ETV Bharat / bharat

IIT-র প্রশ্নপত্র ঠিক কতটা কঠিন ? যা বললেন অস্ট্রেলিয়ার অধ্যাপকরা - JEE

JEE-তে উত্তীর্ণ হওয়া যথেষ্টই কঠিন । তার জন্য প্রয়োজন দীর্ঘদিনের প্রস্তুতি । JEE -র প্রশ্নপত্র যে কতটা কঠিন, তা নিজেমুখেই স্বীকার করলেন খোদ অস্ট্রেলিয়ান অধ্যাপকরা ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 9, 2019, 9:10 PM IST

দিল্লি, 9 জুলাই : IIT (ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ টেকনোলজি) বা দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভরতি হওয়ার স্বপ্ন থাকে অনেকেরই । তবে তার জন্য দিতে হয় JEE (জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন) । এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যথেষ্টই কঠিন । তার জন্য প্রয়োজন দীর্ঘদিনের প্রস্তুতি । JEE -র প্রশ্নপত্র যে কতটা কঠিন, তা নিজেমুখেই বললেন খোদ অস্ট্রেলিয়ান অধ্যাপকরা ।

JEE-তে মূলত তিনটি পরীক্ষা হয় । গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন । সম্প্রতি অস্ট্রেলিয়ার ছ'জন অধ্যাপক জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্নপত্র দেখছিলেন । যা দেখে তাঁরা তো অবাক । তাঁদের বক্তব্য ভাইরাল হয়েছে একটি ভিডিয়োতে ।

অধ্যাপক ডঃ জেমস হ্যাচিসন বলেন, "যদি ক্লাস টুয়েলভে আমাকে এই প্রশ্নপত্রের উত্তর দিতে হত, তাহলে আমি কাঁদতে কাঁদতে পরীক্ষার হল থেকে বেরিয়ে যেতাম ।"

শেন হান্টিংটন নামে এক অধ্যাপক বলেন, "ভারতে হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের যা পড়ানো হয়, তাই অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় ।

তিনি আরও বলেন, "এই পরীক্ষাগুলিতে যে প্রশ্ন করা হয়, তা মূলত মুখস্থবিদ্যা । যা পড়াশোনার জন্য একেবারেই অপ্রয়োজনীয় ।"

দিল্লি, 9 জুলাই : IIT (ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ টেকনোলজি) বা দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভরতি হওয়ার স্বপ্ন থাকে অনেকেরই । তবে তার জন্য দিতে হয় JEE (জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন) । এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যথেষ্টই কঠিন । তার জন্য প্রয়োজন দীর্ঘদিনের প্রস্তুতি । JEE -র প্রশ্নপত্র যে কতটা কঠিন, তা নিজেমুখেই বললেন খোদ অস্ট্রেলিয়ান অধ্যাপকরা ।

JEE-তে মূলত তিনটি পরীক্ষা হয় । গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন । সম্প্রতি অস্ট্রেলিয়ার ছ'জন অধ্যাপক জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্নপত্র দেখছিলেন । যা দেখে তাঁরা তো অবাক । তাঁদের বক্তব্য ভাইরাল হয়েছে একটি ভিডিয়োতে ।

অধ্যাপক ডঃ জেমস হ্যাচিসন বলেন, "যদি ক্লাস টুয়েলভে আমাকে এই প্রশ্নপত্রের উত্তর দিতে হত, তাহলে আমি কাঁদতে কাঁদতে পরীক্ষার হল থেকে বেরিয়ে যেতাম ।"

শেন হান্টিংটন নামে এক অধ্যাপক বলেন, "ভারতে হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের যা পড়ানো হয়, তাই অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় ।

তিনি আরও বলেন, "এই পরীক্ষাগুলিতে যে প্রশ্ন করা হয়, তা মূলত মুখস্থবিদ্যা । যা পড়াশোনার জন্য একেবারেই অপ্রয়োজনীয় ।"

New Delhi, July 09 (ANI): Will Smith and his wife Jada celebrated their son's Jaden Smith's 21st birthday with heartwarming social media posts. Both Will and Jada shared montages of some lovely moments they shared with their son in the last two decades. Will also shared another video, a short clip from 'The Pursuit of Happiness', a film that featured the father-son duo sharing screen space.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.