ETV Bharat / bharat

টাটা সন্সের পদে ফিরতে চান না, জানালেন সাইরাস - টাটা সন্স

NCLAT নির্দেশ দিলেও টাটা সন্সের চেয়ারম্যান পদে ফিরতে চান না, জানালেন সাইরাস মিস্ত্রি ।

সাইরাস
সাইরাস
author img

By

Published : Jan 5, 2020, 6:11 PM IST

Updated : Jan 5, 2020, 7:59 PM IST


দিল্লি, 5 জানুয়ারি : NCLAT নির্দেশ দিলেও টাটা সন্সের চেয়ারম্যান পদে ফিরতে চান না, জানালেন সাইরাস মিস্ত্রি । টাটা সন্সের পাশাপাশি TCS ও টাটা ইন্ডাস্ট্রিজ়ের দায়িত্বেও থাকতে চান না বলে জানিয়েছেন ।

18 ডিসেম্বর NCLAT (ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইবুনাল) -এর রায়ে টাটা সন্সের চেয়ারম্যান পদে সাইরাস মিস্ত্রিকে ফেরানোর নির্দেশ দেওয়া হয় । ট্রাইবুনালের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে 2 জানুয়ারি সুপ্রিম কোর্টে আবেদন করে টাটা সন্স । আগামীকাল থেকে সেই মামলার শুনানি শুরু । তার আগেই NCLAT-র নির্দেশকে সম্মান জানিয়ে সাইরাস জানিয়ে দিলেন চেয়ারম্যান পদে তিনি থাকতে চান না ।

পাশাপাশি সাইরাস বললেন, "টাটা সন্সের আংশিক অংশীদার হিসেবে অধিকার রক্ষার জন্য যাবতীয় পদক্ষেপ করব । বোর্ড অফ টাটা সন্সের যে পদে তিরিশ বছর ধরে আছি, সেই পদের স্বচ্ছতা এবং মর্যাদা রক্ষা করব ।"

সাইরাস পালোনজি মিস্ত্রিকে 2012 সালে টাটা গ্রুপের চেয়ারম্যান পদে বসানো হয় । প্রায় চার বছর পর 2016 সালের 24 অক্টোবর ভোট করে তাঁকে এই পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় টাটা গ্রুপ । সাইরাসকে সরানোর পর অন্তর্বতীকালীন চেয়ারম্যান হন রতন টাটা । কয়েকমাস পর নটরাজন চন্দ্রশেখরনকে গ্রুপের চেয়ারম্যান করা হয় । NCLAT-তে যায় টাটা সন্স । যান সাইরাসও । তিন বছর পর 18 ডিসেম্বর ট্রাইবুনাল জানায়, সাইরাসকে সরানো এবং নটরাজন চন্দ্রশেখরনকে গ্রুপের চেয়ারম্যান করা দু'টোই অবৈধ ।

এই সংক্রান্ত আরও খবর : সাইরাস ইশুতে ট্রাইবুনালের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে টাটা সন্স

NCLAT -র এই নির্দেশে সাইরাসকে টাটা সন্সের পাশাপাশি টাটা কলসালটেন্সি সার্ভিস, টাটা ইন্ডাস্ট্রিজ় ও মহারাষ্ট্রের টাটা টেলি সার্ভিসেসেরও প্রধান হিসেবে পুনর্বহাল করতে বলা হয় । যা কার্যকর করতে চার সপ্তাহ সময় দেয় তারা । সেই চার সপ্তাহ শেষ হওয়ার আগেই 2 জানুয়ারি সুপ্রিম কোর্টে আবেদন জানায় টাট সন্স ।

এই সংক্রান্ত আরও খবর : মামলায় জয়, টাটা সন্সের এগজ়িকিউটিভ চেয়ারম্যান পদে ফিরছেন সাইরাস


দিল্লি, 5 জানুয়ারি : NCLAT নির্দেশ দিলেও টাটা সন্সের চেয়ারম্যান পদে ফিরতে চান না, জানালেন সাইরাস মিস্ত্রি । টাটা সন্সের পাশাপাশি TCS ও টাটা ইন্ডাস্ট্রিজ়ের দায়িত্বেও থাকতে চান না বলে জানিয়েছেন ।

18 ডিসেম্বর NCLAT (ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইবুনাল) -এর রায়ে টাটা সন্সের চেয়ারম্যান পদে সাইরাস মিস্ত্রিকে ফেরানোর নির্দেশ দেওয়া হয় । ট্রাইবুনালের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে 2 জানুয়ারি সুপ্রিম কোর্টে আবেদন করে টাটা সন্স । আগামীকাল থেকে সেই মামলার শুনানি শুরু । তার আগেই NCLAT-র নির্দেশকে সম্মান জানিয়ে সাইরাস জানিয়ে দিলেন চেয়ারম্যান পদে তিনি থাকতে চান না ।

পাশাপাশি সাইরাস বললেন, "টাটা সন্সের আংশিক অংশীদার হিসেবে অধিকার রক্ষার জন্য যাবতীয় পদক্ষেপ করব । বোর্ড অফ টাটা সন্সের যে পদে তিরিশ বছর ধরে আছি, সেই পদের স্বচ্ছতা এবং মর্যাদা রক্ষা করব ।"

সাইরাস পালোনজি মিস্ত্রিকে 2012 সালে টাটা গ্রুপের চেয়ারম্যান পদে বসানো হয় । প্রায় চার বছর পর 2016 সালের 24 অক্টোবর ভোট করে তাঁকে এই পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় টাটা গ্রুপ । সাইরাসকে সরানোর পর অন্তর্বতীকালীন চেয়ারম্যান হন রতন টাটা । কয়েকমাস পর নটরাজন চন্দ্রশেখরনকে গ্রুপের চেয়ারম্যান করা হয় । NCLAT-তে যায় টাটা সন্স । যান সাইরাসও । তিন বছর পর 18 ডিসেম্বর ট্রাইবুনাল জানায়, সাইরাসকে সরানো এবং নটরাজন চন্দ্রশেখরনকে গ্রুপের চেয়ারম্যান করা দু'টোই অবৈধ ।

এই সংক্রান্ত আরও খবর : সাইরাস ইশুতে ট্রাইবুনালের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে টাটা সন্স

NCLAT -র এই নির্দেশে সাইরাসকে টাটা সন্সের পাশাপাশি টাটা কলসালটেন্সি সার্ভিস, টাটা ইন্ডাস্ট্রিজ় ও মহারাষ্ট্রের টাটা টেলি সার্ভিসেসেরও প্রধান হিসেবে পুনর্বহাল করতে বলা হয় । যা কার্যকর করতে চার সপ্তাহ সময় দেয় তারা । সেই চার সপ্তাহ শেষ হওয়ার আগেই 2 জানুয়ারি সুপ্রিম কোর্টে আবেদন জানায় টাট সন্স ।

এই সংক্রান্ত আরও খবর : মামলায় জয়, টাটা সন্সের এগজ়িকিউটিভ চেয়ারম্যান পদে ফিরছেন সাইরাস

Mumbai, Jan 05 (ANI): 'Street dancer 3D' actors Shraddha Kapoor and Varun Dhawan are back in Mumbai. Actors returned to 'dream city' Mumbai after promoting the film. 'Street Dancer 3D' is slated to release on 24 January, alongside Kangana Ranaut-starrer sports drama Panga.
Last Updated : Jan 5, 2020, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.