ETV Bharat / bharat

বিশ্বে প্রথম অনলাইন BSc ডিগ্রি কোর্স মাদ্রাজ় IIT-র

author img

By

Published : Jul 1, 2020, 2:23 AM IST

IIT মাদ্রাজ় বিশ্বের প্রথম অনলাইন BSc  ডিগ্রি কোর্স চালু করছে । ডাটা সায়েন্স এবং প্রোগ্রামিং-এ এই কোর্স করানো হবে ।

iit
iit

চেন্নাই, 30জুন : বিশ্বে প্রথম অনলাইন BSc ডিগ্রি কোর্স চালু করছে IIT মাদ্রাজ় । প্রোগ্রামিং এবং ডাটা সায়েন্সে এই কোর্স করানো হবে বলে মাদ্রাজ় IIT-র তরফে ঘোষণা করা হয় ।

দ্বাদশ শ্রেণি পাশ করা শিক্ষার্থীরাই এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন । তবে দ্বাদশ শ্রেণিতে অঙ্ক এবং ইংরাজি বাধ্যতামূলক থাকতে হবে । এমনকী যে পড়ুয়ারা দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করছেন তাঁরাও আবেদন করতে পারবেন । গ্র্যাজুয়েট এবং কর্মরতরাও এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন ।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল এবং তামিলনাড়ুর মানবসম্পদ উন্নয়নমন্ত্রী সঞ্জয় ধোত্রে এই কোর্সের উদ্বোধন করেন ।

রমেশ পোখরিয়াল আজ এই কোর্স উদ্বোধনের পর বলেন, “IIT মাদ্রাজ় বিশ্বের প্রথম অনলাইন BSc ডিগ্রি কোর্স চালু করছে । ডাটা সায়েন্স এবং প্রোগ্রামিং-এ এই কোর্স করানো হবে । সমীক্ষা অনুযায়ী, প্রতি বছরে প্রায় সাত থেকে সাড়ে সাত লাখ ভারতীয় পড়ুয়া বিদেশ যান । মাদ্রাজ় IIT-র এই উদ্যোগ ভারতকে আত্মনির্ভর হয়ে উঠতে সাহায্য করবে । ”

IIT-র ডিরেক্টর ভাস্কর রামামূর্তি জানান, এই কোর্সে অধ্যাপকদের তরফে ভিডিয়ো বার্তা থাকবে । থাকবে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট । অন্যান্য রেগুলার কোর্সের মতো পরীক্ষাও দিতে হবে শিক্ষার্থীকে । অনলাইন লেকচার শুনবেন পড়ুয়ারা । অ্যাসাইনমেন্টও জমা দেবেন অনলাইনো । যে পরীক্ষার্থীরা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাঁরাই এই কোর্সের সুযোগ পাবেন ।

চেন্নাই, 30জুন : বিশ্বে প্রথম অনলাইন BSc ডিগ্রি কোর্স চালু করছে IIT মাদ্রাজ় । প্রোগ্রামিং এবং ডাটা সায়েন্সে এই কোর্স করানো হবে বলে মাদ্রাজ় IIT-র তরফে ঘোষণা করা হয় ।

দ্বাদশ শ্রেণি পাশ করা শিক্ষার্থীরাই এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন । তবে দ্বাদশ শ্রেণিতে অঙ্ক এবং ইংরাজি বাধ্যতামূলক থাকতে হবে । এমনকী যে পড়ুয়ারা দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করছেন তাঁরাও আবেদন করতে পারবেন । গ্র্যাজুয়েট এবং কর্মরতরাও এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন ।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল এবং তামিলনাড়ুর মানবসম্পদ উন্নয়নমন্ত্রী সঞ্জয় ধোত্রে এই কোর্সের উদ্বোধন করেন ।

রমেশ পোখরিয়াল আজ এই কোর্স উদ্বোধনের পর বলেন, “IIT মাদ্রাজ় বিশ্বের প্রথম অনলাইন BSc ডিগ্রি কোর্স চালু করছে । ডাটা সায়েন্স এবং প্রোগ্রামিং-এ এই কোর্স করানো হবে । সমীক্ষা অনুযায়ী, প্রতি বছরে প্রায় সাত থেকে সাড়ে সাত লাখ ভারতীয় পড়ুয়া বিদেশ যান । মাদ্রাজ় IIT-র এই উদ্যোগ ভারতকে আত্মনির্ভর হয়ে উঠতে সাহায্য করবে । ”

IIT-র ডিরেক্টর ভাস্কর রামামূর্তি জানান, এই কোর্সে অধ্যাপকদের তরফে ভিডিয়ো বার্তা থাকবে । থাকবে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট । অন্যান্য রেগুলার কোর্সের মতো পরীক্ষাও দিতে হবে শিক্ষার্থীকে । অনলাইন লেকচার শুনবেন পড়ুয়ারা । অ্যাসাইনমেন্টও জমা দেবেন অনলাইনো । যে পরীক্ষার্থীরা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাঁরাই এই কোর্সের সুযোগ পাবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.