ETV Bharat / bharat

বিচ্ছিন্নতাবাদী নেতাদের আমন্ত্রণ, পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান বয়কট ভারতের - Pakistan High Commission

জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদাতাবাদী নেতাদের আমন্ত্রণ করায় পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান বয়কট করল ভারত।

পাকিস্তানের হাই কমিশনের অফিস
author img

By

Published : Mar 22, 2019, 3:13 PM IST

দিল্লি, ২২ মার্চ : জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদাতাবাদী নেতাদের আমন্ত্রণ করায় পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান বয়কট করল ভারত। সূত্রের খবর, আজ পাকিস্তান হাই কমিশনে আয়োজিত অনুষ্ঠানে কোনও প্রতিনিধিকে পাঠানো হচ্ছে না।

এক সরকারি আধিকারিক এক সংবাদমাধ্যমকে বলেন, "আজ পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় ৩০ হুরিয়ত নেতা আছেন। পাকিস্তান সরকার দু'রকমের কথা বলছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। তাই ভারত সরকার সেখানে কোনও প্রতিনিধি পাঠাচ্ছে না।"

পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়। এর মাঝেই এবার পাকিস্তান হাইকমিশন আয়োজিত অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিল ভারত।

তবে সূত্রের খবর, কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কোনও নেতাই এই অনুষ্ঠানে যোগ দিতে আসছে না। কারণ তাদের মধ্যে কেউ জেলে রয়েছেন আবার কেউ গৃহবন্দী। আর সেখানে যাওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন এক বিচ্ছিন্নতাবাদী নেতাও।

দিল্লি, ২২ মার্চ : জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদাতাবাদী নেতাদের আমন্ত্রণ করায় পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান বয়কট করল ভারত। সূত্রের খবর, আজ পাকিস্তান হাই কমিশনে আয়োজিত অনুষ্ঠানে কোনও প্রতিনিধিকে পাঠানো হচ্ছে না।

এক সরকারি আধিকারিক এক সংবাদমাধ্যমকে বলেন, "আজ পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় ৩০ হুরিয়ত নেতা আছেন। পাকিস্তান সরকার দু'রকমের কথা বলছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। তাই ভারত সরকার সেখানে কোনও প্রতিনিধি পাঠাচ্ছে না।"

পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়। এর মাঝেই এবার পাকিস্তান হাইকমিশন আয়োজিত অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিল ভারত।

তবে সূত্রের খবর, কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কোনও নেতাই এই অনুষ্ঠানে যোগ দিতে আসছে না। কারণ তাদের মধ্যে কেউ জেলে রয়েছেন আবার কেউ গৃহবন্দী। আর সেখানে যাওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন এক বিচ্ছিন্নতাবাদী নেতাও।


New Delhi, Mar 22 (ANI): Speaking on Overseas Indian National Congress' chairman Sam Pitroda's comment on Balakot airstrike, Himachal Pradesh Chief Minister Jairam Thakur said, "Congress party's leadership is directionless. If Congress party does not believe in BJP's leadership, then they should at least believe on our armed forces. Congress must ensure that the morale of our force should not decrease. Politics will come and go, election season will come and go but what will remain is the morale of our forces. Pakistan is shouting aloud and claiming that India did air strike in their region. Doesn't this evidence enough for Congress leader to accept that airstrike happened. I am proud that our PM Modi took the right action at the right time and as per the situation." Pitroda, a close confidant of Congress chief Rahul Gandhi questioned the death toll in the Balakot airstrike conducted by the Indian Air Force (IAF) in Pakistan in retaliation to the Pulwama terror attack.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.