ETV Bharat / bharat

অনন্তনাগে খতম 3 জঙ্গি - অনন্তনাগে খতম 3 হিজ়বুল মুজাহিদিন জঙ্গি

আজ সকাল থেকে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি-নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই শুরু হয় । নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম 3 জঙ্গি ৷

ফাইল ছবি
author img

By

Published : Oct 16, 2019, 11:23 AM IST

Updated : Oct 16, 2019, 3:22 PM IST

শ্রীনগর, 16 অক্টোবর : জম্মু-কাশ্মীরের অনন্তনাগে খতম 3 জঙ্গি ৷ আজ সকালে জঙ্গিদের খতম করে নিরাপত্তাবাহিনী । সকাল থেকে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি-নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই শুরু হয় । এনকাউন্টারে জখম হন এক জওয়ানও ৷

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, তিনজনই হিজ়বুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল ৷ তাদের নেতৃত্ব দিচ্ছিল নাসির চাদরু ৷

অন্যদিকে পুলিশ আজ হায়াত আহমেদ ভাটকে গ্রেপ্তার করে ৷ শ্রীনগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার দায়ে অভিযুক্ত আহমেদ ৷

দেখুন ভিডিয়ো...

এদিকে লেফটেন্যান্ট জেনেরাল KJS ধিলোন আজ সাংবাদিক বলেন, "আমি কাশ্মীরের কৃষকদের আশ্বস্ত করতে চাই যে সব রকম সম্ভাব্য নিরাপত্তা দেওয়া হবে ৷ এটা আমাদের দায়িত্ব ৷"

শ্রীনগর, 16 অক্টোবর : জম্মু-কাশ্মীরের অনন্তনাগে খতম 3 জঙ্গি ৷ আজ সকালে জঙ্গিদের খতম করে নিরাপত্তাবাহিনী । সকাল থেকে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি-নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই শুরু হয় । এনকাউন্টারে জখম হন এক জওয়ানও ৷

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, তিনজনই হিজ়বুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল ৷ তাদের নেতৃত্ব দিচ্ছিল নাসির চাদরু ৷

অন্যদিকে পুলিশ আজ হায়াত আহমেদ ভাটকে গ্রেপ্তার করে ৷ শ্রীনগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার দায়ে অভিযুক্ত আহমেদ ৷

দেখুন ভিডিয়ো...

এদিকে লেফটেন্যান্ট জেনেরাল KJS ধিলোন আজ সাংবাদিক বলেন, "আমি কাশ্মীরের কৃষকদের আশ্বস্ত করতে চাই যে সব রকম সম্ভাব্য নিরাপত্তা দেওয়া হবে ৷ এটা আমাদের দায়িত্ব ৷"

Kolkata, Oct 15 (ANI): Former Indian skipper Sourav Ganguly on October 15 arrived in Kolkata, after his selection as BCCI president. Replying to medipersons on joining politics, Ganguly said, "I met Amit Shah for the first time ever, neither did I ask a question on BCCI, whether I was going to get a post or not, nor any discussion of "you will only get this, if you agree to that" happened, there is no political development."

Last Updated : Oct 16, 2019, 3:22 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.