ETV Bharat / bharat

মনমোহন সিংয়ের মতো প্রধানমন্ত্রীর অভাববোধ করে ভারত : রাহুল - মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্মদিনে শুভেচ্ছাবার্তা রাহুল গান্ধির । লেখেন, মনমোহন সিংয়ের মতো একজন গভীরতা সম্পন্ন প্রধানমন্ত্রীর অভাব বোধ করে ভারত ।

rahul and monmohan
rahul and monmohan
author img

By

Published : Sep 26, 2020, 12:29 PM IST

দিল্লি, 26 সেপ্টেম্বর : ভারত মনমোহন সিংয়ের মতো একজন প্রধানমন্ত্রীর অভাব বোধ করে । প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছায় একথা লিখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । আজ মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও । টুইটারে তিনি লেখেন, "মনমোহন সিংজিকে জন্মদিনের শুভেচ্ছা । তাঁর দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি । "

  • Birthday greetings to Dr. Manmohan Singh Ji. I pray to Almighty that he is blessed with a long and healthy life.

    — Narendra Modi (@narendramodi) September 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনে সকাল থেকেই শুভেচ্ছাবার্তা আসছে রাজনৈতিক মহল থেকে । আজ তাঁর 88 বছর পূর্ণ হল । তাঁকে প্রথম শুভেচ্ছা জানান রাহুল । টুইটারে তিনি লেখেন, "মনমোহন সিংয়ের মতো একজন গভীরতা সম্পন্ন প্রধানমন্ত্রীর অভাব বোধ করে ভারত । তাঁর সততা এবং উৎসর্গ আমাদের প্রত্যেকের অনুপ্রেরণার সূত্র । তাঁকে জন্মদিনের এবং একটি সুন্দর বছরের শুভেচ্ছা জানাই ।"

  • India feels the absence of a PM with the depth of Dr Manmohan Singh. His honesty, decency and dedication are a source of inspiration for us all.

    Wishing him a very happy birthday and a lovely year ahead.#HappyBirthdayDrMMSingh

    — Rahul Gandhi (@RahulGandhi) September 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেসের তরফে মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো আপলোড করা হয় । শুভেচ্ছা জানান কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলও ।

  • In his journey towards greatness, he took a billion people along.

    One of the most competent world leaders, Dr. Manmohan Singh's vision for our Nation is uncompromising.

    India is forever indebted to this great son for leading her through highs & lows.#HappyBirthdayDrMMSingh pic.twitter.com/LdNIHVmkwc

    — Congress (@INCIndia) September 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 26 সেপ্টেম্বর : ভারত মনমোহন সিংয়ের মতো একজন প্রধানমন্ত্রীর অভাব বোধ করে । প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছায় একথা লিখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । আজ মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও । টুইটারে তিনি লেখেন, "মনমোহন সিংজিকে জন্মদিনের শুভেচ্ছা । তাঁর দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি । "

  • Birthday greetings to Dr. Manmohan Singh Ji. I pray to Almighty that he is blessed with a long and healthy life.

    — Narendra Modi (@narendramodi) September 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনে সকাল থেকেই শুভেচ্ছাবার্তা আসছে রাজনৈতিক মহল থেকে । আজ তাঁর 88 বছর পূর্ণ হল । তাঁকে প্রথম শুভেচ্ছা জানান রাহুল । টুইটারে তিনি লেখেন, "মনমোহন সিংয়ের মতো একজন গভীরতা সম্পন্ন প্রধানমন্ত্রীর অভাব বোধ করে ভারত । তাঁর সততা এবং উৎসর্গ আমাদের প্রত্যেকের অনুপ্রেরণার সূত্র । তাঁকে জন্মদিনের এবং একটি সুন্দর বছরের শুভেচ্ছা জানাই ।"

  • India feels the absence of a PM with the depth of Dr Manmohan Singh. His honesty, decency and dedication are a source of inspiration for us all.

    Wishing him a very happy birthday and a lovely year ahead.#HappyBirthdayDrMMSingh

    — Rahul Gandhi (@RahulGandhi) September 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেসের তরফে মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো আপলোড করা হয় । শুভেচ্ছা জানান কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলও ।

  • In his journey towards greatness, he took a billion people along.

    One of the most competent world leaders, Dr. Manmohan Singh's vision for our Nation is uncompromising.

    India is forever indebted to this great son for leading her through highs & lows.#HappyBirthdayDrMMSingh pic.twitter.com/LdNIHVmkwc

    — Congress (@INCIndia) September 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.