ETV Bharat / bharat

হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুন , ধৃত 4 - অগ্নিদগ্ধ মৃতদেহ

গত বুধবার নিখোঁজ হন হায়দরাবাদবাসী এক পশু চিকিৎসক ৷ বৃহস্পতিবার সকালে তাঁর দগ্ধ মৃতদেহ উদ্ধার হয় ৷ পুলিশ জানিয়েছে, ধর্ষণ করে খুন করা হয় তাঁকে ৷

priyanka
priyanka
author img

By

Published : Nov 29, 2019, 12:58 PM IST

Updated : Nov 29, 2019, 10:10 PM IST

হায়দরাবাদ , 29 নভেম্বর : বুধবার নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদবাসী সাতাশ বছরের এক যুবতি পশু চিকিৎসক ৷ শাদনগর থেকে 30 কিলোমিটার দূরত্বে একটি আন্ডার পাসের ভিতর থেকে বৃহস্পতিবার সকালে তাঁর দগ্ধ মৃতদেহ উদ্ধার হয় ৷ ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে খুন করা হয় তাঁকে ৷ এই ঘটনায় ট্রাক চালক-সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

দু'জনকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে পুলিশ ৷ নারায়ণপেটা জেলার ধৃত দুই জনের নাম মহম্মদ পাশা এবং মেহবুব ৷ CCTV ফুটেজ পরীক্ষা করে দেখার পর উঠে আসে আরও কিছু তথ্য ৷ খুনের আগে ধর্ষণ করা হয়েছিল ওই মহিলাকে ৷ টোল প্লাজ়ার কাছে একটি ফাঁকা স্থানে তাঁকে ধর্ষণ করা হয় ৷

কোল্লুরু গ্রামের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক ছিলেন নির্যাতিতা ৷ অন্যান্য দিনের মতই বুধবার বিকেলে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ৷ সন্ধ্যা 6টা নাগাদ আবার তিনি বাড়ি থেকে বের হন ৷ শামশাবাদের কাছে তাঁর স্কুটারের টায়ার পাঙচার হয় ৷ শামশাবাদের টোল প্লাজ়ার কাছে তিনি তাঁর স্কুটারটি রাখেন এবং সেখান থেকে একটি ক্যাব নিয়েছিলেন ৷

tweet
টুইট করেন তেলেঙ্গানা তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাত সাড়ে 9টা নাগাদ তাঁর বোনকে ফোন করেছিলেন যুবতি । ফোনে জানান, তাঁকে কেউ লিফট দেবে ৷ তিনি একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন ৷ ভয় পাচ্ছেন ৷ আশপাশে কয়েকজন অপরিচিত পুরুষ রয়েছে ৷ পাশে কয়েকটি ট্রাকও রয়েছে ৷ চিকিৎসকের বোন আরও বলেন, "আমি ওঁকে স্কুটার রেখে বাড়ি চলে আসতে বলেছিলাম ৷ কিন্তু তার কিছুক্ষণ পরেই ওঁর ফোন বন্ধ পাই ৷" বুধবার রাত সাড়ে 10টা বেজে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় ৷

পুলিশ সূত্রে খবর , স্থানীয়রা তাঁর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন ৷ দগ্ধ মৃতদেহ উদ্ধারের পর পরিবারকে খবর দেয় পুলিশ ৷ গলার লকেট দেখে দেহ চিনতে পারেন পরিবারের সদস্যরা ৷ ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে ৷

ময়নাতদন্তের পর ডাক্তাররা জানিয়েছেন , ভোর 4টে নাগাদ খুন হন তিনি ৷ গলায় ফাঁস দিয়ে খুন করা হয় ৷ খুনের পর প্রায় এক ঘণ্টা অবধি তাঁর পোড়ানো হয় ৷ মাথাতেও আঘাতের চিহ্ণ ছিল ৷

শামসাবাদের DCP প্রকাশ রেড্ডি বলেন , " আমাদের ধারণা গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালানো হয়েছিল ৷ আমরা তদন্ত করছি ৷ " চিকিৎসকের বাবা অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন ৷

হায়দরাবাদ , 29 নভেম্বর : বুধবার নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদবাসী সাতাশ বছরের এক যুবতি পশু চিকিৎসক ৷ শাদনগর থেকে 30 কিলোমিটার দূরত্বে একটি আন্ডার পাসের ভিতর থেকে বৃহস্পতিবার সকালে তাঁর দগ্ধ মৃতদেহ উদ্ধার হয় ৷ ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে খুন করা হয় তাঁকে ৷ এই ঘটনায় ট্রাক চালক-সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

দু'জনকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে পুলিশ ৷ নারায়ণপেটা জেলার ধৃত দুই জনের নাম মহম্মদ পাশা এবং মেহবুব ৷ CCTV ফুটেজ পরীক্ষা করে দেখার পর উঠে আসে আরও কিছু তথ্য ৷ খুনের আগে ধর্ষণ করা হয়েছিল ওই মহিলাকে ৷ টোল প্লাজ়ার কাছে একটি ফাঁকা স্থানে তাঁকে ধর্ষণ করা হয় ৷

কোল্লুরু গ্রামের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক ছিলেন নির্যাতিতা ৷ অন্যান্য দিনের মতই বুধবার বিকেলে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ৷ সন্ধ্যা 6টা নাগাদ আবার তিনি বাড়ি থেকে বের হন ৷ শামশাবাদের কাছে তাঁর স্কুটারের টায়ার পাঙচার হয় ৷ শামশাবাদের টোল প্লাজ়ার কাছে তিনি তাঁর স্কুটারটি রাখেন এবং সেখান থেকে একটি ক্যাব নিয়েছিলেন ৷

tweet
টুইট করেন তেলেঙ্গানা তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাত সাড়ে 9টা নাগাদ তাঁর বোনকে ফোন করেছিলেন যুবতি । ফোনে জানান, তাঁকে কেউ লিফট দেবে ৷ তিনি একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন ৷ ভয় পাচ্ছেন ৷ আশপাশে কয়েকজন অপরিচিত পুরুষ রয়েছে ৷ পাশে কয়েকটি ট্রাকও রয়েছে ৷ চিকিৎসকের বোন আরও বলেন, "আমি ওঁকে স্কুটার রেখে বাড়ি চলে আসতে বলেছিলাম ৷ কিন্তু তার কিছুক্ষণ পরেই ওঁর ফোন বন্ধ পাই ৷" বুধবার রাত সাড়ে 10টা বেজে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় ৷

পুলিশ সূত্রে খবর , স্থানীয়রা তাঁর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন ৷ দগ্ধ মৃতদেহ উদ্ধারের পর পরিবারকে খবর দেয় পুলিশ ৷ গলার লকেট দেখে দেহ চিনতে পারেন পরিবারের সদস্যরা ৷ ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে ৷

ময়নাতদন্তের পর ডাক্তাররা জানিয়েছেন , ভোর 4টে নাগাদ খুন হন তিনি ৷ গলায় ফাঁস দিয়ে খুন করা হয় ৷ খুনের পর প্রায় এক ঘণ্টা অবধি তাঁর পোড়ানো হয় ৷ মাথাতেও আঘাতের চিহ্ণ ছিল ৷

শামসাবাদের DCP প্রকাশ রেড্ডি বলেন , " আমাদের ধারণা গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালানো হয়েছিল ৷ আমরা তদন্ত করছি ৷ " চিকিৎসকের বাবা অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন ৷

Sonbhadra (Uttar Pradesh), Nov 29 (ANI): In a bizarre incident, authorities of Salai Banwa Primary School in Kota village diluted 1 litre of milk with a bucket of water to serve kids for the mid-day meal. The diluted milk was distributed among at least 81 students. Assistant Basic Shiksha Adhikari, Gorakhnath Patel said, "I am investigating the matter and action will be taken against the culprits." He also said, "I am being told milk was unavailable, so they were directed by authority to mix water in it, in a balanced quantity. I'm also being told that teachers had gone to get more milk but meanwhile pictures were clicked and distributed them."
Last Updated : Nov 29, 2019, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.