ETV Bharat / bharat

20 মিনিটে কোরোনা রিপোর্ট জানার কিট - তৈরি IIT হায়দরাবাদে - corona positive

দেশব্যাপী চলছে প্রথম ধাপের আনলকডাউন ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যাটাও ৷ এবার হায়দরাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি বিশেষজ্ঞ দল তৈরি করল কোরোনা পরীক্ষার কিট ৷ যাতে পরীক্ষার ফলাফল জানা সম্ভব মাত্র 20 মিনিটে ৷ যদিও , এখন তা ICMR - এর অনুমোদনের অপেক্ষায় ৷

IIT-Hyderabad's Low-Cost Test Kit Can Detect COVID-19 Within 20 Minutes
20 মিনিটে কোরোনার রিপোর্ট জানার কিট - তৈরি করল IIT হায়দরাবাদের 3 বিশেষজ্ঞের দল
author img

By

Published : Jun 7, 2020, 7:32 AM IST

দিল্লি, 7 জুন : এবার মাত্র 20 মিনিটেই জানা যাবে কোরোনার রিপোর্ট ৷ হায়দরাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি বিশেষজ্ঞ দলের (IIT) দাবি , মাত্র 20 মিনিটে কোরোনা টেস্টের রিপোর্ট জানাতে পারবে এমন একটি কিট তৈরি করেছেন তাঁরা ৷ তাঁরা জানিয়েছেন, কোরোনা পরীক্ষার জন্য প্রধানত ব্যবহৃত হয় রিভার্স ট্রান্সক্রিপসন পলিমেরেজ় চেইন রিয়্যাকসন পদ্ধতি ৷ কিন্তু এই কিটের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হবে না ৷ হায়দরাবাদ IIT - র 3 বিশেষজ্ঞের দল এই কিটটি তৈরি করেছেন ৷

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই টেস্ট কিট তৈরি করতে খরচ পরবে মাত্র 550 টাকা ৷ তবে , এর বহুল ব্যবহার শুরু হলে খরচ কমে হতে পারে 350 টাকা ৷ টেস্ট কিটটির জন্য একটি পেটেন্ট দায়ের করা হয়েছে ৷ বর্তমানে বিশেষজ্ঞদের দলটি হায়দরাবাদের ESIC মেডিকেল কলেজ ও হাসপাতালে টেস্ট কিটটির পরীক্ষামূলক ট্রায়াল চালাচ্ছে ৷ ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ (ICMR) এর কাছে অনুমোদনও চেয়েছে দলটি ৷

সংবাদমাধ্যম সূত্রে খবর, IIT হায়দরাবাদের ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক শিব গোবিন্দ সিং ৷ তিনি ওই 3 বৈজ্ঞানিক দলের প্রধানও ৷ তিনি জানিয়েছেন, " আমরা COVID-19 ভাইরাসের এমন একটি টেস্ট কিট তৈরি করেছি, যা মাত্র 20 মিনিটেই রিপোর্টের ফলাফল জানাতে পারে ৷ কারও কোরোনার উপসর্গ থাকুক বা না থাকুক এই টেস্ট কিট পরীক্ষার সঠিক ফলাফল জানাতে পারে ৷ এই টেস্ট কিটের সবথেকে উন্নততর বিষয়টি হল, এটিতে রিভার্স ট্রান্সক্রিপসন পলিমারেজ় চেইন রিয়্যাকশন পদ্ধতি ব্যবহার করা হয় না ৷ "

তিনি আরও জানান, " স্বল্পমূল্যের টেস্ট কিটটি বহন করাও সহজ ৷ এছাড়াও এই টেস্ট কিটের মাধ্যমে অতি যত্ন সহকারে পরীক্ষা করা যায় ৷ এই কিটে ব্যবহৃত পরীক্ষা পদ্ধতিটি বর্তমানে ব্যবহৃত কোরোনা পরীক্ষা পদ্ধতির একটি বিকল্প । আমরা COVID-19 জিনোমের একটি অনন্য ক্রমও সনাক্ত করেছি ৷ "

IIT-হায়দরাবাদ দেশের দ্বিতীয় অ্যাকাডেমিক প্রতিষ্ঠান যা নভেল কোরোনা ভাইরাস পরীক্ষার কিট তৈরি করেছে । IIT-দিল্লি হল প্রথম অ্যাকাডেমিক ইনস্টিটিউট যা রিয়াল-টাইম PCR ভিত্তিক পরীক্ষার জন্য ICMR অনুমোদন পায় । তাদের দাবি, বর্তমান পরীক্ষার পদ্ধতিগুলি "প্রোব-ভিত্তিক" ৷ অন্যদিকে, তাদের গবেষকদের তৈরি পদ্ধতি "প্রোব-মুক্ত" ছিল ৷ যা নির্ভুল ও কম খরচসাপেক্ষ ৷

আজ স্পেনকে ছাড়িয়ে কোরোনা আক্রান্তের পরিসংখ্যানে ভারত বিশ্বের পঞ্চম ধাপে পৌঁছেছে ৷ বর্তমানে ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ 41 হাজার 970 ৷ স্পেনে গত সপ্তাহে আক্রান্তের সংখ্যাটি ছিল 2 লাখ 40 হাজার 978 ৷ আজ সকালে স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় ভারতে আবারও রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে কোরোনায় ৷ মোট 9 হাজার 887 জনের নতুন করে ধরা পড়েছে কোরোনা ভাইরাস ৷

দিল্লি, 7 জুন : এবার মাত্র 20 মিনিটেই জানা যাবে কোরোনার রিপোর্ট ৷ হায়দরাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি বিশেষজ্ঞ দলের (IIT) দাবি , মাত্র 20 মিনিটে কোরোনা টেস্টের রিপোর্ট জানাতে পারবে এমন একটি কিট তৈরি করেছেন তাঁরা ৷ তাঁরা জানিয়েছেন, কোরোনা পরীক্ষার জন্য প্রধানত ব্যবহৃত হয় রিভার্স ট্রান্সক্রিপসন পলিমেরেজ় চেইন রিয়্যাকসন পদ্ধতি ৷ কিন্তু এই কিটের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হবে না ৷ হায়দরাবাদ IIT - র 3 বিশেষজ্ঞের দল এই কিটটি তৈরি করেছেন ৷

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই টেস্ট কিট তৈরি করতে খরচ পরবে মাত্র 550 টাকা ৷ তবে , এর বহুল ব্যবহার শুরু হলে খরচ কমে হতে পারে 350 টাকা ৷ টেস্ট কিটটির জন্য একটি পেটেন্ট দায়ের করা হয়েছে ৷ বর্তমানে বিশেষজ্ঞদের দলটি হায়দরাবাদের ESIC মেডিকেল কলেজ ও হাসপাতালে টেস্ট কিটটির পরীক্ষামূলক ট্রায়াল চালাচ্ছে ৷ ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ (ICMR) এর কাছে অনুমোদনও চেয়েছে দলটি ৷

সংবাদমাধ্যম সূত্রে খবর, IIT হায়দরাবাদের ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক শিব গোবিন্দ সিং ৷ তিনি ওই 3 বৈজ্ঞানিক দলের প্রধানও ৷ তিনি জানিয়েছেন, " আমরা COVID-19 ভাইরাসের এমন একটি টেস্ট কিট তৈরি করেছি, যা মাত্র 20 মিনিটেই রিপোর্টের ফলাফল জানাতে পারে ৷ কারও কোরোনার উপসর্গ থাকুক বা না থাকুক এই টেস্ট কিট পরীক্ষার সঠিক ফলাফল জানাতে পারে ৷ এই টেস্ট কিটের সবথেকে উন্নততর বিষয়টি হল, এটিতে রিভার্স ট্রান্সক্রিপসন পলিমারেজ় চেইন রিয়্যাকশন পদ্ধতি ব্যবহার করা হয় না ৷ "

তিনি আরও জানান, " স্বল্পমূল্যের টেস্ট কিটটি বহন করাও সহজ ৷ এছাড়াও এই টেস্ট কিটের মাধ্যমে অতি যত্ন সহকারে পরীক্ষা করা যায় ৷ এই কিটে ব্যবহৃত পরীক্ষা পদ্ধতিটি বর্তমানে ব্যবহৃত কোরোনা পরীক্ষা পদ্ধতির একটি বিকল্প । আমরা COVID-19 জিনোমের একটি অনন্য ক্রমও সনাক্ত করেছি ৷ "

IIT-হায়দরাবাদ দেশের দ্বিতীয় অ্যাকাডেমিক প্রতিষ্ঠান যা নভেল কোরোনা ভাইরাস পরীক্ষার কিট তৈরি করেছে । IIT-দিল্লি হল প্রথম অ্যাকাডেমিক ইনস্টিটিউট যা রিয়াল-টাইম PCR ভিত্তিক পরীক্ষার জন্য ICMR অনুমোদন পায় । তাদের দাবি, বর্তমান পরীক্ষার পদ্ধতিগুলি "প্রোব-ভিত্তিক" ৷ অন্যদিকে, তাদের গবেষকদের তৈরি পদ্ধতি "প্রোব-মুক্ত" ছিল ৷ যা নির্ভুল ও কম খরচসাপেক্ষ ৷

আজ স্পেনকে ছাড়িয়ে কোরোনা আক্রান্তের পরিসংখ্যানে ভারত বিশ্বের পঞ্চম ধাপে পৌঁছেছে ৷ বর্তমানে ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ 41 হাজার 970 ৷ স্পেনে গত সপ্তাহে আক্রান্তের সংখ্যাটি ছিল 2 লাখ 40 হাজার 978 ৷ আজ সকালে স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় ভারতে আবারও রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে কোরোনায় ৷ মোট 9 হাজার 887 জনের নতুন করে ধরা পড়েছে কোরোনা ভাইরাস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.