শ্রীনগর, 16 অক্টোবর : জম্মু-কাশ্মীরের অনন্তনাগে খতম 3 জঙ্গি ৷ আজ সকালে জঙ্গিদের খতম করে নিরাপত্তাবাহিনী । সকাল থেকে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি-নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই শুরু হয় । এনকাউন্টারে জখম হন এক জওয়ানও ৷
জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, তিনজনই হিজ়বুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল ৷ তাদের নেতৃত্ব দিচ্ছিল নাসির চাদরু ৷
অন্যদিকে পুলিশ আজ হায়াত আহমেদ ভাটকে গ্রেপ্তার করে ৷ শ্রীনগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার দায়ে অভিযুক্ত আহমেদ ৷
এদিকে লেফটেন্যান্ট জেনেরাল KJS ধিলোন আজ সাংবাদিক বলেন, "আমি কাশ্মীরের কৃষকদের আশ্বস্ত করতে চাই যে সব রকম সম্ভাব্য নিরাপত্তা দেওয়া হবে ৷ এটা আমাদের দায়িত্ব ৷"