দেরাদুন, 13 জুন: কোরোনা পরিস্থিতির মধ্যেই দেরাদুনে অনুষ্ঠিত হল IMA (indian Military Academy)-র পাসিং আউট প্যারেড 2020 ৷ শনিবার ভারতীয় সেনার ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় ৷ স্বাস্থ্য সংক্রান্ত সুরক্ষা বজায় রাখতে মাস্ক পরে অনুষ্ঠানে অংশ নেয় জেন্টেলম্যানস ক্যাডেটস বাহিনী ৷
স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে এবারের পাসিং আউট সেরেমোনিতে বেশ কিছু পরিবর্তন করা হয় ৷ এই প্রথম ক্যাডেটদের অভিভাবকদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি ৷ সংক্রমণ ঠেকাতে তলোয়ার ও পদকে হাত দেওয়া নিষেধ ছিল ৷ গ্যালারি ছিল দর্শক শূন্য ৷ এছাড়াও প্রচলিত রীতি-নীতির বেশ কিছু অংশ বাদ দেওয়া হয় ৷ তার মধ্যে ছিল পাইপিং সেরেমোনির পর পুশ আপ করার নিয়ম ৷ দর্শকদের প্রবেশ নিষিদ্ধ থাকায় এই প্রথম অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হল ৷ IMA কর্তারা দেশের সবকটি সংবাদমাধ্যমকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের অনুরোধ জানিয়েছিলেন ৷
-
#WATCH — Uttarakhand: 333 officers to join the Indian Army today after the passing out parade at the Indian Military Academy (IMA) in Dehradun. 423 officers take part in the parade including 90 Gentleman Cadets from nine friendly foreign countries. pic.twitter.com/RzkT8P2yXx
— ANI (@ANI) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH — Uttarakhand: 333 officers to join the Indian Army today after the passing out parade at the Indian Military Academy (IMA) in Dehradun. 423 officers take part in the parade including 90 Gentleman Cadets from nine friendly foreign countries. pic.twitter.com/RzkT8P2yXx
— ANI (@ANI) June 13, 2020#WATCH — Uttarakhand: 333 officers to join the Indian Army today after the passing out parade at the Indian Military Academy (IMA) in Dehradun. 423 officers take part in the parade including 90 Gentleman Cadets from nine friendly foreign countries. pic.twitter.com/RzkT8P2yXx
— ANI (@ANI) June 13, 2020
অনুষ্ঠানের আগে গোটা বিষয়টি পর্যালোচনা করেন সেনাপ্রধান এম এম নারাভানে ৷ পাসিং আউট প্যারেডের পর আজ 333 জনের ভারতীয় সেনায় যোগ দেওয়ার কথা রয়েছে ৷ 9টি দেশের 90 জন বিদেশি ক্যাডেটসও রয়েছে ৷ এদিনের প্যারেড সেরেমোনিতে অংশ নেন 423 জন সেনাকর্মী ৷
-
#WATCH: Army chief General MM Naravane reviews the Passing Out Parade of 423 officers at Indian Military Academy (IMA) in Dehradun, Uttarakhand. pic.twitter.com/H7b4Vjmud4
— ANI (@ANI) June 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH: Army chief General MM Naravane reviews the Passing Out Parade of 423 officers at Indian Military Academy (IMA) in Dehradun, Uttarakhand. pic.twitter.com/H7b4Vjmud4
— ANI (@ANI) June 13, 2020#WATCH: Army chief General MM Naravane reviews the Passing Out Parade of 423 officers at Indian Military Academy (IMA) in Dehradun, Uttarakhand. pic.twitter.com/H7b4Vjmud4
— ANI (@ANI) June 13, 2020
প্রতি ছয়মাস অন্তর পাসিং আউট প্যারেড সেরেমোনির আয়োজন করে IMA ৷ এই অনুষ্ঠানের পরই ভারতীয় সেনার বিভিন্ন বিভাগে যোগ দেয় ক্যাডেটরা ৷ কঠোর প্রশিক্ষণের পর একজন জেন্টেলম্যান ক্যাডেটকে সেনা অফিসারে রূপান্তরিত করার প্রতীক হিসেবে ধরা হয় এই অনুষ্ঠানকে ৷ এখনও পর্যন্ত 62,139 জন ভারতীয় ও বিদেশি ক্যাডেটসদের প্রশিক্ষণ দিয়েছে ভারতীয় সেনা অ্যাকাডেমি ৷