ETV Bharat / bharat

হায়দরাবাদ গণধর্ষণের অভিযুক্তদের জেলে খাওয়ানো হল ভাত ও মটন কারি - Hyderabad gang rape news update

জেলে সারাদিন নজরাধীন ছিল হায়দরাবাদে গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তরা ৷ প্রথম রাতে তারা ঘুমায়নি ৷ দুপুরে খেয়েছিল ভাত ও ডাল ৷ রাতে তাদের পরিবেশন করা হয় ভাত ও মাটন কারি ৷ যদিও চেরাপল্লী জেল কর্তৃপক্ষ জানায়, এই খাবারের মেনু আগে থেকেই ঠিক করা ছিল ৷

thumbnail
thumbnail
author img

By

Published : Dec 3, 2019, 1:42 PM IST

হায়দরাবাদ , 3 ডিসেম্বর : ভাত ও মটন কারি দিয়ে নৈশভোজ ৷ এই ভোজ কোনও বিখ্যাত ব্যক্তির জন্য নয় ৷ হায়দরাবাদে গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের প্রথম রাতে জেলে খাওয়ানো হল এই খাবার ৷ হায়দরাবাদের চেরাপল্লী জেলে তাদের রাখা হয়েছে ৷ বিষয়টি মেনে নিয়েছেন জেল কর্তৃপক্ষ ৷ এই সংবাদ প্রকাশ্যে এলে সমালোচনা শুরু হয় সোশাল মিডিয়ায় ৷

সূত্রের খবর , জেলে সারাদিন নজরাধীন ছিল তারা ৷ প্রথম রাতে তারা ঘুমায়নি ৷ দুপুরে খেয়েছিল ভাত ও ডাল ৷ রাতে তাদের পরিবেশন করা হয় ভাত ও মটন কারি ৷ যদিও চেরাপল্লী জেল কর্তৃপক্ষ জানায়, এই খাবারের মেনু আগে থেকেই ঠিক করা ছিল ৷

সারা দেশ যখন অপরাধীদের বিচার চেয়ে সরব হয়েছে সেই মুহূর্তে এই খবর প্রকাশ্যে আসায় নিন্দার ঝড় ওঠে সোশাল মিডিয়ায় ৷ এই ঘটনায় অভিযুক্ত মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলুকে শুক্রবার তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ ৷

হায়দরাবাদ , 3 ডিসেম্বর : ভাত ও মটন কারি দিয়ে নৈশভোজ ৷ এই ভোজ কোনও বিখ্যাত ব্যক্তির জন্য নয় ৷ হায়দরাবাদে গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের প্রথম রাতে জেলে খাওয়ানো হল এই খাবার ৷ হায়দরাবাদের চেরাপল্লী জেলে তাদের রাখা হয়েছে ৷ বিষয়টি মেনে নিয়েছেন জেল কর্তৃপক্ষ ৷ এই সংবাদ প্রকাশ্যে এলে সমালোচনা শুরু হয় সোশাল মিডিয়ায় ৷

সূত্রের খবর , জেলে সারাদিন নজরাধীন ছিল তারা ৷ প্রথম রাতে তারা ঘুমায়নি ৷ দুপুরে খেয়েছিল ভাত ও ডাল ৷ রাতে তাদের পরিবেশন করা হয় ভাত ও মটন কারি ৷ যদিও চেরাপল্লী জেল কর্তৃপক্ষ জানায়, এই খাবারের মেনু আগে থেকেই ঠিক করা ছিল ৷

সারা দেশ যখন অপরাধীদের বিচার চেয়ে সরব হয়েছে সেই মুহূর্তে এই খবর প্রকাশ্যে আসায় নিন্দার ঝড় ওঠে সোশাল মিডিয়ায় ৷ এই ঘটনায় অভিযুক্ত মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলুকে শুক্রবার তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ ৷

Rajouri (Jammu and Kashmir), Dec 03 (ANI): A 'Skill Development Centre for Specially Abled Persons' was inaugurated in JandK's Rajouri on Dec 02. The motive is to boost employment opportunities among the persons with disabilities. The institute will impart skill training under various trades like LED light, mobile phone hardware repair and technician etc. certificate will be issued to those candidates who will qualify in the final test after undergoing the course. The trainee will be provided with a stipend of Rs 4,600 per month.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.