লখনউ, 6 জুলাই : 96 ঘণ্টারও বেশি সময় পার হয়ে গিয়েছে। এখনও এক ডেপুটি পুলিশ সুপার-সহ আট পুলিশকর্মী খুনের মূল অভিযুক্ত গ্যাংস্টার বিকাশ দুবের টিকি ছুঁতে পারল না পুলিশ ৷ আর এরই মাঝে বিকাশ দুবের একটি ভিডিয়ো সাক্ষাৎকার সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে ।
সম্প্রতি সোশাল মিডিয়ায় তার একটি ভিডিয়ো সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ৷ এই ভিডিয়োতে অবশ্য কোনও তারিখ বা সময়ের উল্লেখ নেই ৷ এই ভিডিয়ো সাক্ষাৎকারে বিকাশ দুবে দাবি করেছে, উত্তরপ্রদেশ বিধানসভার প্রাক্তন স্পিকার হরিকৃষ্ণ শ্রীবাস্তব তার রাজনৈতিক গুরু ছিলেন ৷ এবং এই হরিকৃষ্ণই তাকে রাজনীতিতে আসার ক্ষেত্রে উৎসাহিত করেন ৷ মুলায়ম সিং সরকারের রাজত্বকালে শ্রীবাস্তব 1990 থেকে 1991 পর্যন্ত বিধানসভার স্পিকার ছিলেন ৷ এই ভিডিয়ো সাক্ষাৎকারে বিকাশের সবচেয়ে চমকপ্রদ দাবি অবশ্য অন্য ৷ বিকাশ দাবি করে ,তার সঙ্গে অপরাধ জগতের কোনও যোগাযোগ নেই ৷ তার রাজনৈতিক জীবন ক্রমশ উন্নতি হচ্ছে দেখে অনেকে ঈর্ষান্বিত হয়ে পড়ে ৷ আর সেই ঈর্ষা থেকেই তাকে নানা মামলায় জড়িয়ে ফেলা হয়েছে ৷
শুক্রবার বিকাশ দুবের দ্বারা আট পুলিশকর্মী হত্যার ঘটনায় তদন্তকারী STF আরও একটি ভিডিয়ো পরীক্ষা করে দেখছে ৷ ওই ভিডিয়োতে বিকাশকে তার রাজনৈতিক লিঙ্ক নিয়ে কথা বলতে শোনা যায় ৷ BJP বিধায়ক অভিজিৎ সাঙ্গা এবং ভগবতী সাগরের সঙ্গে তার সংযোগ সম্পর্কে কথা বলতে ভিডিয়োতে দেখা গেছে । বিকাশ দাবি করে, 2017 সালে সে যখন পুলিশি পদক্ষেপের মুখোমুখি হয় তখন দুই নেতা তাকে সহায়তা করেছিলেন ।
যদিও অভিজিৎ সাঙ্গা এই গ্যাংস্টারের সঙ্গে যোগাযোগ থাকার কথা অস্বীকার করেছেন ৷ অভিজিৎ বলেন, " আমার নির্বাচনী এলাকা কানপুরের বিথুরে ৷ আশপাশের গ্রামের লোকেরা আমার কাছে সাহায্যের জন্য আসেন । আমি কয়েকবার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি, সেসময় বিকাশ দুবে অন্য পক্ষকে সমর্থন করেছিল ৷" সাঙ্গা আরও বলেন, ক্ষমতাসীন দলগুলির রাজনৈতিক নেতাদের সাথে নিজের যোগাযোগ দেখানো দুবের বৈশিষ্ট্য ৷ এদিকে বিলহৌরের BJP বিধায়ক ভাগবতী সাগর বলেন যে তিনি দুবের বিরুদ্ধে কোনও মামলা করেননি ৷ ভাগবতী সাগরের অভিযোগ, দুবে তাঁর সম্মানহানি করার চেষ্টা করছে। BJP-র এই দুই বিধায়ক দুবের ভিডিয়োকে পরীক্ষা করে দেখার দাবি করেছেন ৷
কানপুর থেকে দেড়শো কিলোমিটার দূরে বিকরু গ্রাম ৷ বৃহস্পতিবার বিকাশকে ধরতে এই গ্রামে যায় পুলিশ ৷ সেসময় পুলিশকর্মীদের উপর বিকাশ তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করে ৷ দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মারা যান মোট 8 জন পুলিশকর্মী ৷ মৃত পুলিশকর্মীদের মধ্যে আছেন এক ডেপুটি পুলিশ সুপার, তিন সাব-ইনস্পেক্টর এবং চার কনস্টেবল ৷ ওই ঘটনার পর থেকেই বেপাত্তা হয়ে যায় বিকাশ । অপরাধ জগতের সঙ্গে রাজনৈতিক জগতেও বিকাশের ছায়া খুব গভীর বলেই জানা গিয়েছে ৷ বহুজন সমাজ পার্টিতে 2002 সালে যোগ দেয় বিকাশ ৷