ETV Bharat / bharat

পি এম কেয়ারস ফান্ড থেকে শ্রমিকদের কত সাহায্য, প্রশ্ন কংগ্রেসের

কপিল সিবলের বক্তব্য, শ্রমিকদের জন্য কোনও সুনির্দিষ্ট চিন্তাভাবনা নেই সরকারের ৷ বিশেষ করে দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে শ্রমিকদের যথাযথভাবে সাহায্য করেনি সরকার ৷

kapil sibal
কপিল সিবল
author img

By

Published : May 31, 2020, 5:06 PM IST

দিল্লি, 31 মে : টানা লকডাউনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দেশের শ্রমিকরা ৷ রুজি রোজগার হারিয়ে কেউ প্রায় নিঃস্ব ৷ কেউ বা বাড়ি ফিরতে গিয়ে পথেই প্রাণ হারাচ্ছেন ৷ শ্রমিকদের এই পরিস্থিতি নিয়ে আজ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন কংগ্রেস নেতা কপিল সিবল ৷ তাঁর সরাসরি প্রশ্ন, দেশের মানুষজনকে সাহায্যের জন্য যে পি এম কেয়ারস ফান্ড তৈরি হয়েছে, সেখান থেকে শ্রমিকদের কত টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ প্যানডেমিকের বিরুদ্ধে লড়াই করার জন্য চলতি বছর মার্চের 28 তারিখ এই বিশেষ তহবিল গঠন করা হয়েছিল ৷

কপিল সিবাল বলেন, "এই লকডাউনে শ্রমিকরা খুব সমস্যায় পড়েছেন ৷ ভিন রাজ্য থেকে বাড়ি ফিরতে গিয়ে বহু শ্রমিকের মৃত্যু হয়েছে৷ কেউ হেঁটে বাড়ি ফিরতে গিয়ে মারা গেছেন, কেউ ট্রেনে, কেউ বা না খেতে পেয়ে ৷ এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি জিজ্ঞাসা করতে চাই ৷ প্রধানমন্ত্রী আপনি কি বলতে পারেন, আপনার পি এম কেয়ারস ফান্ড থেকে শ্রমিকদের কত টাকা দিয়েছেন? আমার অনুরোধ দয়া করে এই প্রশ্নের উত্তর দেবেন ৷"

কংগ্রেসের এই প্রবীণ নেতার জিজ্ঞাসা, লকডাউনের সময় বাড়ি ফিরতে গিয়ে বা অন্য কোনও সমস্যার জেরে যে শ্রমিকদের মৃত্যু হয়েছে, তাঁদের জন্য কতটা এক্স গ্রেসিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী ? কপিল সিবল বলেন, "আমার বক্তব্য প্রসঙ্গে আমি আপনার সামনে ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ১২ নম্বর ধারার উল্লেখ করছি। এতে বলা হয়েছে, দেশের এইরকম সংকটকালীন পরিস্থিতিতে প্রাণহানি এবং জীবিকা পুননির্বাহের জন্য এক্স গ্রেসিয়ার মাধ্যমে সাহায্য করে সরকার ৷ যাঁরা মারা গেছেন, সরকার কি তাঁদের এক্স গ্রেসিয়া দিয়েছে? এই আইনে বিধবা ও অনাথদের জন্য বিশেষ ধারার উল্লেখ রয়েছে । এই মানুষজনকে কতটা সাহায্য করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করা উচিত তাই সরকারের। "

কেন্দ্রকে কটাক্ষ করে কপিল সিবালের বক্তব্য, আপাতত গত ছ'বছর ধরে চলা কর্মসূচি দূরে সরিয়ে রেখে গরিবের উপর নজর দেওয়া উচিত সরকারের৷ তিনি বলেন, "আগামী দিনে আমাদের অর্থনীতির অবস্থা আরও খারাপ হতে চলেছে ৷ RBI- ও একথা স্বীকার করে নিয়েছে । আমাদের দেশে ৪৫ কোটি শ্রমিক রয়েছে । তাদের কী হবে? আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে । তাই সরকারকে আমাদের অনুরোধ, গত ছ'বছর ধরে তারা যে কর্মসূচি চালাচ্ছেন, আপাতত তা সরিয়ে রেখে দেশের গরিবদের উপর নজর দেওয়া উচিত ৷ তাদের জন্য সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করা উচিত ৷"

দিল্লি, 31 মে : টানা লকডাউনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দেশের শ্রমিকরা ৷ রুজি রোজগার হারিয়ে কেউ প্রায় নিঃস্ব ৷ কেউ বা বাড়ি ফিরতে গিয়ে পথেই প্রাণ হারাচ্ছেন ৷ শ্রমিকদের এই পরিস্থিতি নিয়ে আজ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন কংগ্রেস নেতা কপিল সিবল ৷ তাঁর সরাসরি প্রশ্ন, দেশের মানুষজনকে সাহায্যের জন্য যে পি এম কেয়ারস ফান্ড তৈরি হয়েছে, সেখান থেকে শ্রমিকদের কত টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ প্যানডেমিকের বিরুদ্ধে লড়াই করার জন্য চলতি বছর মার্চের 28 তারিখ এই বিশেষ তহবিল গঠন করা হয়েছিল ৷

কপিল সিবাল বলেন, "এই লকডাউনে শ্রমিকরা খুব সমস্যায় পড়েছেন ৷ ভিন রাজ্য থেকে বাড়ি ফিরতে গিয়ে বহু শ্রমিকের মৃত্যু হয়েছে৷ কেউ হেঁটে বাড়ি ফিরতে গিয়ে মারা গেছেন, কেউ ট্রেনে, কেউ বা না খেতে পেয়ে ৷ এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি জিজ্ঞাসা করতে চাই ৷ প্রধানমন্ত্রী আপনি কি বলতে পারেন, আপনার পি এম কেয়ারস ফান্ড থেকে শ্রমিকদের কত টাকা দিয়েছেন? আমার অনুরোধ দয়া করে এই প্রশ্নের উত্তর দেবেন ৷"

কংগ্রেসের এই প্রবীণ নেতার জিজ্ঞাসা, লকডাউনের সময় বাড়ি ফিরতে গিয়ে বা অন্য কোনও সমস্যার জেরে যে শ্রমিকদের মৃত্যু হয়েছে, তাঁদের জন্য কতটা এক্স গ্রেসিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী ? কপিল সিবল বলেন, "আমার বক্তব্য প্রসঙ্গে আমি আপনার সামনে ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ১২ নম্বর ধারার উল্লেখ করছি। এতে বলা হয়েছে, দেশের এইরকম সংকটকালীন পরিস্থিতিতে প্রাণহানি এবং জীবিকা পুননির্বাহের জন্য এক্স গ্রেসিয়ার মাধ্যমে সাহায্য করে সরকার ৷ যাঁরা মারা গেছেন, সরকার কি তাঁদের এক্স গ্রেসিয়া দিয়েছে? এই আইনে বিধবা ও অনাথদের জন্য বিশেষ ধারার উল্লেখ রয়েছে । এই মানুষজনকে কতটা সাহায্য করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করা উচিত তাই সরকারের। "

কেন্দ্রকে কটাক্ষ করে কপিল সিবালের বক্তব্য, আপাতত গত ছ'বছর ধরে চলা কর্মসূচি দূরে সরিয়ে রেখে গরিবের উপর নজর দেওয়া উচিত সরকারের৷ তিনি বলেন, "আগামী দিনে আমাদের অর্থনীতির অবস্থা আরও খারাপ হতে চলেছে ৷ RBI- ও একথা স্বীকার করে নিয়েছে । আমাদের দেশে ৪৫ কোটি শ্রমিক রয়েছে । তাদের কী হবে? আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে । তাই সরকারকে আমাদের অনুরোধ, গত ছ'বছর ধরে তারা যে কর্মসূচি চালাচ্ছেন, আপাতত তা সরিয়ে রেখে দেশের গরিবদের উপর নজর দেওয়া উচিত ৷ তাদের জন্য সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করা উচিত ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.