ETV Bharat / bharat

সুখবর, গ্র্যাচুইটিতে আয়কর ছাড়ের সীমা বেড়ে ২০ লাখ

গ্র্যাচুইটি বাবদ প্রাপ্ত অর্থের উপর আয়কর ছাড়ের সীমা ১০ লাখ থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা করা হল।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 7, 2019, 5:27 PM IST

দিল্লি, ৭ মার্চ : গ্র্যাচুইটি বাবদ প্রাপ্ত অর্থের উপর আয়কর ছাড়ের সীমা ১০ লাখ থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা করা হল। আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে অর্থমন্ত্রক।

অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১-র ১০(১০) (III) নম্বর ধারায় এই ছাড় পাবেন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীরা।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সন্তোষ কুমার গাঙওয়ার বলেন, "যেসব সরকারি কর্মী ও বেসরকারি কর্মী পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট, ১৮৭২ আইনে আয়কর ছাড়ের সুবিধা পেতেন না, তাঁরা নতুন সিদ্ধান্তের জেরে এবার থেকে এই সুবিধা পাবেন।"

দিল্লি, ৭ মার্চ : গ্র্যাচুইটি বাবদ প্রাপ্ত অর্থের উপর আয়কর ছাড়ের সীমা ১০ লাখ থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা করা হল। আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে অর্থমন্ত্রক।

অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১-র ১০(১০) (III) নম্বর ধারায় এই ছাড় পাবেন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীরা।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সন্তোষ কুমার গাঙওয়ার বলেন, "যেসব সরকারি কর্মী ও বেসরকারি কর্মী পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট, ১৮৭২ আইনে আয়কর ছাড়ের সুবিধা পেতেন না, তাঁরা নতুন সিদ্ধান্তের জেরে এবার থেকে এই সুবিধা পাবেন।"


Mumbai (Maharashtra), Mar 07 (ANI): Fire broke out today at a car service centre near Mahalakshmi Railway Station in Mumbai. At least, six luxury cars were gutted in the fire. The fire has now been doused. No casualties have been reported so far. Mahalaxmi Railway Station lies on the Western Line of the Mumbai Suburban Railway. The reason behind the fire is yet to be ascertained. More details are waited.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.