ETV Bharat / bharat

চিনা পর্যটকদের ই-ভিসা সাময়িক বাতিল করল ভারত - ই-ভিসা বাতিল

চিনে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে টুইটে জানানো হয়, ‘বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে চিনা পর্যটকদের জন্য ভারতের ই-ভিসা বাতিল করা হচ্ছে৷ চিনে বসবাসকারী অন্যান্য বিদেশীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য৷’ যারা ইতিমধ্যেই ই-ভিসা পেয়ে গেছেন, তাদের ক্ষেত্রে ভিসার বৈধতা বাতিল করা হবে৷

Corona effect, india cancelled e-visas for chinese
কোরোনার জেরে চিনা পর্যটকদের জন্য বাতিল ই-ভিসা
author img

By

Published : Feb 2, 2020, 5:18 PM IST

Updated : Feb 2, 2020, 7:40 PM IST

বেজিং, 2 ফেব্রুয়ারি : চিন থেকে উৎপত্তি হওয়া কোরোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে । দিন দিন বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে চিনা পর্যটক ও সেদেশে বসবাসকারী বিদেশিদের অনলাইন ভিসা দেওয়া সাময়িক বাতিল করল ভারত।

ভারতে ইতিমধ্যে দু’জনের শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে ৷ আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে দেশের বিভিন্ন বিমানবন্দরে চিন ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এবার নতুন সংযোজন, ই-ভিসা ।

চিনে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে টুইটে জানানো হয়, বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে চিনা পর্যটকদের জন্য ভারতের ই-ভিসা বাতিল করা হচ্ছে ৷ চিনে বসবাসকারী অন্য বিদেশিদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য ৷ যাঁরা ইতিমধ্যেই ই-ভিসা পেয়ে গেছেন, তাঁদের ক্ষেত্রে ভিসার বৈধতা বাতিল করা হচ্ছে ৷ এর মধ্যে যাঁদের ভারতে যেতেই হবে, তাঁরা যেন বেজিংয়ে ভারতীয় দূতাবাস কিংবা সাংহাই বা গুয়াংহোতে ভারতীয় কনসুলেটে যোগাযোগ করেন ৷ পাশাপাশি এইসব শহরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলিতে যোগাযোগ করতে বলা হয়েছে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ৷

কোরোনার জেরে ইতিমধ্যেই চিনে 300-র বেশি মানুষ মারা গেছেন ৷ 14 হাজার 562 জন আক্রান্ত ৷ বিশ্বের 25টি দেশে এই মুহূর্তে কোরোনা ছড়িয়ে পড়েছে ৷ আজ 323 জন ভারতীয় ও সাতজন মালদ্বীপবাসীকে ইউহান শহর থেকে ভারতে নিয়ে আসা হয়েছে ৷ তার আগে শনিবার 324 জন ভারতীয়কে ইউহান থেকে নিয়ে আসা হয়৷

বেজিং, 2 ফেব্রুয়ারি : চিন থেকে উৎপত্তি হওয়া কোরোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে । দিন দিন বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে চিনা পর্যটক ও সেদেশে বসবাসকারী বিদেশিদের অনলাইন ভিসা দেওয়া সাময়িক বাতিল করল ভারত।

ভারতে ইতিমধ্যে দু’জনের শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে ৷ আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে দেশের বিভিন্ন বিমানবন্দরে চিন ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এবার নতুন সংযোজন, ই-ভিসা ।

চিনে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে টুইটে জানানো হয়, বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে চিনা পর্যটকদের জন্য ভারতের ই-ভিসা বাতিল করা হচ্ছে ৷ চিনে বসবাসকারী অন্য বিদেশিদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য ৷ যাঁরা ইতিমধ্যেই ই-ভিসা পেয়ে গেছেন, তাঁদের ক্ষেত্রে ভিসার বৈধতা বাতিল করা হচ্ছে ৷ এর মধ্যে যাঁদের ভারতে যেতেই হবে, তাঁরা যেন বেজিংয়ে ভারতীয় দূতাবাস কিংবা সাংহাই বা গুয়াংহোতে ভারতীয় কনসুলেটে যোগাযোগ করেন ৷ পাশাপাশি এইসব শহরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলিতে যোগাযোগ করতে বলা হয়েছে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ৷

কোরোনার জেরে ইতিমধ্যেই চিনে 300-র বেশি মানুষ মারা গেছেন ৷ 14 হাজার 562 জন আক্রান্ত ৷ বিশ্বের 25টি দেশে এই মুহূর্তে কোরোনা ছড়িয়ে পড়েছে ৷ আজ 323 জন ভারতীয় ও সাতজন মালদ্বীপবাসীকে ইউহান শহর থেকে ভারতে নিয়ে আসা হয়েছে ৷ তার আগে শনিবার 324 জন ভারতীয়কে ইউহান থেকে নিয়ে আসা হয়৷

New Delhi, Feb 02 (ANI): Speaking to ANI, DCP South-East Delhi Chinmoy Biswal informed that no permission was allowed to demonstrate in and around Shaheen Bagh against ongoing protest over CAA."No permission was granted to anyone to hold demonstration in and around Shaheen Bagh area against the ongoing protest here over CAA. Still some people called on the protest today, so, they were stopped and dispersed by police," said DCP Chinmoy Biswal.
Last Updated : Feb 2, 2020, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.