ETV Bharat / bharat

তদন্তে বাধার অভিযোগ খারিজ করে সুপ্রিম কোর্টে হলফনামা রাজীব কুমারের - rajiv kumar

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার, রাজ্যের DGP বীরেন্দ্র কুমার এবং মুখ্যসচিব মলয়কুমার দে CBI-র আদালত অবমাননা মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিলেন।

ফাইল ফোটো
author img

By

Published : Feb 19, 2019, 7:00 AM IST

Updated : Feb 19, 2019, 7:27 AM IST

দিল্লি, ১৯ ফেব্রুয়ারি : CBI-র আদালত অবমাননা মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার, রাজ্যের DGP বীরেন্দ্র কুমার এবং মুখ্যসচিব মলয়কুমার দে। গতকাল পৃথকভাবে জমা দেওয়া হলফনামায় তিনজনই CBI-র অভিযোগ খারিজ করেছে। আদালত অবমাননার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

চিটফান্ড তদন্তে ৩ ফেব্রুয়ারি কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে গেছিলেন CBI আধিকারিকরা। তাঁদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এমন কী, CBI আধিকারিকদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

কাজে বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় CBI। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও তদন্তে বাধাদানের অভিযোগ তোলে তারা। কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের DGP এবং মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে। ওই মামলার পরিপ্রেক্ষিতে ৩ জনের কাছে হলফনামা চায় শীর্ষ আদালত। গতকাল ৩ জন পৃথকভাবে সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেন। সেখানে CBI-র অভিযোগ খারিজ করেছেন তাঁরা। সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমাও চান।

হলফনামায় তিনজনেই বলেছেন, রাজ্য সরকার কিংবা পুলিশ তদন্তে বাধা দেয়নি। কিংবা CBI-কে তদন্তে সহযোগিতা না করার কথাও বলেননি কোনও অফিসার। বৈধ কাগজপত্র ছাড়াই CBI আধিকারিকরা তাঁর আবাসনে গেছিলেন বলে রাজীব কুমার তাঁর হলফনামায় জানান। তাঁর এই বক্তব্যকে সমর্থন করেছেন DGP।

undefined

একই সঙ্গে তিনজনেই হলফনামায় জানিয়েছেন, কোনও পুলিশ আধিকারিক মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে ওঠেননি।

দিল্লি, ১৯ ফেব্রুয়ারি : CBI-র আদালত অবমাননা মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার, রাজ্যের DGP বীরেন্দ্র কুমার এবং মুখ্যসচিব মলয়কুমার দে। গতকাল পৃথকভাবে জমা দেওয়া হলফনামায় তিনজনই CBI-র অভিযোগ খারিজ করেছে। আদালত অবমাননার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

চিটফান্ড তদন্তে ৩ ফেব্রুয়ারি কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে গেছিলেন CBI আধিকারিকরা। তাঁদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এমন কী, CBI আধিকারিকদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

কাজে বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় CBI। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও তদন্তে বাধাদানের অভিযোগ তোলে তারা। কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের DGP এবং মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে। ওই মামলার পরিপ্রেক্ষিতে ৩ জনের কাছে হলফনামা চায় শীর্ষ আদালত। গতকাল ৩ জন পৃথকভাবে সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেন। সেখানে CBI-র অভিযোগ খারিজ করেছেন তাঁরা। সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমাও চান।

হলফনামায় তিনজনেই বলেছেন, রাজ্য সরকার কিংবা পুলিশ তদন্তে বাধা দেয়নি। কিংবা CBI-কে তদন্তে সহযোগিতা না করার কথাও বলেননি কোনও অফিসার। বৈধ কাগজপত্র ছাড়াই CBI আধিকারিকরা তাঁর আবাসনে গেছিলেন বলে রাজীব কুমার তাঁর হলফনামায় জানান। তাঁর এই বক্তব্যকে সমর্থন করেছেন DGP।

undefined

একই সঙ্গে তিনজনেই হলফনামায় জানিয়েছেন, কোনও পুলিশ আধিকারিক মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে ওঠেননি।

New Delhi, Feb 18 (ANI): President of Argentina Mauricio Macri and Prime Minister Narendra Modi issued a joint statement in Delhi today. PM Modi said, "I (Narendra Modi) and President Mauricio Macri agree that terrorism is a huge threat for global peace and stability. Brutal terrorist attack in Pulwama (Jammu and Kashmir) proves that time for talks have passed. Now, the entire world needs to unite against terrorism and its supporters and take strong actions." "Hesitating from taking actions against terrorists is also kind of encouraging terrorism. Being a part of G20 countries, it's also important that we implement 11 point agenda of Hamburg Leaders Statement. India and Argentina will issue a special declaration on terrorism today," PM added.
Last Updated : Feb 19, 2019, 7:27 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.