ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর নীতির কারণে ইতিহাসে প্রথমবার দেশ আর্থিক মন্দায় প্রবেশ করেছে : রাহুল - রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া

রাহুল গান্ধি টুইটারে লেখেন, ইতিহাসে প্রথমবার দেশ আর্থিক মন্দায় প্রবেশ করেছে ৷ দেশের শক্তিকে দুর্বলতায় পরিণত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপ ।

india-has-entered-into-recession-due-to-pm-modis-policies-rahul-gandhi
ইতিহাসে প্রথমবার ভারতে আর্থিক মন্দা দেখা দিল : রাহুল গান্ধী
author img

By

Published : Nov 12, 2020, 1:10 PM IST

Updated : Nov 12, 2020, 1:58 PM IST

নিউদিল্লি, 12 নভেম্বর : দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে আবারও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরকে তুলে ধরে তিনি টুইটারে লেখেন, ইতিহাসে প্রথমবার দেশ আর্থিক মন্দা দেখছে ৷ আর এর জন্য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতি দায়ি ৷

রাহুল গান্ধি টুইটারে লেখেন, ইতিহাসে প্রথমবার দেশ আর্থিক মন্দায় প্রবেশ করেছে ৷ দেশের শক্তিকে দুর্বলতায় পরিণত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপ ।

  • भारत के इतिहास में देश में पहली बार मंदी छाई है।

    भारत की ताक़त को मोदी जी ने कमज़ोरी में बदल दिया।

    — Rahul Gandhi (@RahulGandhi) November 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদমাধ্য়মে প্রকাশিত খবরকে তুলে ধরে আজ এই অভিযোগ করেন রাহুল গান্ধি ৷ যেখানে বলা হয়েছে, রিজ়ার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ার এক বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে বৃদ্ধির বদলে GDP-র 8.6 শতাংশ সংকোচন হতে পারে । ওই রিপোর্টেই বলা হয়েছে যে দেশ টেকনিক্যাল রিসেশনে প্রবেশ করেছে । যদিও সরকারিভাবে তা সামনে আনা হয়নি ।

এদিকে গত মাসেই RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন যে কোরোনা পরিস্থিতির জেরে দেশের বৃদ্ধি ব্যাহত হয়েছে ।

নিউদিল্লি, 12 নভেম্বর : দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে আবারও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরকে তুলে ধরে তিনি টুইটারে লেখেন, ইতিহাসে প্রথমবার দেশ আর্থিক মন্দা দেখছে ৷ আর এর জন্য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতি দায়ি ৷

রাহুল গান্ধি টুইটারে লেখেন, ইতিহাসে প্রথমবার দেশ আর্থিক মন্দায় প্রবেশ করেছে ৷ দেশের শক্তিকে দুর্বলতায় পরিণত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপ ।

  • भारत के इतिहास में देश में पहली बार मंदी छाई है।

    भारत की ताक़त को मोदी जी ने कमज़ोरी में बदल दिया।

    — Rahul Gandhi (@RahulGandhi) November 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদমাধ্য়মে প্রকাশিত খবরকে তুলে ধরে আজ এই অভিযোগ করেন রাহুল গান্ধি ৷ যেখানে বলা হয়েছে, রিজ়ার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ার এক বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে বৃদ্ধির বদলে GDP-র 8.6 শতাংশ সংকোচন হতে পারে । ওই রিপোর্টেই বলা হয়েছে যে দেশ টেকনিক্যাল রিসেশনে প্রবেশ করেছে । যদিও সরকারিভাবে তা সামনে আনা হয়নি ।

এদিকে গত মাসেই RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন যে কোরোনা পরিস্থিতির জেরে দেশের বৃদ্ধি ব্যাহত হয়েছে ।

Last Updated : Nov 12, 2020, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.