ETV Bharat / bharat

কম সময়ে, কম খরচে কোরোনা নির্ণয় করবে ’ফেলুদা’ কিট

সম্প্রতি , কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR-IGIB) -এর দুই বাঙালি বিজ্ঞানী দেবজ্যোতি চক্রবর্তী এবং সৌভিক মাইতি একটি কোরোনা টেস্টিং কিট আবিষ্কার করেছেন । যা এক ঘণ্টার মধ্যেই বলে দেবে আপনি কোরোনায় আক্রান্ত কি না ৷ এবং তা 90 শতাংশ নির্ভুল হবে ৷ প্রথম ধরনের টেস্ট কিটের দাম হবে 1000 টাকারও কম ৷

author img

By

Published : Sep 21, 2020, 4:16 PM IST

‘Feluda’ kit
‘Feluda’ kit

দিল্লি , 21 সেপ্টেম্বর : ফেলুদা ৷ নামটা শুনলেই মনে পড়বে সত্যজিৎ রায়ের জনপ্রিয় গোয়েন্দা কাল্পনিক চরিত্র ৷ যে খুড়তুতো ভাই তপেশরঞ্জন মিত্র ওরফে তোপসে ও লেখক লালমোহন গঙ্গোপাধ্যায়কে নিয়ে একের পর এক রহস্যের সমাধান করে চলেছে ৷ এখন সেই ফেলুদাই কোরোনা পরীক্ষায় সহায়তা করবে ৷ আপনি কোরোনায় আক্রান্ত কি না সেই রহস্যের সমাধান করবে মাত্র এক ঘণ্টার মধ্যেই ৷

সম্প্রতি , কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR-IGIB) -এর দুই বাঙালি বিজ্ঞানী দেবজ্যোতি চক্রবর্তী এবং সৌভিক মাইতি একটি কোরোনা টেস্টিং কিট আবিষ্কার করেছেন । যা এক ঘণ্টার মধ্যেই বলে দেবে আপনি কোরোনায় আক্রান্ত কি না ৷ এবং তা 90 শতাংশ নির্ভুল হবে ৷ প্রথম ধরনের টেস্ট কিটের দাম হবে 1000 টাকারও কম ৷ এটি ক্লাস্টার্ড রেগুলারলি ইন্টারস্পেসড শর্ট প্যালিনড্রোমিক রিপিট (CRISPR ) প্রযুক্তির মাধ্যমে কোরোনাভাইরাসের জেনেটিক উপাদান সনাক্তকরণ করা হবে ৷ সত্যজিৎ রায় সৃষ্ট ’ফেলুদা’-র নাম অনুসারে এই টেস্ট কিটের নাম রাখা হয়েছে ’ফেলুদা’ ৷ এর পুরো নাম FnCas9 এডিটর লিঙ্কড ইউনিফর্ম ডিটেকশন অ্যাসে ৷

এই প্রসঙ্গে বিজ্ঞানী সৌভিক মাইতি বলেন , এটি একটি পেপার স্ট্রিপ ৷ যেখানে CRISPR CAS 9 ব্যবহার করার মাধ্যমে কোরোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত করা যাচ্ছে ৷ এক ঘণ্টার কম সময়ের মধ্যে রিপোর্ট চলে আসে ৷ অন্যদিকে , দেবজ্যোতি চক্রবর্তী বলেন , "এটির জন্য RT-PCR মেশিনের প্রয়োজন হয় না ৷ এটা অনেক সস্তায় হবে এবং যত্ন নিয়েই পরীক্ষা করা হবে ৷ " পাশাপাশি আরও জানানো হয়েছে, 100 দিনেরও কম সময়ে প্রযুক্তিসম্পন্ন এই ফেলুদা কিট তৈরি করা হয়েছে । সম্প্রতি , এটির বাণিজ্যিক অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া (DCGI) ৷

দিল্লি , 21 সেপ্টেম্বর : ফেলুদা ৷ নামটা শুনলেই মনে পড়বে সত্যজিৎ রায়ের জনপ্রিয় গোয়েন্দা কাল্পনিক চরিত্র ৷ যে খুড়তুতো ভাই তপেশরঞ্জন মিত্র ওরফে তোপসে ও লেখক লালমোহন গঙ্গোপাধ্যায়কে নিয়ে একের পর এক রহস্যের সমাধান করে চলেছে ৷ এখন সেই ফেলুদাই কোরোনা পরীক্ষায় সহায়তা করবে ৷ আপনি কোরোনায় আক্রান্ত কি না সেই রহস্যের সমাধান করবে মাত্র এক ঘণ্টার মধ্যেই ৷

সম্প্রতি , কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR-IGIB) -এর দুই বাঙালি বিজ্ঞানী দেবজ্যোতি চক্রবর্তী এবং সৌভিক মাইতি একটি কোরোনা টেস্টিং কিট আবিষ্কার করেছেন । যা এক ঘণ্টার মধ্যেই বলে দেবে আপনি কোরোনায় আক্রান্ত কি না ৷ এবং তা 90 শতাংশ নির্ভুল হবে ৷ প্রথম ধরনের টেস্ট কিটের দাম হবে 1000 টাকারও কম ৷ এটি ক্লাস্টার্ড রেগুলারলি ইন্টারস্পেসড শর্ট প্যালিনড্রোমিক রিপিট (CRISPR ) প্রযুক্তির মাধ্যমে কোরোনাভাইরাসের জেনেটিক উপাদান সনাক্তকরণ করা হবে ৷ সত্যজিৎ রায় সৃষ্ট ’ফেলুদা’-র নাম অনুসারে এই টেস্ট কিটের নাম রাখা হয়েছে ’ফেলুদা’ ৷ এর পুরো নাম FnCas9 এডিটর লিঙ্কড ইউনিফর্ম ডিটেকশন অ্যাসে ৷

এই প্রসঙ্গে বিজ্ঞানী সৌভিক মাইতি বলেন , এটি একটি পেপার স্ট্রিপ ৷ যেখানে CRISPR CAS 9 ব্যবহার করার মাধ্যমে কোরোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত করা যাচ্ছে ৷ এক ঘণ্টার কম সময়ের মধ্যে রিপোর্ট চলে আসে ৷ অন্যদিকে , দেবজ্যোতি চক্রবর্তী বলেন , "এটির জন্য RT-PCR মেশিনের প্রয়োজন হয় না ৷ এটা অনেক সস্তায় হবে এবং যত্ন নিয়েই পরীক্ষা করা হবে ৷ " পাশাপাশি আরও জানানো হয়েছে, 100 দিনেরও কম সময়ে প্রযুক্তিসম্পন্ন এই ফেলুদা কিট তৈরি করা হয়েছে । সম্প্রতি , এটির বাণিজ্যিক অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া (DCGI) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.