দিল্লি, 20 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী । রাজ্যে কোনওমতে এই আইন লাগু করা হবে না বলে দাবি করছেন তিনি । আর এবার মমতার একটি পুরানো বক্তব্যকে টেনে এনে তাঁকে আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।
2005 সালে সংসদে মমতার বক্তব্য তুলে ধরে তিনি বলেন, "রাজ্যে বাংলাদেশের নাগরিকদের স্থান দেওয়া নিয়ে সরব হয়েছিলেন উনি । 2005 সালে লোকসভায় ডেপুটি স্পিকারের মুখের উপর কাগজও ছুড়েছিলেন । আর এখন নিজেদের অবস্থান পালটাচ্ছেন ? ভারতের প্রতিষ্ঠানের প্রতি তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) কোনও আস্থা নেই ?"
গতকাল রানি রাসমণি অ্যাভেনিউয়ের একটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, " রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে নাগরিকত্ব আইন নিয়ে ভোটাভুটির কথা বলব ।" এই মন্তব্যকেই কাঠগড়ায় তুলে মমতাকে আক্রমণ করলেন নির্মলা । বলেন, " আমি অবাক যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রসংঘের উল্লেখ করেছেন । অভ্যন্তরীণ বা দ্বিপাক্ষিক যে কোনও সমস্যা নিজেদের মধ্যেই মেটানো উচিত । আমার কখনও চাই না নিজেদের কোনও বিষয়ে তৃতীয় পক্ষের কেউ হস্তক্ষেপ করুক । আর নাগরিকত্ব (সংশোধনী) আইন তো পুরোপুরি দেশের বিষয় । উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) চাইছেন আমরা রাষ্ট্রসংঘে যাই? একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এধরনের মন্তব্য কাম্য নয় । উনি চাইছেন দেশের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক সংস্থা আসুক । আমি এটার নিন্দা করি । উনি দায়িত্বজ্ঞনহীনের মতো কাজ কথা বলেছেন । "