ETV Bharat / bharat

15 কিলোমিটার লম্বা তেরঙ্গা ধরে মানববন্ধন রায়পুরে - Chattisgarh

15 কিলোমিটার লম্বা জাতীয় পতাকা ধরে মানববন্ধন দেখল ছত্তিশগড়ের রাজধানী রায়পুর । মোট 35টি সংস্থা মিলে এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল গতাকল ।

15 কিলোমিটার লম্বা তেরঙ্গা ধরে মানববন্ধন রায়পুরে
author img

By

Published : Aug 12, 2019, 8:44 AM IST

রায়পুর, 12 অগাস্ট : 15 অগাস্ট 73তম স্বাধীনতা দিবস । সেই উপলক্ষ্যে 15 কিলোমিটার লম্বা জাতীয় পতাকা ধরে মানববন্ধন দেখল ছত্তিশগড়ের রাজধানী রায়পুর । রায়পুর শহরের আমপাড়া চক থেকে পণ্ডিত রবিশংকর শুক্লা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই মানববন্ধন দাঁড়িযেছিল ।

মোট 35টি সংস্থা মিলে এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল গতাকল । এই পতাকা নিয়ে মানববন্ধনে দাঁড়ানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল । ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং ও অজিত যোগী ও বর্তমান মন্ত্রীরাও । সেখানে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল শহিদ সেনাদের পরিবারকে সংবর্ধনা জানান ।

অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধিরা এই 15 কিলোমিটাল লম্বা তেরঙ্গাকে বিশ্বরেকর্ড হিসাবে ঘোষণা করেন । এবং আয়োজকদের হাতে বিশ্বরেকর্ডের শংসাপত্র তুলে দেন ।

রায়পুর, 12 অগাস্ট : 15 অগাস্ট 73তম স্বাধীনতা দিবস । সেই উপলক্ষ্যে 15 কিলোমিটার লম্বা জাতীয় পতাকা ধরে মানববন্ধন দেখল ছত্তিশগড়ের রাজধানী রায়পুর । রায়পুর শহরের আমপাড়া চক থেকে পণ্ডিত রবিশংকর শুক্লা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই মানববন্ধন দাঁড়িযেছিল ।

মোট 35টি সংস্থা মিলে এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল গতাকল । এই পতাকা নিয়ে মানববন্ধনে দাঁড়ানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল । ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং ও অজিত যোগী ও বর্তমান মন্ত্রীরাও । সেখানে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল শহিদ সেনাদের পরিবারকে সংবর্ধনা জানান ।

অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধিরা এই 15 কিলোমিটাল লম্বা তেরঙ্গাকে বিশ্বরেকর্ড হিসাবে ঘোষণা করেন । এবং আয়োজকদের হাতে বিশ্বরেকর্ডের শংসাপত্র তুলে দেন ।

Agra (UP), Aug 12 (ANI): A mentally unstable father allegedly killed his 6-year-old son in Uttar Pradesh's Agra on Saturday morning. The incident occurred when the father was going to drop the child off at school. The relatives alleged that the accused used to indulge in occultist activities. The body of the child has been sent for the post mortem and accused has been taken into custody. Further investigation is underway.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.