ETV Bharat / bharat

রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত ভারত - ভারত

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এশিয়া প্যাসিফিক ক্যাটাগরিতে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হল ভারত ৷ এই নিয়ে 8 বার ভারত এই সদস্যপদ অর্জন করল ৷

image
রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদ
author img

By

Published : Jun 18, 2020, 1:26 AM IST

Updated : Jun 18, 2020, 6:25 AM IST

নিউ ইয়র্ক, 18জুন : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদে দুই বছরের জন্য নির্বাচিত হল ভারত ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ভারত ৷ রাষ্ট্রসংঘের 193টি ভোটের মধ্যে 184টি ভোট পায় ভারত ৷ যদিও ভারতের দরকার ছিল মাত্র 128টি ভোট । প্রসঙ্গত, এশিয়া প্যাসিফিক থেকে একমাত্র দেশ হিসেবে 8 বার এই সদস্যপদ অর্জন করল ভারত ৷

ভারত একা নয়, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে দুই বছরের অস্থায়ী সদস্য পদ অর্জন করল আরও তিনটি দেশ ৷ সেগুলি হল, আয়ারল্যান্ড, মেক্সিকো ও নরওয়ে ৷ 2021-22 সালের জন্য এশিয়া প্রেসিফিক থেকে ভারত নির্বাচিত হল ৷ এই গ্রুপে ভারত ছাড়া অন্য কোনও দেশ আবেদন করেনি ৷

গত বছর জুনেই এশিয়া প্যাসিফিক থেকে 55টি দেশ ভারতকে সমর্থন করে ৷ তার মধ্যে পাকিস্তান ও চিনও ছিল ৷ এর আগে 1950-1951, 1967-1968, 1972-1973, 1977-1978, 1984-1985, 1991-1992, ও 2011-2012 সালে ভারত এই অস্থায়ী পদ অর্জন করে ৷

বিশ্বজুড়ে কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বুধবার রাষ্ট্রসংঘ স্পেশাল ভোটের আয়োজন করে ৷ এখানে রাষ্ট্রসংঘের 75 তম সভাপতি, নিরাপত্তা পরিষদের পাঁচটি অস্থায়ী সদস্য দেশ ও অর্থনৈতিক ও সামাজিক পরিষদের নির্বাচন করা হয় ৷

নিউ ইয়র্ক, 18জুন : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদে দুই বছরের জন্য নির্বাচিত হল ভারত ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ভারত ৷ রাষ্ট্রসংঘের 193টি ভোটের মধ্যে 184টি ভোট পায় ভারত ৷ যদিও ভারতের দরকার ছিল মাত্র 128টি ভোট । প্রসঙ্গত, এশিয়া প্যাসিফিক থেকে একমাত্র দেশ হিসেবে 8 বার এই সদস্যপদ অর্জন করল ভারত ৷

ভারত একা নয়, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে দুই বছরের অস্থায়ী সদস্য পদ অর্জন করল আরও তিনটি দেশ ৷ সেগুলি হল, আয়ারল্যান্ড, মেক্সিকো ও নরওয়ে ৷ 2021-22 সালের জন্য এশিয়া প্রেসিফিক থেকে ভারত নির্বাচিত হল ৷ এই গ্রুপে ভারত ছাড়া অন্য কোনও দেশ আবেদন করেনি ৷

গত বছর জুনেই এশিয়া প্যাসিফিক থেকে 55টি দেশ ভারতকে সমর্থন করে ৷ তার মধ্যে পাকিস্তান ও চিনও ছিল ৷ এর আগে 1950-1951, 1967-1968, 1972-1973, 1977-1978, 1984-1985, 1991-1992, ও 2011-2012 সালে ভারত এই অস্থায়ী পদ অর্জন করে ৷

বিশ্বজুড়ে কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বুধবার রাষ্ট্রসংঘ স্পেশাল ভোটের আয়োজন করে ৷ এখানে রাষ্ট্রসংঘের 75 তম সভাপতি, নিরাপত্তা পরিষদের পাঁচটি অস্থায়ী সদস্য দেশ ও অর্থনৈতিক ও সামাজিক পরিষদের নির্বাচন করা হয় ৷

Last Updated : Jun 18, 2020, 6:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.