ETV Bharat / bharat

অর্থের অভাব, নিজের চিকিৎসার টাকা জোগাতে সমস্যায় পড়েছিলেন বিপ্লবী বটুকেশ্বর দত্ত - Batukeshwar Dutt

স্বদেশী আন্দোলনের জোয়ার এসেছিল 1905 সালে ৷ সেই সূত্র ধরে দেশমাতৃকাকে শৃঙ্খল মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েন এক দল তরুণ ৷ দেশের জন্য শহিদ হন অনেকেই ৷ তাঁদের মধ্যে অনেকেই বাঙালি ৷ এঁদেরই অন্যতম বটুকেশ্বর দত্ত ৷

স্বদেশী আন্দোলনের জোয়ার এসেছিল 1905 সালে ৷ সেই সূত্র ধরে দেশমাতৃকাকে শৃঙ্খল মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েন এক দল তরুণ ৷ দেশের জন্য শহিদ হন অনেকেই ৷ তাঁদের মধ্যে অনেকেই বাঙালি ৷ এঁদেরই অন্যতম বটুকেশ্বর দত্ত ৷
author img

By

Published : Aug 15, 2019, 12:01 AM IST

পটনা, 15 অগাস্ট : আজ 73তম স্বাধীনতা দিবস ৷ এই দিনে ভারতমাতার এক বীরসন্তানকে স্মরণ করছে ETV ভারত ৷ স্বদেশী আন্দোলনের জোয়ার এসেছিল 1905 সালে ৷ সেই সূত্র ধরে দেশমাতৃকাকে শৃঙ্খল মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েন এক দল তরুণ ৷ দেশের জন্য শহিদ হন অনেকেই ৷ তাঁদের মধ্যে অনেকেই বাঙালি ৷ এঁদেরই অন্যতম বটুকেশ্বর দত্ত ৷

1910 সালের 18 নভেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি প্রত্যন্ত গ্রামে জন্মেছিলেন বটুকেশ্বর দত্ত । খণ্ডঘোষ থানা এলাকার ওঁয়াড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি । কিছুদিন ওঁয়াড়ি গ্রামে থাকার পর বাবার সঙ্গে উত্তরপ্রদেশের কানপুরে চলে যান তিনি । সেখানে থাকার সময়ই ভারতের স্বাধীনতা আন্দোলনে আকৃষ্ট হয়ে পড়েন ।

image
স্বদেশী আন্দোলনের জোয়ার এসেছিল 1905 সালে ৷ সেই সূত্র ধরে দেশমাতৃকাকে শৃঙ্খল মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েন এক দল তরুণ ৷ দেশের জন্য শহিদ হন অনেকেই ৷ তাঁদের মধ্যে অনেকেই বাঙালি ৷ এঁদেরই অন্যতম বটুকেশ্বর দত্ত ৷

বটুকেশ্বর দত্ত বর্ধমানের ভূমিপুত্র হলেও স্বাধীনতা উত্তর ভারতে তাঁর স্থায়ী বসতি ছিল বিহারের পটনার জাক্কানপুরে ৷ দেশকে ইংরেজদের হাত থেকে মুক্তি দিতে নাম লিখিয়েছিলেন বিপ্লবী দলে । চন্দ্রশেখর আজাদের বিপ্লবী সংগঠন সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনে যোগ দেন । এরপর দিল্লিতে স্বাধীনতা সংগ্রামের অপর সংগ্রামী ভগৎ সিংয়ের সঙ্গে যুক্ত হন ।

image
বটুকেশ্বর দত্ত বর্ধমানের ভূমিপুত্র হলেও স্বাধীনতা উত্তর ভারতে তাঁর স্থায়ী বসতি ছিল বিহারের পটনার জাক্কানপুরে
জড়িয়ে পড়েন স্বাধীনতা সংগ্রামে । 1929 সালের 8 এপ্রিল দিল্লিতে কেন্দ্রীয় আইনসভা কক্ষে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত বোমা ফেলে শাস্তি দিতে চান ব্রিটিশ রাজকে ৷ ''ইনকিলাব জিন্দাবাদ'' স্লোগানে দেশমুক্তির দাবি জানান ৷ ধরাও দেন স্বেচ্ছায় ৷ বোমা বর্ষণ এবং বিদ্রোহী পত্রিকা চালানোর অভিযোগে ভগৎ সিংয়ের সঙ্গে জেল হয় তাঁর । পুলিশ কর্তাকে হত্যার অভিযোগে এরপর ফাঁসি হয় ভগৎ সিংয়ের । ভগৎ সিংয়ের সহযোগী বটুকেশ্বর দত্ত-কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে ব্রিটিশ সরকার । আন্দামান-নিকোবরের সেলুলার জেলে দ্বীপান্তরিত করা হয় বটুকেশ্বর দত্তকে । দেশ স্বাধীন হওয়ার পর আন্দামান-নিকোবরের সেলুলার জেল থেকে সসন্মানে মুক্তি পেয়ে বটুকেশ্বর দত্ত চলে যান পটনায় ৷ সেখানেই তিনি বিয়ে করে অঞ্জলিকে । তবে স্বাধীনতার পরেও সংগ্রামীর কার্ড নিয়ে, চিকিৎসাজনিত অর্থ নিয়ে সমস্যায় পড়েছিলেন এই বিপ্লবী ৷ নিদারুণ অনটনের কারণে ব্যবসাও করেছেন ৷ বর্তমানে স্বাধীনতা সংগ্রামীর মেয়ে ভারতী বাগচীই বংশের শেষ প্রতিনিধি ৷
image
দেশকে ইংরেজদের হাত থেকে মুক্তি দিতে নাম লিখিয়েছিলেন বিপ্লবী দলে ।

1965 সালে দিল্লির AIMS সংলগ্ন একটি বর্ধিষ্ণু এলাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন বটুকেশ্বর । তাঁর শেষ ইচ্ছে অনুসারে অন্ত্যেষ্টি হয়েছিল পঞ্জাবের ফিরোজপুরের হুসেইনিওয়ালায় | যেখানে তার 34 বছর আগে রাতের অন্ধকারে শতদ্রুর জলে গোপনে ভাসিয়ে দেওয়া হয়েছিল তাঁর সহযোগী ভগৎ সিং-শিবরাম রাজগুরু-শুকদেবের অস্থি ৷ সম্প্রতি স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের মৃত্যুদিনে ওঁকে শ্রদ্ধা জানাতে পটনার জাক্কানপুরের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইও । বর্ধমান রেল স্টেশনের নাম পরিবর্তন করার প্রসঙ্গও এসেছিল সেই সময় ৷

পটনা, 15 অগাস্ট : আজ 73তম স্বাধীনতা দিবস ৷ এই দিনে ভারতমাতার এক বীরসন্তানকে স্মরণ করছে ETV ভারত ৷ স্বদেশী আন্দোলনের জোয়ার এসেছিল 1905 সালে ৷ সেই সূত্র ধরে দেশমাতৃকাকে শৃঙ্খল মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েন এক দল তরুণ ৷ দেশের জন্য শহিদ হন অনেকেই ৷ তাঁদের মধ্যে অনেকেই বাঙালি ৷ এঁদেরই অন্যতম বটুকেশ্বর দত্ত ৷

1910 সালের 18 নভেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি প্রত্যন্ত গ্রামে জন্মেছিলেন বটুকেশ্বর দত্ত । খণ্ডঘোষ থানা এলাকার ওঁয়াড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি । কিছুদিন ওঁয়াড়ি গ্রামে থাকার পর বাবার সঙ্গে উত্তরপ্রদেশের কানপুরে চলে যান তিনি । সেখানে থাকার সময়ই ভারতের স্বাধীনতা আন্দোলনে আকৃষ্ট হয়ে পড়েন ।

image
স্বদেশী আন্দোলনের জোয়ার এসেছিল 1905 সালে ৷ সেই সূত্র ধরে দেশমাতৃকাকে শৃঙ্খল মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েন এক দল তরুণ ৷ দেশের জন্য শহিদ হন অনেকেই ৷ তাঁদের মধ্যে অনেকেই বাঙালি ৷ এঁদেরই অন্যতম বটুকেশ্বর দত্ত ৷

বটুকেশ্বর দত্ত বর্ধমানের ভূমিপুত্র হলেও স্বাধীনতা উত্তর ভারতে তাঁর স্থায়ী বসতি ছিল বিহারের পটনার জাক্কানপুরে ৷ দেশকে ইংরেজদের হাত থেকে মুক্তি দিতে নাম লিখিয়েছিলেন বিপ্লবী দলে । চন্দ্রশেখর আজাদের বিপ্লবী সংগঠন সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনে যোগ দেন । এরপর দিল্লিতে স্বাধীনতা সংগ্রামের অপর সংগ্রামী ভগৎ সিংয়ের সঙ্গে যুক্ত হন ।

image
বটুকেশ্বর দত্ত বর্ধমানের ভূমিপুত্র হলেও স্বাধীনতা উত্তর ভারতে তাঁর স্থায়ী বসতি ছিল বিহারের পটনার জাক্কানপুরে
জড়িয়ে পড়েন স্বাধীনতা সংগ্রামে । 1929 সালের 8 এপ্রিল দিল্লিতে কেন্দ্রীয় আইনসভা কক্ষে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত বোমা ফেলে শাস্তি দিতে চান ব্রিটিশ রাজকে ৷ ''ইনকিলাব জিন্দাবাদ'' স্লোগানে দেশমুক্তির দাবি জানান ৷ ধরাও দেন স্বেচ্ছায় ৷ বোমা বর্ষণ এবং বিদ্রোহী পত্রিকা চালানোর অভিযোগে ভগৎ সিংয়ের সঙ্গে জেল হয় তাঁর । পুলিশ কর্তাকে হত্যার অভিযোগে এরপর ফাঁসি হয় ভগৎ সিংয়ের । ভগৎ সিংয়ের সহযোগী বটুকেশ্বর দত্ত-কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে ব্রিটিশ সরকার । আন্দামান-নিকোবরের সেলুলার জেলে দ্বীপান্তরিত করা হয় বটুকেশ্বর দত্তকে । দেশ স্বাধীন হওয়ার পর আন্দামান-নিকোবরের সেলুলার জেল থেকে সসন্মানে মুক্তি পেয়ে বটুকেশ্বর দত্ত চলে যান পটনায় ৷ সেখানেই তিনি বিয়ে করে অঞ্জলিকে । তবে স্বাধীনতার পরেও সংগ্রামীর কার্ড নিয়ে, চিকিৎসাজনিত অর্থ নিয়ে সমস্যায় পড়েছিলেন এই বিপ্লবী ৷ নিদারুণ অনটনের কারণে ব্যবসাও করেছেন ৷ বর্তমানে স্বাধীনতা সংগ্রামীর মেয়ে ভারতী বাগচীই বংশের শেষ প্রতিনিধি ৷
image
দেশকে ইংরেজদের হাত থেকে মুক্তি দিতে নাম লিখিয়েছিলেন বিপ্লবী দলে ।

1965 সালে দিল্লির AIMS সংলগ্ন একটি বর্ধিষ্ণু এলাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন বটুকেশ্বর । তাঁর শেষ ইচ্ছে অনুসারে অন্ত্যেষ্টি হয়েছিল পঞ্জাবের ফিরোজপুরের হুসেইনিওয়ালায় | যেখানে তার 34 বছর আগে রাতের অন্ধকারে শতদ্রুর জলে গোপনে ভাসিয়ে দেওয়া হয়েছিল তাঁর সহযোগী ভগৎ সিং-শিবরাম রাজগুরু-শুকদেবের অস্থি ৷ সম্প্রতি স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের মৃত্যুদিনে ওঁকে শ্রদ্ধা জানাতে পটনার জাক্কানপুরের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইও । বর্ধমান রেল স্টেশনের নাম পরিবর্তন করার প্রসঙ্গও এসেছিল সেই সময় ৷

Intro:Body:

a


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.