শ্রীনগর, 23 জুন : কাশ্মীর সমস্যা সমাধানে আলোচনায় বসতে চান হুরিয়ত নেতারা । গতকাল শ্রীনগরে এক অনুষ্ঠানে জানান জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক । তার মতে, হুরিয়তের এই সিদ্ধান্ত রাজ্যের জন্য ভালো খবর । ওই অনুষ্ঠানে সত্যপাল মালিকের পাশপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ।
সত্যপাল মালিক বলেন, "একসময় এই হুরিয়ত নেতারাই রাম বিলাস পাসোয়ানের মুখের ওপরে আলোচনার দরজা বন্ধ করে দিয়েছিলেন । এখন তাঁরা কথা বলতে চাইছেন । এটা খুবই ভাল লক্ষণ । রাজ্যে অনেক বদল হয়েছে ।"
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সত্যপাল মালিক বলেন, "রাজ্যের দায়িত্ব নেওয়ার পর থেকে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে । একজন তরুণ যখন মারা যায় তখন তা ভালো লাগে না। পথহারা তরুণদের আমরা ফিরিয়ে আনতে চাই । এদের ফেরাতে কী ধরনের প্রচেষ্টার প্রয়োজন তা নিয়ে বহু প্রস্তাব এসেছে । কিন্তু কেউ যখন গুলি চালায় তখন পাল্টা গুলি চালাতে বাধ্য হয় সেনা ।"
রাজ্যর বাইরে থেকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে কিছু বলা যায় না বলে মন্তব্য করেন সত্যপাল । তিনি বলেন, "দিল্লিতে অনেকেই বলে থাকেন, তাঁরা কাশ্মীরে ছিলাম । কিন্তু যখন জিজ্ঞাসা করি কত দিন আগে ছিলেন। তখন ওরা বলেন, 15 বছর আগে ছিলাম । যদি সেই পরিস্থিতি এখন আর কাশ্মীরে নেই ।"