ETV Bharat / bharat

দেশে একদিনে কোরোনায় আক্রান্তের তুলনায় বাড়ল সুস্থের সংখ্য়া - করোনা

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 45 হাজার 903 জন ৷ মৃত্যু হয়েছে 490 জনের ৷

ছবি
ছবি
author img

By

Published : Nov 9, 2020, 9:56 AM IST

দিল্লি, 9 নভেম্বর : দেশে সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 45 হাজার 903 জন ৷ গতকাল সেই সংখ্য়াটা ছিল 45 হাজার 674 জন ।

এই নিয়ে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল 85 লাখ 53 হাজার 657 ৷ সক্রিয় আক্রান্ত 5 লাখ 9 হাজার 673 ৷ এদিকে কমেছে দৈনিক মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 490 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 559 ৷ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 1 লাখ 26 হাজার 611 ৷

  • With 45,903 new #COVID19 infections, India's total cases surge to 85,53,657. With 490 new deaths, toll mounts to 1,26,611

    Total active cases are 5,09,673 after a decrease of 2,992 in last 24 hours.

    Total cured cases are 79,17,373 with 48,405 new discharges in the last 24 hours pic.twitter.com/dUz5G1Vw1u

    — ANI (@ANI) November 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত 24 ঘণ্টায় 48 হাজার 405 জন সুস্থ হয়ে উঠেছে ৷ মোট সুস্থ হয়ে উঠেছে 79 লাখ 17 হাজার 373 জন ৷

দেশের মধ্যে আক্রান্তের নিরিখে এখনও শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে ক্রমাগত বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ মোট 17 লাখ 19 হাজার 858 জন আক্রান্ত হয়েছে ৷ সুস্থ হয়েছে মোট 15 লাখ 77 হাজার 322 জন ৷ এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ কর্নাটকে মোট আক্রান্ত 8 লাখ 46হাজার 887 জন ৷ যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 42 হাজার 967 ৷

দিল্লি, 9 নভেম্বর : দেশে সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 45 হাজার 903 জন ৷ গতকাল সেই সংখ্য়াটা ছিল 45 হাজার 674 জন ।

এই নিয়ে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল 85 লাখ 53 হাজার 657 ৷ সক্রিয় আক্রান্ত 5 লাখ 9 হাজার 673 ৷ এদিকে কমেছে দৈনিক মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 490 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 559 ৷ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 1 লাখ 26 হাজার 611 ৷

  • With 45,903 new #COVID19 infections, India's total cases surge to 85,53,657. With 490 new deaths, toll mounts to 1,26,611

    Total active cases are 5,09,673 after a decrease of 2,992 in last 24 hours.

    Total cured cases are 79,17,373 with 48,405 new discharges in the last 24 hours pic.twitter.com/dUz5G1Vw1u

    — ANI (@ANI) November 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত 24 ঘণ্টায় 48 হাজার 405 জন সুস্থ হয়ে উঠেছে ৷ মোট সুস্থ হয়ে উঠেছে 79 লাখ 17 হাজার 373 জন ৷

দেশের মধ্যে আক্রান্তের নিরিখে এখনও শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে ক্রমাগত বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ মোট 17 লাখ 19 হাজার 858 জন আক্রান্ত হয়েছে ৷ সুস্থ হয়েছে মোট 15 লাখ 77 হাজার 322 জন ৷ এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ কর্নাটকে মোট আক্রান্ত 8 লাখ 46হাজার 887 জন ৷ যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 42 হাজার 967 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.