ETV Bharat / bharat

অমিত শাহের নাম করে ফোন, ধৃত বায়ুসেনা আধিকারিক - কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিজের বন্ধুকে উপাচার্য পদে নিয়োগ করার জন্য রাজ্যপালকে ফোন করেছিলেন কুলদীপ বাঘেলা । জানিয়েছিলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন । তাঁর বন্ধু চন্দ্রেশ কুমার শুক্লা অমিত শাহর ব্যক্তিগত সচিব হিসেবে নিজেকে পরিচয় দেন । IAF উইং কমান্ডার কুলদীপ বাঘেলার সঙ্গে তাঁর বন্ধু দন্ত চিকিৎসক চন্দ্রেশ কুমার শুক্লাকেও গ্রেপ্তার করেছে পুলিশ ।

arrest
arrest
author img

By

Published : Jan 11, 2020, 10:22 AM IST

দিল্লি, 11 জানুয়ারি : মধ্যপ্রদেশে ভারতীয় বায়ুসেনার এক আধিকারিককে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম করে ভুয়ো ফোন কল করার জন্য তাঁকে গ্রেপ্তার করা হয় ।

মেডিকেল ইউনিভার্সিটিতে নিজের বন্ধুকে উপাচার্য পদে নিয়োগ করার জন্য রাজ্যপালকে ফোন করেছিলেন কুলদীপ বাঘেলা । জানিয়েছিলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন । তাঁর বন্ধু চন্দ্রেশ কুমার শুক্লা অমিত শাহর ব্যক্তিগত সচিব হিসেবে নিজেকে পরিচয় দেন । IAF উইং কমান্ডার কুলদীপ বাঘেলার সঙ্গে তাঁর বন্ধু দন্ত চিকিৎসক চন্দ্রেশ কুমার শুকলাকেও গ্রেপ্তার করেছে পুলিশ ।

স্পেশাল টাস্ক ফোর্সের অ্যাডিশনাল ডিরেক্টর জেনেরাল এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কুলদীপ বাঘেলা রাজ্যপালকে ফোনকলে তাঁর বন্ধু চন্দ্রেশ কুমার শুক্লাকে মধ্যপ্রদেশ মেডিকেল সায়েন্স ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ করতে হবে । সেই কারণে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে ।

দিল্লি, 11 জানুয়ারি : মধ্যপ্রদেশে ভারতীয় বায়ুসেনার এক আধিকারিককে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম করে ভুয়ো ফোন কল করার জন্য তাঁকে গ্রেপ্তার করা হয় ।

মেডিকেল ইউনিভার্সিটিতে নিজের বন্ধুকে উপাচার্য পদে নিয়োগ করার জন্য রাজ্যপালকে ফোন করেছিলেন কুলদীপ বাঘেলা । জানিয়েছিলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন । তাঁর বন্ধু চন্দ্রেশ কুমার শুক্লা অমিত শাহর ব্যক্তিগত সচিব হিসেবে নিজেকে পরিচয় দেন । IAF উইং কমান্ডার কুলদীপ বাঘেলার সঙ্গে তাঁর বন্ধু দন্ত চিকিৎসক চন্দ্রেশ কুমার শুকলাকেও গ্রেপ্তার করেছে পুলিশ ।

স্পেশাল টাস্ক ফোর্সের অ্যাডিশনাল ডিরেক্টর জেনেরাল এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কুলদীপ বাঘেলা রাজ্যপালকে ফোনকলে তাঁর বন্ধু চন্দ্রেশ কুমার শুক্লাকে মধ্যপ্রদেশ মেডিকেল সায়েন্স ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ করতে হবে । সেই কারণে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে ।

New Delhi, Jan 11 (ANI): Students and faculty members from 15 schools across the US will be able to use Google Pay as their campus ID. Billing and payment services company called Transact has launched the feature that allows users to save school IDs to their Google Pay app, Engadget notes. The feature is currently supported on Android devices. Users have to simply tap their Android phone to an NFCreader to access residential areas or labs, and pay bills for laundry or dining on campus.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.