ETV Bharat / bharat

করতরপুর করিডরের উদ্বোধনে সিধুকে আমন্ত্রণ 'বন্ধু' ইমরানের - ইমরান খান

করতরপুর করিডরের উদ্বোধনী অনুষ্ঠানের তীর্থযাত্রীদের তালিকা থেকে বাদ গেছে বন্ধু সিধুর নাম । তাই তাঁকে আমন্ত্রণ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 30, 2019, 10:52 PM IST

দিল্লি, 30 অক্টোবর : প্রধানমন্ত্রী হিসেবে শপথ অনুষ্ঠানেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল । প্রতিপক্ষ দেশের আমন্ত্রণে সাড়া দেওয়ায় সেবারেও সমালোচিত হয়েছিলেন । বিষয়টি নিয়ে জলঘোলাও কম হয়নি । ফের একবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে সাড়া দিলেন কংগ্রেস নেতা ও পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী নভজ্যোত সিং সিধু ।

গতকাল পাকিস্তান 575 জন তীর্থযাত্রীর একটি তালিকা ভারতকে দেয় । যাঁরা করতরপুর করিডর দিয়ে পাকিস্তানের গুরুদ্বার দরবার সাহিবে প্রথম দল হিসেবে যাবেন । এই দলটির নেতৃত্ব দেবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । পাশাপাশি অমরিন্দর সিং, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরি, হরসিমরত কউর বাদল এবং পঞ্জাবের কিছু বিধায়ক ও সংসদরাও তীর্থযাত্রীদের এই দলে থাকবেন ।

এই তালিকাতেই নাম ছিল নভজ্যোত সিং সিধুর । কিন্তু তাঁর নাম বাদ দিয়ে দেয় কেন্দ্র । এরপরই 9 নভেম্বর করতরপুর করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের তরফে তাঁকে আমন্ত্রিত করা হয়েছে বলে খবর ।

এক সংবাদসংস্থা সূত্রে খবর, পঞ্জাব সরকার, শিরোমনি গুরুদ্বার পরবন্ধক কমিটি ও দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সম্মিলিত এই প্রতিনিধি দলকে নানকানা সাহিবে 'অখন্ড পাঠ' ও 'নগর কীর্তন' করার অনুমতি দিতে অস্বীকার করেছে পাকিস্তান ।

প্রসঙ্গত, চলতি বছরে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান কামার বাজওয়াকে জড়িয়ে ধরেছিলেন সিধু । আক্রমণের মুখে পড়েছিলেন সিধু । সেই সময় জানান, করতরপুর করিডরের বিষয়টি 'বন্ধু' ইমরান খান ও পাকিস্তান কর্তৃপক্ষের সামনে তিনি তুলে ধরেছেন ।

দিল্লি, 30 অক্টোবর : প্রধানমন্ত্রী হিসেবে শপথ অনুষ্ঠানেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল । প্রতিপক্ষ দেশের আমন্ত্রণে সাড়া দেওয়ায় সেবারেও সমালোচিত হয়েছিলেন । বিষয়টি নিয়ে জলঘোলাও কম হয়নি । ফের একবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে সাড়া দিলেন কংগ্রেস নেতা ও পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী নভজ্যোত সিং সিধু ।

গতকাল পাকিস্তান 575 জন তীর্থযাত্রীর একটি তালিকা ভারতকে দেয় । যাঁরা করতরপুর করিডর দিয়ে পাকিস্তানের গুরুদ্বার দরবার সাহিবে প্রথম দল হিসেবে যাবেন । এই দলটির নেতৃত্ব দেবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । পাশাপাশি অমরিন্দর সিং, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরি, হরসিমরত কউর বাদল এবং পঞ্জাবের কিছু বিধায়ক ও সংসদরাও তীর্থযাত্রীদের এই দলে থাকবেন ।

এই তালিকাতেই নাম ছিল নভজ্যোত সিং সিধুর । কিন্তু তাঁর নাম বাদ দিয়ে দেয় কেন্দ্র । এরপরই 9 নভেম্বর করতরপুর করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের তরফে তাঁকে আমন্ত্রিত করা হয়েছে বলে খবর ।

এক সংবাদসংস্থা সূত্রে খবর, পঞ্জাব সরকার, শিরোমনি গুরুদ্বার পরবন্ধক কমিটি ও দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সম্মিলিত এই প্রতিনিধি দলকে নানকানা সাহিবে 'অখন্ড পাঠ' ও 'নগর কীর্তন' করার অনুমতি দিতে অস্বীকার করেছে পাকিস্তান ।

প্রসঙ্গত, চলতি বছরে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান কামার বাজওয়াকে জড়িয়ে ধরেছিলেন সিধু । আক্রমণের মুখে পড়েছিলেন সিধু । সেই সময় জানান, করতরপুর করিডরের বিষয়টি 'বন্ধু' ইমরান খান ও পাকিস্তান কর্তৃপক্ষের সামনে তিনি তুলে ধরেছেন ।

Ludhiana (Punjab)/ Noida, Oct 30 (ANI): Even after state governments several measures to stop stubble burning, farmers of Punjab continues to burn the paddy crops. Delhi pollution levels have gone worse after Diwali festival. Delhi Chief Minister Arvind Kejriwal has appealed 'with folded hands' to the Haryana and Punjab governments to put an end to stubble burning, as a blanket of haze settled over Delhi and its neighbouring areas. Due to stubble burning, blanket of haze in the national capital has become a norm every winter. Despite a ban on stubble burning, farmers of Punjab continue to defy it due to a lack of financial incentives.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.