ETV Bharat / bharat

"ইসলামিক জঙ্গি কার্যকলাপের স্বর্গরাজ্য হায়দরাবাদ" - TRS

"ইসলামিক জঙ্গি কার্যকলাপের স্বর্গরাজ্য হয়ে উঠেছে হায়দরাবাদ । TRS সরকারের সঙ্গে আসাদউদ্দিন ওয়াইসির (AIMIM) জোট রয়েছে । তাই পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না ।" মন্তব্য BJP নেতা বান্দারু দত্তাত্রেয়র ।

বান্দারু দত্তাত্রেয়
author img

By

Published : Apr 22, 2019, 10:11 AM IST

হায়দরাবাদ, 22 এপ্রিল : "হায়দরাবাদ ইসলামিক জঙ্গি কার্যকলাপের স্বর্গরাজ্য । এখানে পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না । কারণ কে চন্দ্রশেখর রাও-এর TRS সরকারের সঙ্গে আসাদউদ্দিন ওয়াইসির (AIMIM) জোট রয়েছে ।" এই মন্তব্য করলেন BJP নেতা বান্দারু দত্তাত্রেয় ।

সেকেন্দরাবাদের প্রাক্তন BJP সাংসদ বলেন, "NIA-র সাম্প্রতিক তদন্তে জানা গেছে, ইসলামিক জঙ্গি কার্যকলাপের জন্য হায়দরাবাদ নিরাপদ স্বর্গরাজ্য হয়ে উঠেছে । একটা বড় অংশের জঙ্গিদের হায়দরাবাদে পাঠানো হয়েছে ।"

তিনি আরও বলেন, "TRS সরকারের সঙ্গে AIMIM জোটবদ্ধ হয়েছে, তাই পুলিশ এবিষয়ে সবসময় উপযুক্ত পদক্ষেপ নিতে পারে না । আমি দাবি করছি, সরকার DG বা IG অফিসারদের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে এর তদন্ত করুক ।"

11 এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তেলাঙ্গানায়। 17 টি আসনে জোটবদ্ধ হয়ে লড়াই করেছে TRS ও AIMIM।

হায়দরাবাদ, 22 এপ্রিল : "হায়দরাবাদ ইসলামিক জঙ্গি কার্যকলাপের স্বর্গরাজ্য । এখানে পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না । কারণ কে চন্দ্রশেখর রাও-এর TRS সরকারের সঙ্গে আসাদউদ্দিন ওয়াইসির (AIMIM) জোট রয়েছে ।" এই মন্তব্য করলেন BJP নেতা বান্দারু দত্তাত্রেয় ।

সেকেন্দরাবাদের প্রাক্তন BJP সাংসদ বলেন, "NIA-র সাম্প্রতিক তদন্তে জানা গেছে, ইসলামিক জঙ্গি কার্যকলাপের জন্য হায়দরাবাদ নিরাপদ স্বর্গরাজ্য হয়ে উঠেছে । একটা বড় অংশের জঙ্গিদের হায়দরাবাদে পাঠানো হয়েছে ।"

তিনি আরও বলেন, "TRS সরকারের সঙ্গে AIMIM জোটবদ্ধ হয়েছে, তাই পুলিশ এবিষয়ে সবসময় উপযুক্ত পদক্ষেপ নিতে পারে না । আমি দাবি করছি, সরকার DG বা IG অফিসারদের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে এর তদন্ত করুক ।"

11 এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তেলাঙ্গানায়। 17 টি আসনে জোটবদ্ধ হয়ে লড়াই করেছে TRS ও AIMIM।

New Delhi, Apr 22 (ANI): A research has found the mechanism behind establishment and maintenance of persistent infection by Hepatitis B virus (HBV). It could help in the development of new therapeutic strategies. HBV is a blood-borne pathogen that chronically infects approximately 350 million people worldwide, and more than 780,000 patients die annually due to HBV related liver diseases. Chronic HBV infection is associated with impaired virus-specific T-cell responses. Myeloid-derived suppressor cells (MDSCs) are immune cells known to play a critical role in impairing anti-viral T-cell responses. In addition, the Hepatitis B e-antigen (HBeAg)- a Hepatitis B viral protein- may represent a viral strategy to establish persistent infection, but the mechanism remains largely unknown. Researchers examined the mechanisms underlying the expansion of myeloid-derived suppressor cells (MDSCs) and the suppression of T-cell responses in persistent HBV infection. The researchers analysed the circulation frequency of MDSCs in 164 patients with chronic HBV infection and 70 healthy donors. They found that the frequency of circulating MDSCs in HBeAg-positive patients is higher than in HBeAg-negative patients. The findings suggest a novel mechanism in which HBeAg-induced MDSC expansion impairs T-cell function through the IDO pathway and favours the establishment of persistent HBV infection. The HBeAg-MDSC-IDO axis may, therefore, serve as an immunotherapeutic target of chronic hepatitis B.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.