ETV Bharat / bharat

1971-র তুলনায় পাকিস্তানকে আরও বড় ধাক্কা দিতে সক্ষম ভারত : রাজনাথ সিং - অত্যাধুনিক সাবমেরিন INS খান্দেরি

1971 সালের যুদ্ধ অভূতপূর্ব কাজ করেছিল ভারতীয় নৌবাহিনী ৷ তবে তার তুলনায় পাকিস্তানকে আরও বড় ধাক্কা দিতে সক্ষম ভারত ৷ বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

রাজনাথ সিং
author img

By

Published : Sep 29, 2019, 3:48 AM IST

মুম্বই, 29 সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারের দৃঢ় সংকল্পের জন্য ভারতের নৌ-শক্তি বেড়েছে ৷ ফলে এখন 1971 সালের তুলনায় পাকিস্তানকে আরও বড় ধাক্কা দিতে সক্ষম ভারত ৷ গতকাল মুম্বইতে একথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

গতকাল আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হয় অত্যাধুনিক সাবমেরিন INS খান্দেরি ৷ সেই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, "ভারত নিজেদের নৌবাহিনীর উপর গর্বিত ৷ 1971 সালের যুদ্ধে নৌবাহিনী যে অভূতপূর্ব ভূমিকা পালন করেছিল, তা কোনওদিন ভুলতে পারবে না দেশ ৷ অপারেশন ট্রাইডেন্ট ও পাইথন পাকিস্তানের নৌবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছিল ৷ পাকিস্তানকে বুঝতে হবে, বর্তমানে সরকারের দৃঢ় সংকল্প ও INS খান্দেরির মতো সাবমেরিনের অন্তর্ভুক্তির ফলে নৌ-শক্তি বৃদ্ধি পেয়েছে ৷ আর ওদেরকে (পাকিস্তান) আরও বড় ধাক্কা দিতে সক্ষম ভারত ৷"

Rajnath Singh
অনুষ্ঠানে রাজনাথ সিং

বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে কার্যত পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ তারই মধ্যে ভারতের পশ্চিম উপকূলে 26/11-এর মতো আরও একটি হামলার সম্ভাবনার খবর ছড়িয়েছে ৷ তবে সেই পরিকল্পনা সফল হবে না বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ তিনি বলেন, "শান্তি বজায় রাখতে ও বাণিজ্যের প্রসারের জন্য আমাদের ভারত মহাসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে হবে ৷ ভারত মহাসাগরের প্রতি আমরা যত্নশীল ও সেখানে কেউ শান্তির পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে আমরা কঠোর পদক্ষেপ করব ৷ " ভারতের দ্বিতীয় স্করপিন-ক্লাস অ্যাটাক সাবমেরিন INS খান্দেরির অন্তর্ভুক্তির ফলে নৌবাহিনী আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ কোনও শান্তিপ্রিয় দেশের কাছে ভারতীয় নৌবাহিনী কোনও বিপদ নয় ৷ বরং ভারত মহাসাগরীয় অঞ্চলের অঞ্চলের ছোটো-বড় দেশগুলির সঙ্গে পারস্পরিক বিশ্বাস তৈরি করবে নৌবাহিনী ৷ তবে সীমান্তপারের দেশবিরোধীদের ছেড়ে কথা বলা হবে না বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী ৷ পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "আমাদের ক্ষমতা ওদের (পাকিস্তান) জানা উচিত ৷ আর প্রয়োজনে সেগুলি আমরা ব্যবহারও করতে পারি ৷"

INS Khanderi
অত্যাধুনিক সাবমেরিন INS খান্দেরি

মুম্বই, 29 সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারের দৃঢ় সংকল্পের জন্য ভারতের নৌ-শক্তি বেড়েছে ৷ ফলে এখন 1971 সালের তুলনায় পাকিস্তানকে আরও বড় ধাক্কা দিতে সক্ষম ভারত ৷ গতকাল মুম্বইতে একথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

গতকাল আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হয় অত্যাধুনিক সাবমেরিন INS খান্দেরি ৷ সেই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, "ভারত নিজেদের নৌবাহিনীর উপর গর্বিত ৷ 1971 সালের যুদ্ধে নৌবাহিনী যে অভূতপূর্ব ভূমিকা পালন করেছিল, তা কোনওদিন ভুলতে পারবে না দেশ ৷ অপারেশন ট্রাইডেন্ট ও পাইথন পাকিস্তানের নৌবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছিল ৷ পাকিস্তানকে বুঝতে হবে, বর্তমানে সরকারের দৃঢ় সংকল্প ও INS খান্দেরির মতো সাবমেরিনের অন্তর্ভুক্তির ফলে নৌ-শক্তি বৃদ্ধি পেয়েছে ৷ আর ওদেরকে (পাকিস্তান) আরও বড় ধাক্কা দিতে সক্ষম ভারত ৷"

Rajnath Singh
অনুষ্ঠানে রাজনাথ সিং

বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে কার্যত পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ তারই মধ্যে ভারতের পশ্চিম উপকূলে 26/11-এর মতো আরও একটি হামলার সম্ভাবনার খবর ছড়িয়েছে ৷ তবে সেই পরিকল্পনা সফল হবে না বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ তিনি বলেন, "শান্তি বজায় রাখতে ও বাণিজ্যের প্রসারের জন্য আমাদের ভারত মহাসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে হবে ৷ ভারত মহাসাগরের প্রতি আমরা যত্নশীল ও সেখানে কেউ শান্তির পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে আমরা কঠোর পদক্ষেপ করব ৷ " ভারতের দ্বিতীয় স্করপিন-ক্লাস অ্যাটাক সাবমেরিন INS খান্দেরির অন্তর্ভুক্তির ফলে নৌবাহিনী আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ কোনও শান্তিপ্রিয় দেশের কাছে ভারতীয় নৌবাহিনী কোনও বিপদ নয় ৷ বরং ভারত মহাসাগরীয় অঞ্চলের অঞ্চলের ছোটো-বড় দেশগুলির সঙ্গে পারস্পরিক বিশ্বাস তৈরি করবে নৌবাহিনী ৷ তবে সীমান্তপারের দেশবিরোধীদের ছেড়ে কথা বলা হবে না বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী ৷ পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "আমাদের ক্ষমতা ওদের (পাকিস্তান) জানা উচিত ৷ আর প্রয়োজনে সেগুলি আমরা ব্যবহারও করতে পারি ৷"

INS Khanderi
অত্যাধুনিক সাবমেরিন INS খান্দেরি
AP Video Delivery Log - 2100 GMT News
Saturday, 28 September, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-2057: Zimbabwe Mugabe Burial AP Clients Only 4232260
Mugabe family bury him at his rural Zimbabwe home
AP-APTN-2006: UNGA Cuba AP Clients Only 4232251
Cuba denounces US travel ban on Raul Castro
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.