ETV Bharat / bharat

CAA-র প্রতিবাদে উত্তাল দেশ, মৃত 3 - death in mengaluru

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে তপ্ত দেশের একাধিক জায়গা । দিল্লির উত্তর-পূর্ব ও লালকেল্লা এলাকায় জারি রয়েছে 144 ধারা । বন্ধ রয়েছে সাতটি মেট্রো স্টেশন । মেঙ্গালুরুতে মৃত্যু হয়েছে 2 জন বিক্ষোভকারীর, উত্তরপ্রদেশে একজনের ।

delhi
ছবি
author img

By

Published : Dec 19, 2019, 11:40 AM IST

Updated : Dec 19, 2019, 10:35 PM IST

দিল্লি, 19 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজও সরগরম দিল্লি । বিক্ষোভ জারি হায়দরাবাদ, বেঙ্গালুরু, উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক জায়গায় । ইতিমধ্যেই আটক করা হয়েছে অনেককে। জামিয়া মিলিয়ার পর দিল্লির নানা প্রান্তে ছড়িয়ে পড়ে বিক্ষোভ । দিল্লির উত্তর-পূর্ব ও লালকেল্লা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে । বন্ধ রয়েছে সাতটি মেট্রো স্টেশন ।144 ধারা অমান্য করেই পথে নেমেছে একাধিক সংগঠন ৷ আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ ৷ ইতিমধ্যেই অনেক বিক্ষুব্ধকে আটক করা হয়েছে ৷

  • এদিকে, উত্তরপ্রদেশেও একজনের মৃত্যু হয়েছে । তাঁরও পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ । তবে, এক্ষেত্রে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ । উত্তরপ্রদেশ পুলিশের দাবি, তাদের তরফ থেকে কোনও গুলি চালানো হয়নি ।
  • মেঙ্গালুরুতে মৃত্যু হল দুই বিক্ষোভকারীর । পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ ।
  • কর্নাটকের মেঙ্গালুরুতেও চলছে বিক্ষোভ । বিক্ষোভ চলার সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে জখম হয়েছে দু'পক্ষেরই বেশকিছু । এদের মধ্যে পড়ে জখম হয়েছে 2 জন সাধারণ মানুষও । তারা এই মুহূর্তে স্থানীয় একটি হাসাপাতালের ICU-তে ভরতি রয়েছে ।
  • হাসানগঞ্জ সহ উত্তরপ্রদেশের বিক্ষোভ নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "প্রতিবাদের নামে তাণ্ডব কোনওভাবেই বরদাস্ত করা হবে না । আমরা এসবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব । যারা সরকারি সম্পত্তি নষ্ট করছে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে ।"
    • Uttar Pradesh CM Yogi Adityanath: I have called a meeting over this. You cant indulge in violence in name of protest. We will take strict action against such elements. Will seize property of those found guilty and compensate damage to public property. #CitizenshipAmendmentAct pic.twitter.com/6jxuXDLWDt

      — ANI UP (@ANINewsUP) December 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে এলাহাবাদে চলছে বিক্ষোভ । গুজরাত সফর বাতিল করেছে অমিত শাহ ।
  • একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট ।
  • বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দেয় সংবাদমাধ্যমের OB (আউটডোর ব্রডকাস্ট) ভ্যানে ।
  • হাসানগঞ্জে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বিক্ষোভকারীরা, পালটা পুলিশ লাঠি চার্জ করে ।
    UP
    লখনউয়ে পুলিশকে লক্ষ্য করে ইট বিক্ষোভকারীদের
  • লখনউর হাসানগঞ্জে গাড়ি ও বাইকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা ।
  • আহমেদাবাদের প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ পুলিশের ।
  • উত্তরপ্রদেশের সম্ভলে সরকারি বাসে আগুন ধরাল বিক্ষুব্ধ জনতা ।
  • CPM-র প্রকাশ কারাত, বৃন্দা কারাত, সীতারাম ইয়েচুরিকে আটক করেছে পুলিশ ।
    image
    আটক প্রকাশ কারাত, ব্রিন্দা কারা, সীতারাম ইয়েচুরি
  • দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, "দেশে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে। নাগরিকের মধ্যে একটা ভয় রয়েছে। আমি কেন্দ্রীয় সরকারকে আবেদন করছি, এই আইন না এনে যুবকদের কর্মসংস্থান দিন।"
    • Delhi CM Arvind Kejriwal on being asked about protests over #CitizenshipAct: Today, law and order situation in the country is deteriorating. There is a fear among all citizens today. I appeal to the central government to not bring this law but give employment to the youth. pic.twitter.com/bxQQDCDtde

      — ANI (@ANI) December 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • মান্ডি এলাকা থেকে আটক কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিৎ । তিনি বলেন, "আমাকে লালকেল্লা এলাকায় যেতে অনুমতি দেওয়া হয়নি । তাই মান্ডিতে এসেছিলাম । সেখান থেকেই আটক করল পুলিশ।"
  • লালকেল্লা এলাকা থেকে JNU-র প্রাক্তন ছাত্র উমর খালিদকে আটক করল পুলিশ ।
  • দিল্লির লালকেল্লা এলাকা থেকে আটক আপ নেতা যোগেন্দ্র যাদব ।
    • I have just been detained from Lal Qila. About a thousand protesters already detained. Thousands on the way.
      Am told we are being taken to Bawana.

      साझी विरासत, साझी शहादत, साझी नागरिकता pic.twitter.com/RnkUNjfkzo

      — Yogendra Yadav (@_YogendraYadav) December 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • দিল্লির আই টি ও সহ কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ । বন্ধ মোবাইলে যোগাযোগ ।
  • বেঙ্গালুরুর টাউন হলের কাছে বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ ।
  • হায়দরাবাদে চারমিনার সংলগ্ন এলাকায় আটক বিক্ষোভকারীরা ।
  • বেঙ্গালুরুর টাউন হলের কাছে প্রতিবাদ মিছিল থেকে আটক ঐতিহাসিক রামচন্দ্র গুহ ।
  • দিল্লি গুরগ্রাম এক্সপ্রেসওয়েতে পুলিশের ব্যারিকেড । বন্ধ যান চলাচল ।
  • এখনও পর্যন্ত উত্তর-পূর্ব দিল্লি থেকে 21 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ সকালেই 39 জনকে পুলিশি হেপাজতে নেওয়া হয়।
  • 144 ধারা উপেক্ষা করে প্রতিবাদ মিছিল । লালকেল্লা থেকে চারজনকে আটক করে পুলিশ ।
  • দিল্লির উত্তর-পূর্ব এলাকা ও লালকেল্লা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে । ইতিমধ্যেই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লালকেল্লা থেকে শহিদ পার্ক পর্যন্ত স্বরাজ অভিযান নামে একটি মিছিলের আবেদন বাতিল করে দিয়েছে দিল্লি পুলিশ।
  • মান্ডি হাউজ় থেকে যন্তর মন্তর পর্যন্ত প্রতিবাদ মিছিলে অনুমতি দেয়নি পুলিশ ।
  • নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছিল দিল্লির সিলামপুর এলাকায় । সেখানে হিংসা ছড়ানোর অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ । এদের মধ্যে চারজন এর আগেও একাধিক অপরাধের সঙ্গে যুক্ত ছিল । তাদের বিরুদ্ধে পুলিশ বুথে আগুন লাগানো,পাথর ছোঁড়া, ও গাড়িতে আগুন লাগানোর অভিযোগ রয়েছে। এর আগে গতকাল একই জায়গা থেকে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ । এরা সকলেরই বাড়ি দিল্লিতে।
  • পাটেল চক, লোক কল্যাণ মার্গ, উদ্যোগ ভবন, আই টি ও, প্রগতি ময়দান, খান মার্কেট, লাল কেল্লা, জামা মসজিদ, চাঁদনি চক, জামিয়া মিলিয়া, জসোলা বিহার শাহিন বাগ ও মুনির্কায় মেট্রো স্টেশন বন্ধ । সেন্ট্রাল সেক্রেটারিয়ট স্টেশন বন্ধ থাকলেও ট্রেন বদলানোর সুবিধা রয়েছে এখানে।

দিল্লি, 19 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজও সরগরম দিল্লি । বিক্ষোভ জারি হায়দরাবাদ, বেঙ্গালুরু, উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক জায়গায় । ইতিমধ্যেই আটক করা হয়েছে অনেককে। জামিয়া মিলিয়ার পর দিল্লির নানা প্রান্তে ছড়িয়ে পড়ে বিক্ষোভ । দিল্লির উত্তর-পূর্ব ও লালকেল্লা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে । বন্ধ রয়েছে সাতটি মেট্রো স্টেশন ।144 ধারা অমান্য করেই পথে নেমেছে একাধিক সংগঠন ৷ আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ ৷ ইতিমধ্যেই অনেক বিক্ষুব্ধকে আটক করা হয়েছে ৷

  • এদিকে, উত্তরপ্রদেশেও একজনের মৃত্যু হয়েছে । তাঁরও পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ । তবে, এক্ষেত্রে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ । উত্তরপ্রদেশ পুলিশের দাবি, তাদের তরফ থেকে কোনও গুলি চালানো হয়নি ।
  • মেঙ্গালুরুতে মৃত্যু হল দুই বিক্ষোভকারীর । পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ ।
  • কর্নাটকের মেঙ্গালুরুতেও চলছে বিক্ষোভ । বিক্ষোভ চলার সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে জখম হয়েছে দু'পক্ষেরই বেশকিছু । এদের মধ্যে পড়ে জখম হয়েছে 2 জন সাধারণ মানুষও । তারা এই মুহূর্তে স্থানীয় একটি হাসাপাতালের ICU-তে ভরতি রয়েছে ।
  • হাসানগঞ্জ সহ উত্তরপ্রদেশের বিক্ষোভ নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "প্রতিবাদের নামে তাণ্ডব কোনওভাবেই বরদাস্ত করা হবে না । আমরা এসবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব । যারা সরকারি সম্পত্তি নষ্ট করছে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে ।"
    • Uttar Pradesh CM Yogi Adityanath: I have called a meeting over this. You cant indulge in violence in name of protest. We will take strict action against such elements. Will seize property of those found guilty and compensate damage to public property. #CitizenshipAmendmentAct pic.twitter.com/6jxuXDLWDt

      — ANI UP (@ANINewsUP) December 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে এলাহাবাদে চলছে বিক্ষোভ । গুজরাত সফর বাতিল করেছে অমিত শাহ ।
  • একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট ।
  • বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দেয় সংবাদমাধ্যমের OB (আউটডোর ব্রডকাস্ট) ভ্যানে ।
  • হাসানগঞ্জে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বিক্ষোভকারীরা, পালটা পুলিশ লাঠি চার্জ করে ।
    UP
    লখনউয়ে পুলিশকে লক্ষ্য করে ইট বিক্ষোভকারীদের
  • লখনউর হাসানগঞ্জে গাড়ি ও বাইকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা ।
  • আহমেদাবাদের প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ পুলিশের ।
  • উত্তরপ্রদেশের সম্ভলে সরকারি বাসে আগুন ধরাল বিক্ষুব্ধ জনতা ।
  • CPM-র প্রকাশ কারাত, বৃন্দা কারাত, সীতারাম ইয়েচুরিকে আটক করেছে পুলিশ ।
    image
    আটক প্রকাশ কারাত, ব্রিন্দা কারা, সীতারাম ইয়েচুরি
  • দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, "দেশে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে। নাগরিকের মধ্যে একটা ভয় রয়েছে। আমি কেন্দ্রীয় সরকারকে আবেদন করছি, এই আইন না এনে যুবকদের কর্মসংস্থান দিন।"
    • Delhi CM Arvind Kejriwal on being asked about protests over #CitizenshipAct: Today, law and order situation in the country is deteriorating. There is a fear among all citizens today. I appeal to the central government to not bring this law but give employment to the youth. pic.twitter.com/bxQQDCDtde

      — ANI (@ANI) December 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • মান্ডি এলাকা থেকে আটক কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিৎ । তিনি বলেন, "আমাকে লালকেল্লা এলাকায় যেতে অনুমতি দেওয়া হয়নি । তাই মান্ডিতে এসেছিলাম । সেখান থেকেই আটক করল পুলিশ।"
  • লালকেল্লা এলাকা থেকে JNU-র প্রাক্তন ছাত্র উমর খালিদকে আটক করল পুলিশ ।
  • দিল্লির লালকেল্লা এলাকা থেকে আটক আপ নেতা যোগেন্দ্র যাদব ।
    • I have just been detained from Lal Qila. About a thousand protesters already detained. Thousands on the way.
      Am told we are being taken to Bawana.

      साझी विरासत, साझी शहादत, साझी नागरिकता pic.twitter.com/RnkUNjfkzo

      — Yogendra Yadav (@_YogendraYadav) December 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • দিল্লির আই টি ও সহ কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ । বন্ধ মোবাইলে যোগাযোগ ।
  • বেঙ্গালুরুর টাউন হলের কাছে বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ ।
  • হায়দরাবাদে চারমিনার সংলগ্ন এলাকায় আটক বিক্ষোভকারীরা ।
  • বেঙ্গালুরুর টাউন হলের কাছে প্রতিবাদ মিছিল থেকে আটক ঐতিহাসিক রামচন্দ্র গুহ ।
  • দিল্লি গুরগ্রাম এক্সপ্রেসওয়েতে পুলিশের ব্যারিকেড । বন্ধ যান চলাচল ।
  • এখনও পর্যন্ত উত্তর-পূর্ব দিল্লি থেকে 21 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ সকালেই 39 জনকে পুলিশি হেপাজতে নেওয়া হয়।
  • 144 ধারা উপেক্ষা করে প্রতিবাদ মিছিল । লালকেল্লা থেকে চারজনকে আটক করে পুলিশ ।
  • দিল্লির উত্তর-পূর্ব এলাকা ও লালকেল্লা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে । ইতিমধ্যেই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লালকেল্লা থেকে শহিদ পার্ক পর্যন্ত স্বরাজ অভিযান নামে একটি মিছিলের আবেদন বাতিল করে দিয়েছে দিল্লি পুলিশ।
  • মান্ডি হাউজ় থেকে যন্তর মন্তর পর্যন্ত প্রতিবাদ মিছিলে অনুমতি দেয়নি পুলিশ ।
  • নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছিল দিল্লির সিলামপুর এলাকায় । সেখানে হিংসা ছড়ানোর অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ । এদের মধ্যে চারজন এর আগেও একাধিক অপরাধের সঙ্গে যুক্ত ছিল । তাদের বিরুদ্ধে পুলিশ বুথে আগুন লাগানো,পাথর ছোঁড়া, ও গাড়িতে আগুন লাগানোর অভিযোগ রয়েছে। এর আগে গতকাল একই জায়গা থেকে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ । এরা সকলেরই বাড়ি দিল্লিতে।
  • পাটেল চক, লোক কল্যাণ মার্গ, উদ্যোগ ভবন, আই টি ও, প্রগতি ময়দান, খান মার্কেট, লাল কেল্লা, জামা মসজিদ, চাঁদনি চক, জামিয়া মিলিয়া, জসোলা বিহার শাহিন বাগ ও মুনির্কায় মেট্রো স্টেশন বন্ধ । সেন্ট্রাল সেক্রেটারিয়ট স্টেশন বন্ধ থাকলেও ট্রেন বদলানোর সুবিধা রয়েছে এখানে।
Washington DC (USA), Dec 19 (ANI): When asked if it's appropriate for a democracy to use faith as determining criteria for citizenship, United States Secretary of State, Michael Pompeo at Second India-US 2+2 ministerial dialogue in Washington DC said that we honour Indian democracy as they have a robust debate in India on the issue. He said, "We care deeply and always will about protecting minorities, protecting religious rights everywhere. We honour Indian democracy as they have a robust debate in India on the issue. United States will be consistent in its response to the issue, not only in India, but across the world."
Last Updated : Dec 19, 2019, 10:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.