ETV Bharat / bharat

মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলেছেন : নির্মলা - protest

মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র নিন্দা করি, রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে নাগরিকত্ব আইন নিয়ে ভোটাভুটি প্রসঙ্গে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।

Nirmala
নির্মলা
author img

By

Published : Dec 20, 2019, 11:29 PM IST

দিল্লি, 20 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী । রাজ্যে কোনওমতে এই আইন লাগু করা হবে না বলে দাবি করছেন তিনি । আর এবার মমতার একটি পুরানো বক্তব্যকে টেনে এনে তাঁকে আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

2005 সালে সংসদে মমতার বক্তব্য তুলে ধরে তিনি বলেন, "রাজ্যে বাংলাদেশের নাগরিকদের স্থান দেওয়া নিয়ে সরব হয়েছিলেন উনি । 2005 সালে লোকসভায় ডেপুটি স্পিকারের মুখের উপর কাগজও ছুড়েছিলেন । আর এখন নিজেদের অবস্থান পালটাচ্ছেন ? ভারতের প্রতিষ্ঠানের প্রতি তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) কোনও আস্থা নেই ?"

গতকাল রানি রাসমণি অ্যাভেনিউয়ের একটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, " রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে নাগরিকত্ব আইন নিয়ে ভোটাভুটির কথা বলব ।" এই মন্তব্যকেই কাঠগড়ায় তুলে মমতাকে আক্রমণ করলেন নির্মলা । বলেন, " আমি অবাক যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রসংঘের উল্লেখ করেছেন । অভ্যন্তরীণ বা দ্বিপাক্ষিক যে কোনও সমস্যা নিজেদের মধ্যেই মেটানো উচিত । আমার কখনও চাই না নিজেদের কোনও বিষয়ে তৃতীয় পক্ষের কেউ হস্তক্ষেপ করুক । আর নাগরিকত্ব (সংশোধনী) আইন তো পুরোপুরি দেশের বিষয় । উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) চাইছেন আমরা রাষ্ট্রসংঘে যাই? একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এধরনের মন্তব্য কাম্য নয় । উনি চাইছেন দেশের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক সংস্থা আসুক । আমি এটার নিন্দা করি । উনি দায়িত্বজ্ঞনহীনের মতো কাজ কথা বলেছেন । "

দেখুন ভিডিয়ো...

দিল্লি, 20 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী । রাজ্যে কোনওমতে এই আইন লাগু করা হবে না বলে দাবি করছেন তিনি । আর এবার মমতার একটি পুরানো বক্তব্যকে টেনে এনে তাঁকে আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

2005 সালে সংসদে মমতার বক্তব্য তুলে ধরে তিনি বলেন, "রাজ্যে বাংলাদেশের নাগরিকদের স্থান দেওয়া নিয়ে সরব হয়েছিলেন উনি । 2005 সালে লোকসভায় ডেপুটি স্পিকারের মুখের উপর কাগজও ছুড়েছিলেন । আর এখন নিজেদের অবস্থান পালটাচ্ছেন ? ভারতের প্রতিষ্ঠানের প্রতি তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) কোনও আস্থা নেই ?"

গতকাল রানি রাসমণি অ্যাভেনিউয়ের একটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, " রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে নাগরিকত্ব আইন নিয়ে ভোটাভুটির কথা বলব ।" এই মন্তব্যকেই কাঠগড়ায় তুলে মমতাকে আক্রমণ করলেন নির্মলা । বলেন, " আমি অবাক যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রসংঘের উল্লেখ করেছেন । অভ্যন্তরীণ বা দ্বিপাক্ষিক যে কোনও সমস্যা নিজেদের মধ্যেই মেটানো উচিত । আমার কখনও চাই না নিজেদের কোনও বিষয়ে তৃতীয় পক্ষের কেউ হস্তক্ষেপ করুক । আর নাগরিকত্ব (সংশোধনী) আইন তো পুরোপুরি দেশের বিষয় । উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) চাইছেন আমরা রাষ্ট্রসংঘে যাই? একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এধরনের মন্তব্য কাম্য নয় । উনি চাইছেন দেশের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক সংস্থা আসুক । আমি এটার নিন্দা করি । উনি দায়িত্বজ্ঞনহীনের মতো কাজ কথা বলেছেন । "

দেখুন ভিডিয়ো...
Chennai, Dec 20 (ANI): Customs officials at Anna International Airport in Chennai have seized US dollars worth Rs 46 lakh on December 20. The officers also seized gold worth Rs 51 lakh from the airport. One person has been arrested in this regard.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.