ETV Bharat / bharat

পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে : রাজনাথ

author img

By

Published : Aug 18, 2019, 1:02 PM IST

সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আলোচনা নয় ৷ জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি এও জানান যে, আলোচনা হলে এবার একমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে ৷

রাজনাথ সিং

পাঁচকুলা, 18 অগাস্ট : সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আলোচনা নয় ৷ জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি এও জানান যে, আলোচনা হলে এবার একমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে ৷

আজ হরিয়ানার পাঁচকুলায় রাজনাথ সিং বলেন, "কয়েক দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন যে, ভারত বালাকোটের চেয়ে বড় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে । এর অর্থ হল পাকিস্তানের প্রধানমন্ত্রী বালাকোটে ভারত কী করেছিল তা স্বীকার করেছেন ।"

এরপরই তিনি বলেন, "জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য আর্টিকেল 370 ধারা বাতিল করা হয়েছে ৷ আমাদের প্রতিবেশী আন্তর্জাতিক সংস্থাগুলির দরজায় কড়া নাড়ছে । তারা বলছে যে, ভারত ভুল করেছে । পাকিস্তানের সঙ্গে আলোচনা কেবল তখনই হবে যখন তারা সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করবে ৷ যদি পাকিস্তানের সঙ্গে আলোচনা হয় তবে তা পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই হবে ৷"

পাঁচকুলা, 18 অগাস্ট : সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আলোচনা নয় ৷ জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি এও জানান যে, আলোচনা হলে এবার একমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে ৷

আজ হরিয়ানার পাঁচকুলায় রাজনাথ সিং বলেন, "কয়েক দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন যে, ভারত বালাকোটের চেয়ে বড় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে । এর অর্থ হল পাকিস্তানের প্রধানমন্ত্রী বালাকোটে ভারত কী করেছিল তা স্বীকার করেছেন ।"

এরপরই তিনি বলেন, "জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য আর্টিকেল 370 ধারা বাতিল করা হয়েছে ৷ আমাদের প্রতিবেশী আন্তর্জাতিক সংস্থাগুলির দরজায় কড়া নাড়ছে । তারা বলছে যে, ভারত ভুল করেছে । পাকিস্তানের সঙ্গে আলোচনা কেবল তখনই হবে যখন তারা সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করবে ৷ যদি পাকিস্তানের সঙ্গে আলোচনা হয় তবে তা পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই হবে ৷"

Jaisalmer (Rajasthan), Aug 16 (ANI): Union Defence Minister Rajnath Singh arrived at Rajasthan's Jaisalmer on August 16. He was received by Army Chief General Bipin Rawat. Rajnath Singh attended the closing ceremony of International Army Scout Masters Competition which took place in Jaisalmer. While addressing on this occasion, he said, "I am feeling proud and happy while attending closing ceremony of International Army Scouts Masters Competition. Today is death anniversary of former prime minister Atal Bihari Vajpayee so I would like to pay my deepest condolences to him on this important day." "Should I consider this as a coincidence or my good luck that I got the opportunity to pay tribute to him from the land of Pokhran," he added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.