ETV Bharat / bharat

গাড়ি চালানো বা স্বাস্থ্যচর্চার সময় একা থাকলে মাস্কের প্রয়োজন নেই: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক - একা থাকলে মাস্ক লাগবে না

এক গাড়িতে একাধিক ব্যক্তি থাকলে, একসঙ্গে অনেক মিলে এক্সারসাইজ করার সময় মাস্ক পরা বাধ্যতামূলক৷

union health ministry
একা
author img

By

Published : Sep 4, 2020, 1:15 AM IST

দিল্লি, 4 সেপ্টেম্বর: একজন গাড়ি চালাচ্ছেন এবং সেই গাড়িতে আর কেউ নেই, সেক্ষেত্রে মাস্ক না পরলেও চলবে৷ স্বাস্থ্যচর্চা করার সময় বা সাইকেল চালানোর সময় যদি আপনার কাছাকাছি কেউ না থাকে, তবে মাস্ক পরার প্রয়োজন নেই৷ কিন্তু এক গাড়িতে একাধিক ব্যক্তি থাকলে, একসঙ্গে অনেক মিলে এক্সারসাইজ করার সময় মাস্ক পরা বাধ্যতামূলক৷ বৃহস্পতিবার এই কথা জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷

কোভিড 19-এর দৈনিক আপডেট দেওয়ার সময় বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, "যখন অনেকে একটি গাড়িতে যাচ্ছেন, একসঙ্গে অনেকে এক্সারসাইজ় করছেন, তখন নিজের ও অন্যের সুরক্ষার কথা ভেবে মাস্ক পরতেই হবে৷ কিন্তু একা গাড়ি চালালে, এক্সারসাইজ করলে কিংবা সাইকেল চালালে মাস্কের প্রয়োজন নেই৷"

উল্লেখ্য, দেশে কোরোনা সংক্রমণ রুখতে সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করে৷ চিকিৎসকরা জানান, কোরোনা আক্রান্তের থেকেই আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ছে সংক্রমণ৷ এই কারণে অন্যের থেকে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে যেমন, তেমনই পরতে হবে মাস্ক৷

ইতিমধ্যে ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা 38 লাখ ছাড়িয়েছে৷ গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 83,883 জন৷

দিল্লি, 4 সেপ্টেম্বর: একজন গাড়ি চালাচ্ছেন এবং সেই গাড়িতে আর কেউ নেই, সেক্ষেত্রে মাস্ক না পরলেও চলবে৷ স্বাস্থ্যচর্চা করার সময় বা সাইকেল চালানোর সময় যদি আপনার কাছাকাছি কেউ না থাকে, তবে মাস্ক পরার প্রয়োজন নেই৷ কিন্তু এক গাড়িতে একাধিক ব্যক্তি থাকলে, একসঙ্গে অনেক মিলে এক্সারসাইজ করার সময় মাস্ক পরা বাধ্যতামূলক৷ বৃহস্পতিবার এই কথা জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷

কোভিড 19-এর দৈনিক আপডেট দেওয়ার সময় বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, "যখন অনেকে একটি গাড়িতে যাচ্ছেন, একসঙ্গে অনেকে এক্সারসাইজ় করছেন, তখন নিজের ও অন্যের সুরক্ষার কথা ভেবে মাস্ক পরতেই হবে৷ কিন্তু একা গাড়ি চালালে, এক্সারসাইজ করলে কিংবা সাইকেল চালালে মাস্কের প্রয়োজন নেই৷"

উল্লেখ্য, দেশে কোরোনা সংক্রমণ রুখতে সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করে৷ চিকিৎসকরা জানান, কোরোনা আক্রান্তের থেকেই আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ছে সংক্রমণ৷ এই কারণে অন্যের থেকে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে যেমন, তেমনই পরতে হবে মাস্ক৷

ইতিমধ্যে ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা 38 লাখ ছাড়িয়েছে৷ গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 83,883 জন৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.