ETV Bharat / bharat

গুজরালের পরামর্শ নরসিমা মানলে শিখ হিংসা এড়ানো যেত : মনমোহন

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, "1984-র সেই মর্মান্তিক ঘটনার দিন সন্ধেবেলা গুজরালজি তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের কাছে যান ৷ তাঁকে বলেন, পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে ৷ যত তাড়াতাড়ি সম্ভব সেনা নামানো উচিত ৷ গুজরালজির এই পরামর্শ সেদিন নরসিমা রাও মেনে নিলে হিংসার ঘটনা এড়ানো যেত ৷"

author img

By

Published : Dec 5, 2019, 7:52 PM IST

Manmohon singh
মনমোহন সিং

দিল্লি, 5 ডিসেম্বর : নরসিমা রাও যদি আই কে গুজরালের পরামর্শ মেনে চলতেন তাহলে 1984 সালের শিখ হিংসার ঘটনা এড়ানো যেত ৷ বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ গতকাল ছিল গুজরালের 100তম জন্মবার্ষিকী ৷ সেই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন মনমোহন সিং ৷

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, "1984-র সেই মর্মান্তিক ঘটনার দিন সন্ধেবেলা গুজরালজি তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের কাছে যান ৷ তাঁকে বলেন, পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে ৷ যত তাড়াতাড়ি সম্ভব সেনা নামানো উচিত ৷ গুজরালজির এই পরামর্শ সেদিন নরসিমা রাও মেনে নিলে হিংসার ঘটনা এড়ানো যেত ৷"

1984 সালে নিজের দেহরক্ষীদের হাতে শহিদ হন ইন্দিরা গান্ধি ৷ তারপর হিংসা ছড়িয়ে পড়ে ৷ প্রায় 3000 সাধারণ মানুষ মারা যায় ৷ সেই ঘটনার জন্য গতকালকের অনুষ্ঠান থেকে ক্ষমাও চেয়ে নেন মনমোহন সিং ৷ তিনি বলেন, "বলতে দ্বিধা নেই সেদিনের ঘটনার জন্য আমি দুঃখিত ৷ শুধু শিখ সম্প্রদায়ের কাছে নয়, গোটা দেশের কাছে আমি ক্ষমাপ্রার্থী ৷ এই ঘটনা আমার মাথা নত করে দিয়েছে ৷"

দেশের জরুরি অবস্থার পর তাঁর সঙ্গে গুজরালের সম্পর্ক কীভাবে সুদৃঢ় হয়েছিল সেকথাও বলেন মনমোহন সিং ৷ তিনি জানান, 1975-77 সালে জরুরি অবস্থার পরে তাঁর সঙ্গে গুজরালের ঘনিষ্ঠতা বাড়ে ৷ সেই সময় গুজরালজি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী । পরে যোজনা কমিশনে পাঠানো হয় তাঁকে । মনমোহন সিং তখন অর্থমন্ত্রকের উপদেষ্টা ৷ তখনই দু'জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে ৷

দেশের দ্বাদশতম প্রধানমন্ত্রী ছিলেন গুজরাল ৷ 1997 সালের এপ্রিল থেকে 1998-এর মার্চ মাস পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ এই কয়েকমাসের মধ্যেই নিজের ছাপ রাখতে সক্ষম হয়েছিলেন তিনি ৷ ভারতের প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য তাঁর পন্থাকে গুজরাল মতবাদ নামে অভিহিত করা হয় ৷

দিল্লি, 5 ডিসেম্বর : নরসিমা রাও যদি আই কে গুজরালের পরামর্শ মেনে চলতেন তাহলে 1984 সালের শিখ হিংসার ঘটনা এড়ানো যেত ৷ বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ গতকাল ছিল গুজরালের 100তম জন্মবার্ষিকী ৷ সেই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন মনমোহন সিং ৷

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, "1984-র সেই মর্মান্তিক ঘটনার দিন সন্ধেবেলা গুজরালজি তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের কাছে যান ৷ তাঁকে বলেন, পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে ৷ যত তাড়াতাড়ি সম্ভব সেনা নামানো উচিত ৷ গুজরালজির এই পরামর্শ সেদিন নরসিমা রাও মেনে নিলে হিংসার ঘটনা এড়ানো যেত ৷"

1984 সালে নিজের দেহরক্ষীদের হাতে শহিদ হন ইন্দিরা গান্ধি ৷ তারপর হিংসা ছড়িয়ে পড়ে ৷ প্রায় 3000 সাধারণ মানুষ মারা যায় ৷ সেই ঘটনার জন্য গতকালকের অনুষ্ঠান থেকে ক্ষমাও চেয়ে নেন মনমোহন সিং ৷ তিনি বলেন, "বলতে দ্বিধা নেই সেদিনের ঘটনার জন্য আমি দুঃখিত ৷ শুধু শিখ সম্প্রদায়ের কাছে নয়, গোটা দেশের কাছে আমি ক্ষমাপ্রার্থী ৷ এই ঘটনা আমার মাথা নত করে দিয়েছে ৷"

দেশের জরুরি অবস্থার পর তাঁর সঙ্গে গুজরালের সম্পর্ক কীভাবে সুদৃঢ় হয়েছিল সেকথাও বলেন মনমোহন সিং ৷ তিনি জানান, 1975-77 সালে জরুরি অবস্থার পরে তাঁর সঙ্গে গুজরালের ঘনিষ্ঠতা বাড়ে ৷ সেই সময় গুজরালজি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী । পরে যোজনা কমিশনে পাঠানো হয় তাঁকে । মনমোহন সিং তখন অর্থমন্ত্রকের উপদেষ্টা ৷ তখনই দু'জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে ৷

দেশের দ্বাদশতম প্রধানমন্ত্রী ছিলেন গুজরাল ৷ 1997 সালের এপ্রিল থেকে 1998-এর মার্চ মাস পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ এই কয়েকমাসের মধ্যেই নিজের ছাপ রাখতে সক্ষম হয়েছিলেন তিনি ৷ ভারতের প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য তাঁর পন্থাকে গুজরাল মতবাদ নামে অভিহিত করা হয় ৷

Malappuram (Kerala), Dec 05 (ANI): Speaking on India's economic situation, Congress leader Rahul Gandhi slammed Prime Minister Narendra Modi for dip in GDP. "Amit Shah and Narendra Modi live in their own imagination, they have no contact with the outside world. They live in their own world and they fantasize about things that's why the country is in such trouble," said Rahul Gandhi
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.