ETV Bharat / bharat

ভারতের অভ্য়ন্তরীণ বিষয়, কৃষক আন্দোলন নিয়ে কানাডার প্রধানমন্ত্রীকে বার্তা বিদেশমন্ত্রকের - বিদেশমন্ত্রক

কানাডার প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো বার্তার পর, আজ বিদেশমন্ত্রকের তরফে একটি টুইট করা হয় ৷ সেখানে জ়াস্টিন ট্রুডোর মন্তব্য়কে উল্লেখ করে বলা হয়েছে, ‘‘আমরা দেখেছি কানাডিয়ান প্রধানমন্ত্রীর তরফে ভারতের কৃষক আন্দোলন নিয়ে কিছু ‘অসতর্কিত’ মন্তব্য় করা হয়েছে ৷ এই সবই ‘অযৌক্তিক’, বিশেষ করে যখন এটা একটা গণতান্ত্রিক দেশের অভ্য়ন্তরীণ বিষয় ৷

ভারতের অভ্য়ন্তরীণ বিষয়, কৃষক আন্দোলন নিয়ে কানাডার প্রধানমন্ত্রীকে বার্তা বিদেশমন্ত্রকের
ill-informed-india-reacts-sharply-to-trudeaus-farmer-protest-remarks
author img

By

Published : Dec 1, 2020, 4:14 PM IST

দিল্লি, 1 ডিসেম্বর : কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে রাজধানী ও তার আশেপাশের রাজ্য়ে চলা আন্দোলন-বিক্ষোভে উদ্বেগপ্রকাশ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জ়াস্টিন ট্রুডো ৷ এবার তার পালটা জবাবে, কানাডিয়ান প্রধানমন্ত্রীর মন্তব্য়কে ‘অসতর্কিত’ এবং ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করা হল বিদেশমন্ত্রকের তরফে ৷ পাশাপাশি ভারতের অভ্য়ন্তরীণ বিষয়ে নাক না গলানোর পরামর্শ দেওয়া হল কানাডার প্রধানমন্ত্রীকে ৷

প্রসঙ্গত, সোমবার গুরুনানক জয়ন্তীতে কানাডার শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন জাস্টিন ট্রুডো ৷ সেখানেই বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে উদ্বেগপ্রকাশ করেন তিনি ৷ তাঁর বার্তায় তিনি বলেন, ‘‘ভারত থেকে কৃষকদের আন্দোলনের খবর আসছে ৷ পরিস্থিতি খুবই উদ্বেগের এবং আমরা সবাই পরিবার এবং বন্ধুদের নিয়ে চিন্তিত (কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের পরিবারের উল্লেখ করা হয়েছে) ৷ আপনাদের মনে করিয়ে দিতে চাই, যে কানাডা সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারকে সমর্থন করে ৷

কানাডার প্রধানমন্ত্রীর এই ভিডিয়োবার্তার পর, আজ বিদেশমন্ত্রকের তরফে একটি টুইট করা হয় ৷ সেখানে জ়াস্টিন ট্রুডোর মন্তব্য়কে উল্লেখ করে বলা হয়েছে, ‘‘আমরা দেখেছি কানাডিয়ান প্রধানমন্ত্রীর তরফে ভারতের কৃষক আন্দোলন নিয়ে কিছু ‘অসতর্কিত’ মন্তব্য় করা হয়েছে ৷ এই সবই ‘অযৌক্তিক’, বিশেষ করে যখন এটা একটা গণতান্ত্রিক দেশের অভ্য়ন্তরীণ বিষয় ৷ এমনকি কূটনৈতিক স্তরের আলোচনাকে রাজনৈতিকভাবে ভুলভাবে উপস্থাপন না করা হয় ৷’’ ভারতের অভ্য়ন্তরীণ বিষয়ে নাক না গলানোর বার্তা এদিন বিদেশ মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে কানাডার প্রধানমন্ত্রীকে ৷

তবে শুধুই বিদেশমন্ত্রক নয় ৷ কানাডার প্রধানমন্ত্রীর এই বার্তার পরেই, আজ পালটা প্রতিক্রিয়া দেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী ৷ টুইটারে জ়াস্টিন ট্রুডোকে উল্লেখ করে তিনি লেখেন, ‘‘ জ়াস্টিন ট্রুডো আপনার উদ্বেগের কথা শুনে আমরা অভিভূত হয়েছি ৷ তবে, ভারতের অভ্য়ন্তরীণ বিষয়, অন্য় কোনও দেশের রাজনীতির বিষয় হতে পারে না ৷ দয়া করে এইটুকু সৌজন্য় বজায় রাখবেন ৷ যা ভারত অন্য়ান্য় দেশের প্রতি বজায় রাখে ৷’’ ট্রুডোকে জবাব দেওয়ার পাশাপাশি, প্রধানমন্ত্রীর কাছে বিষয়টির দ্রুত মীমাংসার দাবি জানান তিনি ৷ যাতে আর কোনও দেশ কৃষকদের আন্দোলন নিয়ে নাক গলানোর সুযোগ না পায় ৷

দিল্লি, 1 ডিসেম্বর : কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে রাজধানী ও তার আশেপাশের রাজ্য়ে চলা আন্দোলন-বিক্ষোভে উদ্বেগপ্রকাশ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জ়াস্টিন ট্রুডো ৷ এবার তার পালটা জবাবে, কানাডিয়ান প্রধানমন্ত্রীর মন্তব্য়কে ‘অসতর্কিত’ এবং ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করা হল বিদেশমন্ত্রকের তরফে ৷ পাশাপাশি ভারতের অভ্য়ন্তরীণ বিষয়ে নাক না গলানোর পরামর্শ দেওয়া হল কানাডার প্রধানমন্ত্রীকে ৷

প্রসঙ্গত, সোমবার গুরুনানক জয়ন্তীতে কানাডার শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন জাস্টিন ট্রুডো ৷ সেখানেই বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে উদ্বেগপ্রকাশ করেন তিনি ৷ তাঁর বার্তায় তিনি বলেন, ‘‘ভারত থেকে কৃষকদের আন্দোলনের খবর আসছে ৷ পরিস্থিতি খুবই উদ্বেগের এবং আমরা সবাই পরিবার এবং বন্ধুদের নিয়ে চিন্তিত (কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের পরিবারের উল্লেখ করা হয়েছে) ৷ আপনাদের মনে করিয়ে দিতে চাই, যে কানাডা সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারকে সমর্থন করে ৷

কানাডার প্রধানমন্ত্রীর এই ভিডিয়োবার্তার পর, আজ বিদেশমন্ত্রকের তরফে একটি টুইট করা হয় ৷ সেখানে জ়াস্টিন ট্রুডোর মন্তব্য়কে উল্লেখ করে বলা হয়েছে, ‘‘আমরা দেখেছি কানাডিয়ান প্রধানমন্ত্রীর তরফে ভারতের কৃষক আন্দোলন নিয়ে কিছু ‘অসতর্কিত’ মন্তব্য় করা হয়েছে ৷ এই সবই ‘অযৌক্তিক’, বিশেষ করে যখন এটা একটা গণতান্ত্রিক দেশের অভ্য়ন্তরীণ বিষয় ৷ এমনকি কূটনৈতিক স্তরের আলোচনাকে রাজনৈতিকভাবে ভুলভাবে উপস্থাপন না করা হয় ৷’’ ভারতের অভ্য়ন্তরীণ বিষয়ে নাক না গলানোর বার্তা এদিন বিদেশ মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে কানাডার প্রধানমন্ত্রীকে ৷

তবে শুধুই বিদেশমন্ত্রক নয় ৷ কানাডার প্রধানমন্ত্রীর এই বার্তার পরেই, আজ পালটা প্রতিক্রিয়া দেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী ৷ টুইটারে জ়াস্টিন ট্রুডোকে উল্লেখ করে তিনি লেখেন, ‘‘ জ়াস্টিন ট্রুডো আপনার উদ্বেগের কথা শুনে আমরা অভিভূত হয়েছি ৷ তবে, ভারতের অভ্য়ন্তরীণ বিষয়, অন্য় কোনও দেশের রাজনীতির বিষয় হতে পারে না ৷ দয়া করে এইটুকু সৌজন্য় বজায় রাখবেন ৷ যা ভারত অন্য়ান্য় দেশের প্রতি বজায় রাখে ৷’’ ট্রুডোকে জবাব দেওয়ার পাশাপাশি, প্রধানমন্ত্রীর কাছে বিষয়টির দ্রুত মীমাংসার দাবি জানান তিনি ৷ যাতে আর কোনও দেশ কৃষকদের আন্দোলন নিয়ে নাক গলানোর সুযোগ না পায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.