মুম্বই, 25 জানুয়ারি : জয় শ্রীরাম স্লোগানে কেউ আঘাত পেতে পারেন না ৷ নেতাজি জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম স্লোগান ওঠায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বক্তৃতা না দেওয়ার প্রসঙ্গে এমনটাই মনে করেন শিবসেনা মুখপাত্র তথা রাজ্য়সভার সাংসদ সঞ্জয় রাউত ৷ তিনি বলেন, ‘‘আমার মনে হয় মমতাদিদির শ্রীরামের প্রতি বিশ্বাস ও আস্থা রয়েছে ৷’’
শনিবার 23 জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জন্মজয়ন্তীতে কেন্দ্রীয় সরকার ‘পরাক্রম দিবস’ পালন করে ৷ যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী হিসেবে মমতা বন্দ্য়োপাধ্য়ায় আমন্ত্রিত ছিলেন ৷ সেখানে তিনি বক্তব্য় রাখতে ওঠার সময়, ভিড়ের মধ্য়ে থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় ৷ নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানকে রাজনীতির মঞ্চ বানানো এবং তাঁকে আমন্ত্রণ জানিয়ে অপমানোর অভিযোগে বাংলার মুখ্য়মন্ত্রী বক্তৃতা দিতে অস্বীকার করেন ৷ সেই প্রসঙ্গেই আজ শিবসেনার মুখপাত্র জানান, এই দেশে কেউ জয় শ্রীরাম ধ্বনিতে অপমানিত বোধ করতে পারেন না ৷
আরও পড়ুন : নেতাজি না মমতা... অপমানিত হলেন কে ? তরজা তুঙ্গে
তাঁর কথায়, ‘‘কারও ধর্মনিরপেক্ষতার বিশ্বাস জয় শ্রীরাম স্লোগানে বিপদে পড়তে পারে না ৷ আমরা মনে করি, শ্রীরাম দেশের গর্ব এবং তাঁকে আমাদের সমর্থন করা উচিত ৷ জয় শ্রীরাম কোনও রাজনৈতিক স্লোগান নয়, এটা আমাদের বিশ্বাসের বিষয় ৷ এবং আমার বিশ্বাস মমতাদিদিও শ্রীরামের উপর ভরসা করেন ৷’’ শিবসেনার মুখপত্র ‘সামনা’-তেও এনিয়ে লেখা হয় ৷ সেখানে বলা হয়েছে, ‘‘অনুষ্ঠানে কিছু মানুষ ‘জয় শ্রীরাম’ বলায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দুঃখ পাওয়ার কোনও কারণ নেই ৷’’ বরং তাদের সঙ্গে সমানভাবে গলা মিলিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের স্লোগান দেওয়া উচিত ছিল ৷ তবে, বাংলার মুখ্য়মন্ত্রীর তা না করার পিছনে নিজস্ব ভোট ব্যাঙ্কের রাজনীতি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে শিবসেনার ওই মুখপত্রে ৷