ETV Bharat / bharat

আগামীকাল ICSE ও ISC-র ফলপ্রকাশ

author img

By

Published : Jul 9, 2020, 7:46 PM IST

আগামীকাল দুপুর 3টেয় ফল প্রকাশিত হবে । cisce.org এবং results.cisce.org - এই দু'টি ওয়েবসাইটে পড়ুয়ারা তাদের প্রিন্সিপাল লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেজ়াল্ট দেখতে পারবে ।

ফাইল ফোটো
ফাইল ফোটো

দিল্লি, 9 জুলাই : আগামীকাল প্রকাশিত হতে চলেছে CISCE-র ক্লাস 10 (ICSE) ও ক্লাস 12 (ISC)-এর পরীক্ষার ফলাফল । আজ ওয়েবসাইটে একটি নোটিশ দিয়ে একথা জানাল কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন (CISCE) । আগামীকাল দুপুর 3টেয় ফল প্রকাশিত হবে । দেখা যাবে কাউন্সিলের কেরিয়ার নামক পোর্টালে ।

cisce.org এবং results.cisce.org - এই দু'টি ওয়েবসাইটে পড়ুয়ারা তাদের প্রিন্সিপাল লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেজ়াল্ট দেখতে পারবে । ওয়েবসাইট ছাড়াও ফোনে SMS-এর মাধ্যমেও রেজ়াল্ট জানা যাবে । তার জন্য 09248082883-তে SMS করে নিজেদের ইউনিক আই ডি কোড পাঠাতে হবে । ICSE/ISC (ইউনিক কোড)-এই ফরম্যাটে ।

ISCE ও ISC-র স্থগিত বিষয়ে আর পরীক্ষা বাতিল হয় 26 জুন । ওই দিন সুপ্রিমকোর্টে বোর্ডের তরফে জানানো হয, বাতিল হয়ে যাওয়া পরীক্ষা বা না হওয়া বিষয়গুলিতে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়া হবে কি না সেই বিষয়টি তারা খতিয়ে দেখছে । জানানো হয়, 2 জুলাই ও 15 জুলাই ফল ঘোষণা হবে । পরে তারা সিদ্ধান্ত নেয় অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই পরীক্ষার ফল নির্ধারিত হবে । এরপর আজ ঘোষণা হয় আগামীকাল দুপুর 3টেয় ফল প্রকাশিত হবে ।

দিল্লি, 9 জুলাই : আগামীকাল প্রকাশিত হতে চলেছে CISCE-র ক্লাস 10 (ICSE) ও ক্লাস 12 (ISC)-এর পরীক্ষার ফলাফল । আজ ওয়েবসাইটে একটি নোটিশ দিয়ে একথা জানাল কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন (CISCE) । আগামীকাল দুপুর 3টেয় ফল প্রকাশিত হবে । দেখা যাবে কাউন্সিলের কেরিয়ার নামক পোর্টালে ।

cisce.org এবং results.cisce.org - এই দু'টি ওয়েবসাইটে পড়ুয়ারা তাদের প্রিন্সিপাল লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেজ়াল্ট দেখতে পারবে । ওয়েবসাইট ছাড়াও ফোনে SMS-এর মাধ্যমেও রেজ়াল্ট জানা যাবে । তার জন্য 09248082883-তে SMS করে নিজেদের ইউনিক আই ডি কোড পাঠাতে হবে । ICSE/ISC (ইউনিক কোড)-এই ফরম্যাটে ।

ISCE ও ISC-র স্থগিত বিষয়ে আর পরীক্ষা বাতিল হয় 26 জুন । ওই দিন সুপ্রিমকোর্টে বোর্ডের তরফে জানানো হয, বাতিল হয়ে যাওয়া পরীক্ষা বা না হওয়া বিষয়গুলিতে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়া হবে কি না সেই বিষয়টি তারা খতিয়ে দেখছে । জানানো হয়, 2 জুলাই ও 15 জুলাই ফল ঘোষণা হবে । পরে তারা সিদ্ধান্ত নেয় অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই পরীক্ষার ফল নির্ধারিত হবে । এরপর আজ ঘোষণা হয় আগামীকাল দুপুর 3টেয় ফল প্রকাশিত হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.