ETV Bharat / bharat

হুরিয়ত আলোচনায় বসতে চায়, জানালেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল - HURIYAT

গতকাল শ্রীনগরে এক অনুষ্ঠানে জানান জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক জানান, কাশ্মীর সমস্যা সমাধানে আলোচনায় বসতে চান হুরিয়ত নেতারা ।

হুরিয়ত আলোচনায় বসতে চায়, জানালেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল
author img

By

Published : Jun 23, 2019, 5:55 PM IST

শ্রীনগর, 23 জুন : কাশ্মীর সমস্যা সমাধানে আলোচনায় বসতে চান হুরিয়ত নেতারা । গতকাল শ্রীনগরে এক অনুষ্ঠানে জানান জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক । তার মতে, হুরিয়তের এই সিদ্ধান্ত রাজ্যের জন্য ভালো খবর । ওই অনুষ্ঠানে সত্যপাল মালিকের পাশপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ।

সত্যপাল মালিক বলেন, "একসময় এই হুরিয়ত নেতারাই রাম বিলাস পাসোয়ানের মুখের ওপরে আলোচনার দরজা বন্ধ করে দিয়েছিলেন । এখন তাঁরা কথা বলতে চাইছেন । এটা খুবই ভাল লক্ষণ । রাজ্যে অনেক বদল হয়েছে ।"

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সত্যপাল মালিক বলেন, "রাজ্যের দায়িত্ব নেওয়ার পর থেকে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে । একজন তরুণ যখন মারা যায় তখন তা ভালো লাগে না। পথহারা তরুণদের আমরা ফিরিয়ে আনতে চাই । এদের ফেরাতে কী ধরনের প্রচেষ্টার প্রয়োজন তা নিয়ে বহু প্রস্তাব এসেছে । কিন্তু কেউ যখন গুলি চালায় তখন পাল্টা গুলি চালাতে বাধ্য হয় সেনা ।"

রাজ্যর বাইরে থেকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে কিছু বলা যায় না বলে মন্তব্য করেন সত্যপাল । তিনি বলেন, "দিল্লিতে অনেকেই বলে থাকেন, তাঁরা কাশ্মীরে ছিলাম । কিন্তু যখন জিজ্ঞাসা করি কত দিন আগে ছিলেন। তখন ওরা বলেন, 15 বছর আগে ছিলাম । যদি সেই পরিস্থিতি এখন আর কাশ্মীরে নেই ।"

শ্রীনগর, 23 জুন : কাশ্মীর সমস্যা সমাধানে আলোচনায় বসতে চান হুরিয়ত নেতারা । গতকাল শ্রীনগরে এক অনুষ্ঠানে জানান জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক । তার মতে, হুরিয়তের এই সিদ্ধান্ত রাজ্যের জন্য ভালো খবর । ওই অনুষ্ঠানে সত্যপাল মালিকের পাশপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ।

সত্যপাল মালিক বলেন, "একসময় এই হুরিয়ত নেতারাই রাম বিলাস পাসোয়ানের মুখের ওপরে আলোচনার দরজা বন্ধ করে দিয়েছিলেন । এখন তাঁরা কথা বলতে চাইছেন । এটা খুবই ভাল লক্ষণ । রাজ্যে অনেক বদল হয়েছে ।"

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সত্যপাল মালিক বলেন, "রাজ্যের দায়িত্ব নেওয়ার পর থেকে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে । একজন তরুণ যখন মারা যায় তখন তা ভালো লাগে না। পথহারা তরুণদের আমরা ফিরিয়ে আনতে চাই । এদের ফেরাতে কী ধরনের প্রচেষ্টার প্রয়োজন তা নিয়ে বহু প্রস্তাব এসেছে । কিন্তু কেউ যখন গুলি চালায় তখন পাল্টা গুলি চালাতে বাধ্য হয় সেনা ।"

রাজ্যর বাইরে থেকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে কিছু বলা যায় না বলে মন্তব্য করেন সত্যপাল । তিনি বলেন, "দিল্লিতে অনেকেই বলে থাকেন, তাঁরা কাশ্মীরে ছিলাম । কিন্তু যখন জিজ্ঞাসা করি কত দিন আগে ছিলেন। তখন ওরা বলেন, 15 বছর আগে ছিলাম । যদি সেই পরিস্থিতি এখন আর কাশ্মীরে নেই ।"


New Delhi, June 21 (ANI): Public central university, Jamia Millia Islamia (JMI) will provide Yoga training everyday to students and professors. Vice Chancellor of JMI, Professor Najma Akhtar said, "University will provide Yoga training everyday to one group each of boys and girls under the supervision of an instructor." International Yoga Day was celebrated in the campus of Jamia Millia Islamia (JMI). Students and faculty members performed Yoga.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.