ত 3 লাখ 93 হাজার 90 জন কোরোনায় আক্রান্ত । সক্রিয় আক্রান্ত 94 হাজার 209 । 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 10 হাজার 621 জন ।

24 ঘণ্টায় 9 লাখ 1 হাজার 338 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । গতকাল পর্যন্ত মোট 3 কোটি 94 লাখ 77 হাজার 848 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.