ETV Bharat / bharat

ব্যক্তিগত আয়করে বড়সড় ছাড়ের সম্ভাবনা বাজেটে - Nirmala Sitharaman

অটোমোবাইলস থেকে শুরু করে সমস্ত বাজারেই কমেছে চাহিদা ৷ এই পরিস্থিতিতে দেশীয় বাজারে গতি আনতে বড়সড় ছাড় দেওয়া হতে পারে ব্যক্তিগত আয়করে ৷

Income Tax
ফাইল ছবি
author img

By

Published : Jan 22, 2020, 3:15 PM IST

দিল্লি, 22 জানুয়ারি : সাধারণ বাজেটে ব্যক্তিগত আয়করে বড়সড় ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বার্ষিক 7 লাখ পর্যন্ত আয়ে ব্যক্তিগত আয়কর কমিয়ে আনা হতে পারে 5 শতাংশ পর্যন্ত ৷ 7-10 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ব্যক্তিগত আয়কর কমে হতে পারে 10 শতাংশ ৷ সূত্র মারফত এমনই খবর পাওয়া গেছে ৷

1 ফেব্রুয়ারি এই বছরের সাধারণ বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রক ৷ ব্যক্তিগত আয়করে যে ছাড় দেওয়া হতে পারে, এমন জল্পনা চলছিল অনেকদিন থেকেই ৷ গত বছর থেকে কার্যত প্রায় মুখ থুবড়ে পড়েছে অটোমোবাইলস সংস্থাগুলি ৷ নতুন গাড়ি কেনার হার গত বছরে চোখে পড়ার মতো কমে গেছে ৷ নতুন সাধারণ বাজেটে আয়কর কমলে গাড়ির বাজারেও চাহিদা বাড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ ৷

বর্তমানে 5 লাখ পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হয় না ৷ কিন্তু 5-10 লাখ বার্ষিক আয়ে 20 শতাংশ আয়কর ধার্য করা আছে ৷ 10 লাখের বেশি বার্ষিক আয়ে 30 শতাংশ আয়কর ধার্য করা আছে ৷ এই আয়কর কমলে শুধুমাত্র গাড়ি বাজারেই নয়, সমস্ত ক্ষেত্রেই চাহিদা বাড়বে ৷ আর তাতেই চাঙ্গা হবে দেশীয় অর্থনীতি ৷ এমনই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা ৷

আরও পড়ুন : চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার থাকবে 4.8 শতাংশ : IMF

কিছুদিন আগেই IMF জানিয়েছে, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার থাকবে 4.8 শতাংশ ৷ এর আগে অক্টোবরে তারা এই হার 6.1 থাকবে বলে জানিয়েছিল ৷ সম্ভাবনার থেকেও দ্রুত হারে কমেছে আর্থিক বৃদ্ধির হার । এই পরিস্থিতিতে আয়করে ছাড় দেওয়াটা যথেষ্টই সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন দেশের অর্থনীতিবিদদের একাংশ ৷

দিল্লি, 22 জানুয়ারি : সাধারণ বাজেটে ব্যক্তিগত আয়করে বড়সড় ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বার্ষিক 7 লাখ পর্যন্ত আয়ে ব্যক্তিগত আয়কর কমিয়ে আনা হতে পারে 5 শতাংশ পর্যন্ত ৷ 7-10 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ব্যক্তিগত আয়কর কমে হতে পারে 10 শতাংশ ৷ সূত্র মারফত এমনই খবর পাওয়া গেছে ৷

1 ফেব্রুয়ারি এই বছরের সাধারণ বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রক ৷ ব্যক্তিগত আয়করে যে ছাড় দেওয়া হতে পারে, এমন জল্পনা চলছিল অনেকদিন থেকেই ৷ গত বছর থেকে কার্যত প্রায় মুখ থুবড়ে পড়েছে অটোমোবাইলস সংস্থাগুলি ৷ নতুন গাড়ি কেনার হার গত বছরে চোখে পড়ার মতো কমে গেছে ৷ নতুন সাধারণ বাজেটে আয়কর কমলে গাড়ির বাজারেও চাহিদা বাড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ ৷

বর্তমানে 5 লাখ পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হয় না ৷ কিন্তু 5-10 লাখ বার্ষিক আয়ে 20 শতাংশ আয়কর ধার্য করা আছে ৷ 10 লাখের বেশি বার্ষিক আয়ে 30 শতাংশ আয়কর ধার্য করা আছে ৷ এই আয়কর কমলে শুধুমাত্র গাড়ি বাজারেই নয়, সমস্ত ক্ষেত্রেই চাহিদা বাড়বে ৷ আর তাতেই চাঙ্গা হবে দেশীয় অর্থনীতি ৷ এমনই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা ৷

আরও পড়ুন : চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার থাকবে 4.8 শতাংশ : IMF

কিছুদিন আগেই IMF জানিয়েছে, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার থাকবে 4.8 শতাংশ ৷ এর আগে অক্টোবরে তারা এই হার 6.1 থাকবে বলে জানিয়েছিল ৷ সম্ভাবনার থেকেও দ্রুত হারে কমেছে আর্থিক বৃদ্ধির হার । এই পরিস্থিতিতে আয়করে ছাড় দেওয়াটা যথেষ্টই সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন দেশের অর্থনীতিবিদদের একাংশ ৷

New Delhi, Jan 22 (ANI): On being asked that people living on India-China border areas complain that China's PLA troubles them, Defence Minister Rajnath Singh on Wednesday said, "As far as our borders are concerned, place your trust in armed forces of our country. No country has the courage to raise their eyes towards India." Speaking on Jammu and Kashmir children is motivating through (National Cadet Corps) NCC, Defence Minister said, "Children in JandK are nationalists too, they shouldn't be viewed otherwise. Sometimes people don't motivate them in the correct manner, they guide them in the wrong direction. Those who motivate them in wrong direction should be held responsible and not the children or youth."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.