ETV Bharat / bharat

লকডাউন ব্যর্থ, ফল ভুগছে দেশ : রাহুল গান্ধি

রাহুল গান্ধি বলেন, "প্রধানমন্ত্রী যেমন চেয়েছিলেন, চার দফা লকডাউনে তা পাওয়া যায়নি । আমরা চাই, এই পরিস্থিতিতে সরকারের পরবর্তী পদক্ষেপ কী তা জানতে ।"

ছবি
ছবি
author img

By

Published : May 26, 2020, 2:44 PM IST

দিল্লি, 26 মে : ব্যর্থ লকডাউন । যার ফল ভুগছে দেশ । কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে এমনই বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । তাঁর কথায়, "ভারত একমাত্র দেশ যেখানে কোরোনা সংক্রমণ বাড়লেও লকডাউন ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে ।"

আজ সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধি বলেন, "যে লক্ষে লকডাউন করা হয়েছিল, তা পূরণ হয়নি দেশে । তাই মানুষ একটা ব্যর্থ লকডাউনের ফল ভোগ করছেন ।" এই পরিস্থিতিতে কংগ্রেস চায়, সরকারের পরবর্তী পদক্ষেপ কী তা জানতে । রাহুল বলেন, "প্রধানমন্ত্রী যেমন চেয়েছিলেন, চার দফার লকডাউনে তা পাওয়া যায়নি । আমরা চাই, এই পরিস্থিতিতে সরকারের পরবর্তী পদক্ষেপ কী তা জানতে ।"

কোরোনা ভাইরাস নিয়ে কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনা প্রসঙ্গে তিনি বলেন, "সরকার, তার উপদেষ্টা কমিটির সদস্যরা ও উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকরা ভাইরাসের সংক্রমণ শুরুর দিকে জানিয়েছিলেন, দেশে সংক্রমণের হার মে'র শেষের দিকে কমে যাবে । কিন্তু এখন তো দেখা যাচ্ছে কমার বদলে সংক্রমণ বাড়ছে । এটা প্রমাণিত যে, সংক্রমণের গ্রাফটা দিন দিন বাড়ছে ।"

কোরোনা পরিস্থিতিতে একের পর এক ইশু নিয়ে দেশের শাসক দলকে কটাক্ষ করছে কংগ্রেস । কখনও ভিনরাজ্যের শ্রমিক ইশু তো কখনও শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা । লকডাউনে সরকারের আর্থিক প্যাকেজ নিয়েও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন চিদম্বরম বা রাহুল গান্ধিরা । এবার লকডাউন ভারতে ব্যর্থ বলে দাবি করলেন রাহুল গান্ধি ।

দিল্লি, 26 মে : ব্যর্থ লকডাউন । যার ফল ভুগছে দেশ । কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে এমনই বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । তাঁর কথায়, "ভারত একমাত্র দেশ যেখানে কোরোনা সংক্রমণ বাড়লেও লকডাউন ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে ।"

আজ সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধি বলেন, "যে লক্ষে লকডাউন করা হয়েছিল, তা পূরণ হয়নি দেশে । তাই মানুষ একটা ব্যর্থ লকডাউনের ফল ভোগ করছেন ।" এই পরিস্থিতিতে কংগ্রেস চায়, সরকারের পরবর্তী পদক্ষেপ কী তা জানতে । রাহুল বলেন, "প্রধানমন্ত্রী যেমন চেয়েছিলেন, চার দফার লকডাউনে তা পাওয়া যায়নি । আমরা চাই, এই পরিস্থিতিতে সরকারের পরবর্তী পদক্ষেপ কী তা জানতে ।"

কোরোনা ভাইরাস নিয়ে কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনা প্রসঙ্গে তিনি বলেন, "সরকার, তার উপদেষ্টা কমিটির সদস্যরা ও উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকরা ভাইরাসের সংক্রমণ শুরুর দিকে জানিয়েছিলেন, দেশে সংক্রমণের হার মে'র শেষের দিকে কমে যাবে । কিন্তু এখন তো দেখা যাচ্ছে কমার বদলে সংক্রমণ বাড়ছে । এটা প্রমাণিত যে, সংক্রমণের গ্রাফটা দিন দিন বাড়ছে ।"

কোরোনা পরিস্থিতিতে একের পর এক ইশু নিয়ে দেশের শাসক দলকে কটাক্ষ করছে কংগ্রেস । কখনও ভিনরাজ্যের শ্রমিক ইশু তো কখনও শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা । লকডাউনে সরকারের আর্থিক প্যাকেজ নিয়েও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন চিদম্বরম বা রাহুল গান্ধিরা । এবার লকডাউন ভারতে ব্যর্থ বলে দাবি করলেন রাহুল গান্ধি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.