ETV Bharat / bharat

সেনার সহযোগিতায় দেশে ফিরল ইরানে আটকে পড়া 58 ভারতীয় - কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

ভারতীয় বায়ুসেনার IAF C-17 গ্লোবমাস্টার গাজিয়াবাদের হিন্দোন এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করল ৷ ইরানের তেহরানে আটকে পড়া 58জন ভারতীয়দের নিয়ে দেশে ফিরল বায়ুসেনার এই বিমান ৷

Indian pilgrims
ইরানে আটকে পড়া 58জন
author img

By

Published : Mar 10, 2020, 11:48 AM IST

দিল্লি, 10 মার্চ: তেহরানে আটকে পড়া 58 জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরল ভারতীয় বায়ুসেনার IAF C-17 গ্লোবমাস্টার ৷ গাজিয়াবাদের হিন্দোন এয়ার ফোর্স স্টেশনে 58 জন ভারতীয়কে নিয়ে পৌঁছায় বিমানটি ৷

কোরোনা আতঙ্কে 240 জন কাশ্মীরি পড়ুয়া সহ কয়েকশো ভারতীয় ইরানের তেহরানে আটকে পড়েছিলেন ৷ ভারতেও আটকে রয়েছেন ইরানের বেশ কিছু বাসিন্দা ৷ দুই দেশ তৎপরতার সঙ্গে নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ৷

IAF C-17 Globemaster
গাজিয়াবাদের হিন্দোন এয়ার ফোর্স স্টেশনে নামল IAF C-17 গ্লোববমাস্টার

ইরান দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছিল ‘‘ইরানে আটক ভারতীয়দের সোয়াব পরীক্ষা করা হবে ৷ রিপোর্ট নেগেটিভ এলে তাদের দেশে ফেরা নিয়ে কোনও সমস্যা নেই ৷’’ ইরানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের তরফ থেকে পাঠানো হয় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ছ'জন বিশেষজ্ঞের দল ৷

IAF C-17 Globemaster lands at Hindon air force station in Ghaziabad
ভারতীয়দের স্বাস্থ্য পরীক্ষা চলছে ইরান বিমানবন্দরে

আজ প্রথম ধাপে 58 জনকে ফিরিয়ে আনা হল দেশে ৷ তারা সকলেই ইরানে পড়াশোনা ও কাজের সূত্রে আটকে পড়েছিলেন ৷ বিদেশমন্ত্রী ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার ঘটনায় বলেন, ‘‘ইরান থেকে 58 জনকে ফিরিয়ে আনা হচ্ছে ৷ ইরানে ভারতীয় দূতাবাস ও চিকিৎসকের দলকে এর জন্য ধন্যবাদ জানাই ৷ তাঁরা কঠিন পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে কাজ করেছেন ৷ ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় বায়ুসেনাকেও ৷ ইরান কর্তৃপক্ষের সহযোগিতার আমরা প্রশংসা করছি ৷’’

দিল্লি, 10 মার্চ: তেহরানে আটকে পড়া 58 জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরল ভারতীয় বায়ুসেনার IAF C-17 গ্লোবমাস্টার ৷ গাজিয়াবাদের হিন্দোন এয়ার ফোর্স স্টেশনে 58 জন ভারতীয়কে নিয়ে পৌঁছায় বিমানটি ৷

কোরোনা আতঙ্কে 240 জন কাশ্মীরি পড়ুয়া সহ কয়েকশো ভারতীয় ইরানের তেহরানে আটকে পড়েছিলেন ৷ ভারতেও আটকে রয়েছেন ইরানের বেশ কিছু বাসিন্দা ৷ দুই দেশ তৎপরতার সঙ্গে নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ৷

IAF C-17 Globemaster
গাজিয়াবাদের হিন্দোন এয়ার ফোর্স স্টেশনে নামল IAF C-17 গ্লোববমাস্টার

ইরান দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছিল ‘‘ইরানে আটক ভারতীয়দের সোয়াব পরীক্ষা করা হবে ৷ রিপোর্ট নেগেটিভ এলে তাদের দেশে ফেরা নিয়ে কোনও সমস্যা নেই ৷’’ ইরানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের তরফ থেকে পাঠানো হয় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ছ'জন বিশেষজ্ঞের দল ৷

IAF C-17 Globemaster lands at Hindon air force station in Ghaziabad
ভারতীয়দের স্বাস্থ্য পরীক্ষা চলছে ইরান বিমানবন্দরে

আজ প্রথম ধাপে 58 জনকে ফিরিয়ে আনা হল দেশে ৷ তারা সকলেই ইরানে পড়াশোনা ও কাজের সূত্রে আটকে পড়েছিলেন ৷ বিদেশমন্ত্রী ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার ঘটনায় বলেন, ‘‘ইরান থেকে 58 জনকে ফিরিয়ে আনা হচ্ছে ৷ ইরানে ভারতীয় দূতাবাস ও চিকিৎসকের দলকে এর জন্য ধন্যবাদ জানাই ৷ তাঁরা কঠিন পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে কাজ করেছেন ৷ ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় বায়ুসেনাকেও ৷ ইরান কর্তৃপক্ষের সহযোগিতার আমরা প্রশংসা করছি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.