ETV Bharat / bharat

''বন্ধুকে ভীষণ মিস করি'', অরুণ জেটলিকে স্মরণ প্রধানমন্ত্রীর - PM Modi remembers Arun Jaitley

অরুণ জেটলির মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে আজ সকালে টুইট করেন প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিকে টুইটবার্তায় শ্রদ্ধা জানান ৷

PM Modi remembers Arun Jaitley
অরুণ জেটলিকে স্মরণ প্রধানমন্ত্রীর
author img

By

Published : Aug 24, 2020, 10:31 AM IST

দিল্লি, 24 অগাস্ট : অরুণ জেটলির মৃত্যু বার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ সকালে টুইট করেন তিনি ৷ অরুণ জেটলিকে বন্ধু বলে উল্লেখ করেন টুইটবার্তায় ৷

প্রধানমন্ত্রী লেখেন, ''গতবছর আজকের দিনে অরুণ জেটলিকে আমরা হারিয়েছিলাম ৷ আমি আমার বন্ধুকে ভীষণ মিস করি ৷ তিনি কায়মনোবাক্যে দেশের কাজ করেছেন ৷ তাঁর বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, ব্যক্তিত্ব মনে রাখার মতো ৷''

এই টুইটবার্তার পর একটি জেটলির স্মরণসভায় নিজের বক্তব্যের লিঙ্ক শেয়ার করেছেন প্রধানমন্ত্রী ৷

  • On this day, last year, we lost Shri Arun Jaitley Ji. I miss my friend a lot.

    Arun Ji diligently served India. His wit, intellect, legal acumen and warm personality were legendary.

    Here is what I had said during a prayer meeting in his memory. https://t.co/oTcSeyssRk

    — Narendra Modi (@narendramodi) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিকে স্মরণ করে টুইট করেন ৷ অমিত শাহের বার্তা, ''অরুণ জেটলিজি একজন অসাধারণ রাজনীতিবিদ ৷ তাঁর মতো বক্তা, ভালো মানুষ ভারতীয় রাজনীতিতে বিরল ৷ তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী ও একজন সত্যিকারের বন্ধু ৷ স্বচ্ছ লক্ষ্য ও দেশের প্রতি তাঁর অবদানের জন্য স্মরণীয় থাকবেন ৷''

  • Remembering Arun Jaitley ji, an outstanding politician, prolific orator and a great human being who had no parallels in Indian polity. He was multifaceted and a friend of friends, who will always be remembered for his towering legacy, transformative vision and devotion to nation.

    — Amit Shah (@AmitShah) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর এক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং টুইটারে লেখেন, অরুণ জেটলি তাঁর কাছে প্রহেলিকার মতো ছিলেন ৷ অনেকবছর ধরে তাঁর প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি ৷ তাঁর জীবনে জেটলিজির ভূমিকা বা অবদান ভোলার নয় ৷

টুইটবার্তার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় মুখতার আববাস নকভি ৷ তিনি লেখেন, দক্ষ প্রশাসক, সংগঠক অরুণ জেটলির মৃত্যু বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা ৷ দেশের বিকাশে তাঁর অবদান গুরুত্বপূর্ণ ৷

  • My tributes to able administrator, effective organiser Late Arun Jaitley Ji on his death anniversary. Arun Ji played a pivotal role in “Inclusive Development” of the country. #ArunJaitley ji pic.twitter.com/0CDwRqer52

    — Mukhtar Abbas Naqvi (@naqvimukhtar) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 24 অগাস্ট : অরুণ জেটলির মৃত্যু বার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ সকালে টুইট করেন তিনি ৷ অরুণ জেটলিকে বন্ধু বলে উল্লেখ করেন টুইটবার্তায় ৷

প্রধানমন্ত্রী লেখেন, ''গতবছর আজকের দিনে অরুণ জেটলিকে আমরা হারিয়েছিলাম ৷ আমি আমার বন্ধুকে ভীষণ মিস করি ৷ তিনি কায়মনোবাক্যে দেশের কাজ করেছেন ৷ তাঁর বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, ব্যক্তিত্ব মনে রাখার মতো ৷''

এই টুইটবার্তার পর একটি জেটলির স্মরণসভায় নিজের বক্তব্যের লিঙ্ক শেয়ার করেছেন প্রধানমন্ত্রী ৷

  • On this day, last year, we lost Shri Arun Jaitley Ji. I miss my friend a lot.

    Arun Ji diligently served India. His wit, intellect, legal acumen and warm personality were legendary.

    Here is what I had said during a prayer meeting in his memory. https://t.co/oTcSeyssRk

    — Narendra Modi (@narendramodi) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিকে স্মরণ করে টুইট করেন ৷ অমিত শাহের বার্তা, ''অরুণ জেটলিজি একজন অসাধারণ রাজনীতিবিদ ৷ তাঁর মতো বক্তা, ভালো মানুষ ভারতীয় রাজনীতিতে বিরল ৷ তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী ও একজন সত্যিকারের বন্ধু ৷ স্বচ্ছ লক্ষ্য ও দেশের প্রতি তাঁর অবদানের জন্য স্মরণীয় থাকবেন ৷''

  • Remembering Arun Jaitley ji, an outstanding politician, prolific orator and a great human being who had no parallels in Indian polity. He was multifaceted and a friend of friends, who will always be remembered for his towering legacy, transformative vision and devotion to nation.

    — Amit Shah (@AmitShah) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর এক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং টুইটারে লেখেন, অরুণ জেটলি তাঁর কাছে প্রহেলিকার মতো ছিলেন ৷ অনেকবছর ধরে তাঁর প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি ৷ তাঁর জীবনে জেটলিজির ভূমিকা বা অবদান ভোলার নয় ৷

টুইটবার্তার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় মুখতার আববাস নকভি ৷ তিনি লেখেন, দক্ষ প্রশাসক, সংগঠক অরুণ জেটলির মৃত্যু বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা ৷ দেশের বিকাশে তাঁর অবদান গুরুত্বপূর্ণ ৷

  • My tributes to able administrator, effective organiser Late Arun Jaitley Ji on his death anniversary. Arun Ji played a pivotal role in “Inclusive Development” of the country. #ArunJaitley ji pic.twitter.com/0CDwRqer52

    — Mukhtar Abbas Naqvi (@naqvimukhtar) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.