ETV Bharat / bharat

CBNAAT ব্যবহারের জন্য নির্দেশিকা ICMR-র, আহ্বান জানানো হল ল্যাবরেটরিগুলিকে - corona news updates

মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারকুলোসিস বা যক্ষ্মা সনাক্তকরণের জন্য সম্প্রতি চালু করা হয়েছে এই নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন (CBNAAT) পরীক্ষা পদ্ধতি।

ছবি
ছবি
author img

By

Published : Apr 20, 2020, 7:30 PM IST

দিল্লি, 20 এপ্রিল : SARS CoV-2 পরীক্ষার মাধ্যমে কার্টরিজ ভিত্তিক নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন পরীক্ষা পদ্ধতি (CBNAAT) ব্যবহারের জন্য উপদেষ্টা জারি করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) । ইতিমধ্যেই এই মর্মে দেশের ল্যাবরেটরিগুলিকে আবেদনপত্র পাঠানোর আহ্বান জানানো হয়েছে ।

ICMR-র তরফে জানানো হয়েছে, মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারকুলোসিস বা যক্ষ্মা শনাক্তকরণের জন্য সম্প্রতি চালু করা হয়েছে এই নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন পরীক্ষা পদ্ধতি। তবে বায়োসেফটি লেভেল মেনে ও যথাযথ সতর্কতার সঙ্গে তা করতে হবে ।

ICMR-র তরফে আরও জানানো হয়েছে, এক্সপার্ট এক্সপ্রেস SARS-CoV-2 মূলত একটি র‌্যাপিড পরীক্ষা পদ্ধতি । কোরোনা সন্দেহে যে ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে তাঁদের লালারস বা সোয়াব নমুনা পরীক্ষার ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয় । এর মাধ্যমে লালারসের মধ্যে নিউক্লিক অ্য়াসিড চিহ্নিত করা যায় ।

উপদেষ্টা অনুযায়ী যে ল্যাবরেটরিগুলিতে SARS-CoV-2 পরীক্ষা পদ্ধতি হয় । সেগুলিতে ICMR-র অনুমোদন ছাড়াই এক্সপার্ট এক্সপ্রেস SARS-CoV-2 পরীক্ষা বা কার্টরিজ ভিত্তিক এই নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন পরীক্ষা শুরু করা যেতে পারে । এক্ষেত্রে ICMR-র কোরোনা সংক্রান্ত যে ওয়েবসাইট করা হয়েছে, সেখানে এই পরীক্ষার ফলাফলগুলি আপলোড করতে হবে । তবে ল্যাবরেটরিগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে হবে। যেমন বায়ো সেফটি লেভেল, 2A/2B টাইপ বায়ো সেফটি ক্যাবিনেট থাকা দরকার । পাশাপাশি মলিকুলার ভাইরোলজি, বায়ো মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ নানা বিষয়ে দক্ষ হতে হবে ল্যাবরেটরি কর্মীদের ।

দিল্লি, 20 এপ্রিল : SARS CoV-2 পরীক্ষার মাধ্যমে কার্টরিজ ভিত্তিক নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন পরীক্ষা পদ্ধতি (CBNAAT) ব্যবহারের জন্য উপদেষ্টা জারি করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) । ইতিমধ্যেই এই মর্মে দেশের ল্যাবরেটরিগুলিকে আবেদনপত্র পাঠানোর আহ্বান জানানো হয়েছে ।

ICMR-র তরফে জানানো হয়েছে, মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারকুলোসিস বা যক্ষ্মা শনাক্তকরণের জন্য সম্প্রতি চালু করা হয়েছে এই নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন পরীক্ষা পদ্ধতি। তবে বায়োসেফটি লেভেল মেনে ও যথাযথ সতর্কতার সঙ্গে তা করতে হবে ।

ICMR-র তরফে আরও জানানো হয়েছে, এক্সপার্ট এক্সপ্রেস SARS-CoV-2 মূলত একটি র‌্যাপিড পরীক্ষা পদ্ধতি । কোরোনা সন্দেহে যে ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে তাঁদের লালারস বা সোয়াব নমুনা পরীক্ষার ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয় । এর মাধ্যমে লালারসের মধ্যে নিউক্লিক অ্য়াসিড চিহ্নিত করা যায় ।

উপদেষ্টা অনুযায়ী যে ল্যাবরেটরিগুলিতে SARS-CoV-2 পরীক্ষা পদ্ধতি হয় । সেগুলিতে ICMR-র অনুমোদন ছাড়াই এক্সপার্ট এক্সপ্রেস SARS-CoV-2 পরীক্ষা বা কার্টরিজ ভিত্তিক এই নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন পরীক্ষা শুরু করা যেতে পারে । এক্ষেত্রে ICMR-র কোরোনা সংক্রান্ত যে ওয়েবসাইট করা হয়েছে, সেখানে এই পরীক্ষার ফলাফলগুলি আপলোড করতে হবে । তবে ল্যাবরেটরিগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে হবে। যেমন বায়ো সেফটি লেভেল, 2A/2B টাইপ বায়ো সেফটি ক্যাবিনেট থাকা দরকার । পাশাপাশি মলিকুলার ভাইরোলজি, বায়ো মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ নানা বিষয়ে দক্ষ হতে হবে ল্যাবরেটরি কর্মীদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.