দিল্লি, 14 জুলাই : কোরোনা ভাইরাসের সংক্রমণের জের ৷ ইতিহাসে প্রথম বার রেড ফোর্টে একবারে সম্পূর্ণ রকম স্বাধীনতা দিবস অনুষ্ঠানের স্বাক্ষী হতে চলেছে ভারত ৷ বিগত বছরগুলির তুলনায় এই বছর অর্থাৎ 2020 সালে মাত্র 20 শতাংশ VVIP ও অনুষ্ঠানে অংশগ্রহণকারীরাই কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাইভ বার্তার স্বাক্ষী হবেন ৷
ইতিমধ্যেই গত সপ্তাহে রেড ফোর্টে স্বাধীনতা দিবসের প্রস্তুতি দেখে এসেছেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার ও ASI ডিরেক্টর জেনেরাল ৷ প্রতিটি বিষয় খতিয়ে দেখেন অজয় কুমার ৷ সেই সঙ্গে প্রস্তুতির দায়িত্বে থাকা অফিসারদের সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানের প্রস্তুতির কাজ করার বার্তা দিয়েছেন তিনি ৷
বিগত বছরগুলোর তুলনায় এই বছর স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠান সম্পূর্ণ ভিন্ন রূপে পালিত হবে ৷ এই বছর অনুষ্ঠানে অংশ নেবে না স্কুলের ছাত্র-ছাত্রীরা ৷
একইভাবে প্রধানমন্ত্রী কেল্লার যে অংশ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেখানে বসতে পারবেন না VVIP-রা ৷ বিগত বছরগুলোতে স্বাধীনতা দিবস পালনের দিন দুই দিকের শীর্ষস্থান মিলিয়ে প্রায় 900 VVIP-দের বসবার জায়গা থাকে ৷ কিন্তু এই বছর VVIP-দের নিম্নস্থানেও বসার জায়গা করা হবে ৷ সেক্ষেত্র প্রায় 100 জনের বসার অনুমতি থাকবে ৷ আরও উল্লেখযোগ্য, এই বছর স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রায় এক হাজার 500 জন কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা রোগী ৷ তাঁদের মধ্যে 500 জন থাকবেন স্থানীয় পুলিশ প্রশাসনের ৷ বাকি যে এক হাজার জনকে আমন্ত্রণ করা হবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৷ গত বছর পর্যন্ত কমপক্ষে 10 হাজার মানুষ স্বাধীনতা দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল ৷
সাধারণ মানুষের পরিবর্তে কোরোনা জয়ীদের আমন্ত্রণ করা হবে ৷ সম্প্রতি একটি বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ এরপরই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই নতুন পরিকল্পনাকে কার্যকর করার জন্য কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷