দিল্লি, 22 জুন : "গরিব কল্যাণ রোজগার অভিযান"-এর আওতায় আসতে যা যা প্রয়োজন তার সবটাই রয়েছে পশ্চিমবঙ্গের । কোনও রাজ্যে 25 হাজার পরিযায়ী শ্রমিক ফিরলেই তাদের এই যোজনার আওতায় আনা হচ্ছে । পশ্চিমবঙ্গে লাখেরও বেশি পরিযায়ী শ্রমিক এই ক'দিনে ফিরেছেন । ফলে এরাজ্যকেও "গরিব কল্যাণ রোজগার" যোজনার আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি ।
চিঠিতে তিনি লেখেন, "একটি বিষয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই । আপনি সম্প্রতি গরিব কল্যাণ রোজগার যোজনা অভিযানের কথা ঘোষণা করেছেন । যাতে ছ'টি রাজ্যের 116টি জেলা স্থান পেয়েছে । এতে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা হবে । এই ছ'টি রাজ্যের তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের ।"
অধীরবাবু চিঠিতে লেখেন, "এক্ষেত্রে যে রাজ্যে কমপক্ষে 25 হাজার পরিযায়ী শ্রমিক ফিরেছে সে রাজ্য জায়গা পেয়েছে । গত কয়েকদিনে বাংলায় লাখ লাখ পরিযায়ী শ্রমিক ফিরেছেন । এখনও পর্যন্ত তারা কর্মহীন । কাজ পাবেন যে এমন আশাও নেই । পরিযায়ী শ্রমিক ফেরার নিরিখে পশ্চিমবঙ্গ অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাজ্য । কিন্তু এরাজ্যেরই নাম নেই এই তালিকায় ।"
কেন্দ্রের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে তিনি লেখেন, "আমি অবাক হলাম পশ্চিমবঙ্গে লাখ লাখ পরিযায়ী শ্রমিক ফিরলেও এরাজ্যের একটি জেলার নামও এই প্রকল্পের তালিকায় নেই ।" প্রধীনমন্ত্রীকে বিষয়টি দেখার জন্য আবেদন জানিয়েছেন তিনি ।
লকডাউনের জেরে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গেছে পরিযায়ী শ্রমিকরা ৷ তাঁদের কথা মাথায় রেখেই শনিবার "গরিব কল্যাণ রোজগার" অভিযানের ঘোষণা করেন প্রধানমন্ত্রী । এই অভিযানে জায়গা পেয়েছে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা ও রাজস্থানের 116টি জেলা ৷ লকডাউনের জেরে এই রাজ্যগুলিতে সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক ফিরেছেন বলে জানান প্রধানমন্ত্রী ।
এই ঘোষণার পর থেকেই প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা । অনেকেই বলেন, পশ্চিমবঙ্গকে কেন এই তালিকার অন্তর্ভুক্ত করা হল না ? এটা কী কেন্দ্র-রাজ্য সংঘাতের জের ? অনেকেই আবার বলেন, রাজনীতির ফাঁপড়ে পড়ে আদতে সমস্যায় পড়ছেন পরিযায়ীরাই ।