হায়দরাবাদ , 3 ডিসেম্বর : ভাত ও মটন কারি দিয়ে নৈশভোজ ৷ এই ভোজ কোনও বিখ্যাত ব্যক্তির জন্য নয় ৷ হায়দরাবাদে গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের প্রথম রাতে জেলে খাওয়ানো হল এই খাবার ৷ হায়দরাবাদের চেরাপল্লী জেলে তাদের রাখা হয়েছে ৷ বিষয়টি মেনে নিয়েছেন জেল কর্তৃপক্ষ ৷ এই সংবাদ প্রকাশ্যে এলে সমালোচনা শুরু হয় সোশাল মিডিয়ায় ৷
সূত্রের খবর , জেলে সারাদিন নজরাধীন ছিল তারা ৷ প্রথম রাতে তারা ঘুমায়নি ৷ দুপুরে খেয়েছিল ভাত ও ডাল ৷ রাতে তাদের পরিবেশন করা হয় ভাত ও মটন কারি ৷ যদিও চেরাপল্লী জেল কর্তৃপক্ষ জানায়, এই খাবারের মেনু আগে থেকেই ঠিক করা ছিল ৷
সারা দেশ যখন অপরাধীদের বিচার চেয়ে সরব হয়েছে সেই মুহূর্তে এই খবর প্রকাশ্যে আসায় নিন্দার ঝড় ওঠে সোশাল মিডিয়ায় ৷ এই ঘটনায় অভিযুক্ত মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলুকে শুক্রবার তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ ৷