ETV Bharat / bharat

আশা করি এবার ফাঁসি হবে : নির্ভয়ার মা

নতুন করে মৃত্যু পরোয়ানা জারি হয়েছে নির্ভয়ার দোষীদের ৷ কিন্তু বার বার দিন পিছানোয় খুব একটা খুশি নন বলে জানিয়ে দিলেন নির্ভয়ার মা ৷

Nirbhaya Mother
ছবি সৌজন্য়ে ANI
author img

By

Published : Feb 17, 2020, 5:29 PM IST

দিল্লি, 17 ফেব্রুয়ারি : 22 জানুয়ারি হয়নি ৷ 1 ফেব্রুয়ারিও হয়নি ৷ এবার 3 মার্চ ৷ নতুন করে জারি হয়েছে দোষীদের মৃত্যু পরোয়ানা ৷ শেষমেশ 3 মার্চ ফাঁসি হচ্ছে নির্ভয়ার দোষীদের ৷ এই নিয়ে তিনবার মৃত্যু পরোয়ানা জারি হল দোষীদের ৷ ফাঁসির পরোয়ানা সন্তোষজনক হলেও বার বার ফাঁসি দিন পিছানোয় যে খুব একটা যে খুশি নন তিনি, আজ সে কথা বললেন নির্ভয়ার মা ৷

3 মার্চ ফাঁসির দিন ঘোষণা হয়েছে নির্ভয়ার দোষীদের ৷ দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট আজই ফাঁসির দিন ঘোষণা করেছে ৷ 3 মার্চ ভোর 6 টায় ফাঁসি দেওয়া হবে নির্ভয়ার চার অপরাধীকে ৷ নির্ভয়ার পরিবার ও কেন্দ্রের তরফে জমা দেওয়া এক পিটিশনের শুনানি ছিল আজ ৷ এই শুনানি চলাকালীনই নির্ভয়ার দোষীদের ফাঁসির পরিবর্তিত দিন চূড়ান্ত করল পাতিয়ালা হাউজ় কোর্ট ৷

নতুন করে মৃত্যু পরোয়ানা জারি হলেও বার বার দিন পিছানোয় খুব একটা খুশি নন নির্ভয়ার মা ৷ ফাঁসির দিন ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এই নিয়ে তিনবার মৃত্যু পরোয়ানা জারি হল ৷ আমি এটা নিয়ে খুব একটা খুশি নই ৷ আমরা অনেক লড়াই করেছি ৷ শেষ পর্যন্ত ফাঁসির দিন ঘোষণায় আমরা সন্তুষ্ট ৷ আশা করছি 3 মার্চ ওদের (দোষীদের) ফাঁসি হবে ৷"

2012 সালের 16 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে প্যারা-মেডিকেল ছাত্রীকে ধর্ষণ করে তাঁর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেয় ছয় দুষ্কৃতী । প্রতিদিনের মতো মেয়ের অপেক্ষায় পথ চেয়েছিলেন মা । কিন্তু মেয়ে আর ফেরেনি । 13 দিনের লড়াই শেষে মৃত্যু হয় নির্ভয়ার ৷

দীর্ঘ সাতবছরের লড়াই শেষে স্বস্তি মিললেও ফের বাধ সাধে বিচার ব্যবস্থা ৷ প্রথমবার ফাঁসির দিন পিছিয়ে যাওয়ার পরে আদালতে সামনেই কেঁদে ফেলেছিলেন নির্ভয়ার মা ৷ তাঁকে সান্ত্বনা দিয়ে বিচারক বলেছিলেন, "আপনার প্রতি পূর্ণ সহানুভূতি রয়েছে । আমরা জানি, একজনের মৃত্যু হয়েছে । কিন্তু দোষীদেরও অধিকার রয়েছে । আমরা আপনার কথা শোনার জন্য এখানে রয়েছি । কিন্তু আমাদের হাত আইন বেঁধে রেখেছে ।"

একাধিকবার বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন নির্ভয়ার মা । ফাঁসির দিন বার বার পিছোতে থাকায় 17 জানুয়ারি তিনি বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, "তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ । দোষীরা যা চেয়েছিল তাই হচ্ছে । আমাদের পুরো ব্যবস্থাই এইরকম যেখানে দোষীদের কথা শোনা হয় ।"

এরপর চার অপরাধীর ফাঁসির দিন ঠিক হয় 1 ফেব্রুয়ারি । তারপরও সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি সবমিলিয়ে আবার পিছিয়ে যায় ফাঁসির দিন । চোখের জল মুছতে মুছতে নির্ভয়ার মা বলেছিলেন, "অপরাধীদের হাজারটা বিকল্প দেওয়া হচ্ছে । কিন্তু আমাদের কোনও অধিকার নেই । এতদিন রাজনীতি নিয়ে কিছু বলিনি । তবে এখন বলতে চাই যে, 2012 সালে যারা গণধর্ষণের প্রতিবাদ মিছিলে হেঁটেছিল তারাই আজ রাজনৈতিক স্বার্থে পুরো বিষয়টি নিয়ে খেলছে ।"

আজ নতুন করে ফাঁসির দিন ঘোষণার পর তাঁর একটাই আশা, এবার যেন ফাঁসি হয় ৷

দিল্লি, 17 ফেব্রুয়ারি : 22 জানুয়ারি হয়নি ৷ 1 ফেব্রুয়ারিও হয়নি ৷ এবার 3 মার্চ ৷ নতুন করে জারি হয়েছে দোষীদের মৃত্যু পরোয়ানা ৷ শেষমেশ 3 মার্চ ফাঁসি হচ্ছে নির্ভয়ার দোষীদের ৷ এই নিয়ে তিনবার মৃত্যু পরোয়ানা জারি হল দোষীদের ৷ ফাঁসির পরোয়ানা সন্তোষজনক হলেও বার বার ফাঁসি দিন পিছানোয় যে খুব একটা যে খুশি নন তিনি, আজ সে কথা বললেন নির্ভয়ার মা ৷

3 মার্চ ফাঁসির দিন ঘোষণা হয়েছে নির্ভয়ার দোষীদের ৷ দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট আজই ফাঁসির দিন ঘোষণা করেছে ৷ 3 মার্চ ভোর 6 টায় ফাঁসি দেওয়া হবে নির্ভয়ার চার অপরাধীকে ৷ নির্ভয়ার পরিবার ও কেন্দ্রের তরফে জমা দেওয়া এক পিটিশনের শুনানি ছিল আজ ৷ এই শুনানি চলাকালীনই নির্ভয়ার দোষীদের ফাঁসির পরিবর্তিত দিন চূড়ান্ত করল পাতিয়ালা হাউজ় কোর্ট ৷

নতুন করে মৃত্যু পরোয়ানা জারি হলেও বার বার দিন পিছানোয় খুব একটা খুশি নন নির্ভয়ার মা ৷ ফাঁসির দিন ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এই নিয়ে তিনবার মৃত্যু পরোয়ানা জারি হল ৷ আমি এটা নিয়ে খুব একটা খুশি নই ৷ আমরা অনেক লড়াই করেছি ৷ শেষ পর্যন্ত ফাঁসির দিন ঘোষণায় আমরা সন্তুষ্ট ৷ আশা করছি 3 মার্চ ওদের (দোষীদের) ফাঁসি হবে ৷"

2012 সালের 16 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে প্যারা-মেডিকেল ছাত্রীকে ধর্ষণ করে তাঁর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেয় ছয় দুষ্কৃতী । প্রতিদিনের মতো মেয়ের অপেক্ষায় পথ চেয়েছিলেন মা । কিন্তু মেয়ে আর ফেরেনি । 13 দিনের লড়াই শেষে মৃত্যু হয় নির্ভয়ার ৷

দীর্ঘ সাতবছরের লড়াই শেষে স্বস্তি মিললেও ফের বাধ সাধে বিচার ব্যবস্থা ৷ প্রথমবার ফাঁসির দিন পিছিয়ে যাওয়ার পরে আদালতে সামনেই কেঁদে ফেলেছিলেন নির্ভয়ার মা ৷ তাঁকে সান্ত্বনা দিয়ে বিচারক বলেছিলেন, "আপনার প্রতি পূর্ণ সহানুভূতি রয়েছে । আমরা জানি, একজনের মৃত্যু হয়েছে । কিন্তু দোষীদেরও অধিকার রয়েছে । আমরা আপনার কথা শোনার জন্য এখানে রয়েছি । কিন্তু আমাদের হাত আইন বেঁধে রেখেছে ।"

একাধিকবার বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন নির্ভয়ার মা । ফাঁসির দিন বার বার পিছোতে থাকায় 17 জানুয়ারি তিনি বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, "তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ । দোষীরা যা চেয়েছিল তাই হচ্ছে । আমাদের পুরো ব্যবস্থাই এইরকম যেখানে দোষীদের কথা শোনা হয় ।"

এরপর চার অপরাধীর ফাঁসির দিন ঠিক হয় 1 ফেব্রুয়ারি । তারপরও সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি সবমিলিয়ে আবার পিছিয়ে যায় ফাঁসির দিন । চোখের জল মুছতে মুছতে নির্ভয়ার মা বলেছিলেন, "অপরাধীদের হাজারটা বিকল্প দেওয়া হচ্ছে । কিন্তু আমাদের কোনও অধিকার নেই । এতদিন রাজনীতি নিয়ে কিছু বলিনি । তবে এখন বলতে চাই যে, 2012 সালে যারা গণধর্ষণের প্রতিবাদ মিছিলে হেঁটেছিল তারাই আজ রাজনৈতিক স্বার্থে পুরো বিষয়টি নিয়ে খেলছে ।"

আজ নতুন করে ফাঁসির দিন ঘোষণার পর তাঁর একটাই আশা, এবার যেন ফাঁসি হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.