ETV Bharat / bharat

আগামীকাল বলয়গ্রাস সূর্যগ্রহণ, জেনে নিন খুঁটিনাটি - বলয়গ্রাস সূর্যগ্রহণের খুঁটিনাটি

আগামীকাল রিং অফ ফায়ারের সাক্ষী থাকতে চলেছে পূর্ব গোলার্ধ ৷ তার আগে জেনে নিন কখন, কীভাবে দেখা যাবে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ ৷

Annular Solar Eclipse 2020
বলয়গ্রাস সূর্যগ্রহণ
author img

By

Published : Jun 20, 2020, 10:03 PM IST

দিল্লি, 20 জুন : আগামীকাল বলয়গ্রাস সূর্যগ্রহণ ৷ পূর্ব গোলার্ধ এই সূর্যগ্রহণের সাক্ষী থাকবে ৷ এই সূর্যগ্রহণে চাঁদের ছায়া সূর্যের 99.40 শতাংশ ঢেকে দেবে ৷ অর্থাৎ এটি পূর্ণ সূর্যগ্রহণ নয় ৷ যার ফলে চাঁদের চারপাশ দিয়ে রিং-এর মতো সূর্যের সামান্য অংশ দেখা যাবে ৷ আর এটাকেই বলে "রিং অফ ফায়ার" ৷ এই রিং অফ ফায়ারই বিশেষত্ব বলয়গ্রাস সূর্যগ্রহণের ৷

NASA-র গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের হেলিওফিজ়িক্স সায়েন্স বিভাগের সায়েন্সের সহকারী ডিরেক্টর অ্যালেক্স ইয়ঙ্গ ৷ তিনি বলেন, "বলয়গ্রাস সূর্যগ্রহণ পূর্ণ সূর্যগ্রহণের মতোই ৷ এই সূর্যগ্রহণের সময় চাঁদ, পৃথিবী ও সূর্য একত্রিত হয় ৷ যার ফলে চাঁদ সরাসরি সূর্যের সামনে চলে আসে ৷ আর সেটা পৃথিবী থেকে দেখা যায় ৷ কিন্তু এক্ষেত্রে চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ঢাকে না ৷ তাই এটি পূর্ণ সূর্যগ্রহণ নয় ৷ এর কারণ হল চাঁদ সূর্যের থেকে অনেকটা দূরে থাকে ৷ যার ফলে আকাশে সূর্যের থেকে চাঁদের আকার ছোটো হয় ৷ সেই কারণেই চাঁদের চারপাশ দিয়ে সূর্যের সূক্ষ্ম রিংটি দেখা যায় ৷ "

চন্দ্রগ্রহণের দু'সপ্তাহ পরই সূর্যগ্রহণ হয় বলে জানান অ্যালেক্স ইয়ঙ্গ ৷ 5 জুন চন্দ্রগ্রহণ হয়েছিল ৷ তারপর 5 জুলাই পরবর্তী চন্দ্রগ্রহণটি হয় ৷

কোথায় দেখা যাবে এই সূর্যগ্রহণ ?

এই বলয়গ্রাস সূর্যগ্রহণ আগামীকাল সকাল 10টা 25 মিনিট নাগাদ এই গ্রহণ শুরু হবে ৷ গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে দেখা যাবে বেলা 12টা 8মিনিট নাগাদ ৷ তবে, তা 30 সেকেন্ডের জন্য স্থায়ী হবে ৷ গ্রহণ শেষ হবে দুপুর একটা 58 মিনিট নাগাদ ৷ উত্তর ভারতের বেশ কিছু অংশে দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ ৷ এছাড়াও এই সূর্যগ্রহণ আফ্রিকা, দক্ষিণ ও পূর্ব ইউরোপ, নর্দান অস্ট্রেলিয়া এবং প্রশান্ত ও ভারত মহাসাগরের অংশে দেখা যাবে ৷

কীভাবে দেখা যাবে এই সূর্যগ্রহণ ?

বিজ্ঞান ও প্রযুক্তির অধীনে থাকা আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবসার্ভেশনাল সায়েন্স থেকে ভারত সরকার আগামীকাল সরাসরি এই গ্রহণ দেখানোর ব্যবস্থা করা হয়েছে ৷ এছাড়াও ইউটিউব, ফেসবুক ও জ়ুমের মাধ্যমেও দেখা যাবে রিং অফ ফায়ার ৷

এই সূর্যগ্রহণ দেখার সময় যে সতর্কতাগুলি অবলম্বন করা উচিত-

  • খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয়
  • ISO সার্টিফায়েড চশমা বা ক্যামেরা ব্যবহার করতে হবে ৷ এই চশমা ব্যবহারের ফলে চোখের ক্ষতি এড়ানো যায়
  • ক্যামেরা থেকে ছবি স্ক্রিনে প্রোজেকশনের মাধ্যমে সূর্যগ্রহণ দেখা সবচেয়ে সুরক্ষিত
  • গ্রহণের সময় খাওয়া, স্নান করা, বাইরে বের হওয়াতে কোনও বাধা নেই
  • সূর্যগ্রহণ দেখার জন্য এক্স রে ফিল্ম বা সাধারণ সান গ্লাসের ব্যবহার না করাই ভালো ৷ রঙিন কাচও সূর্যগ্রহণ দেখার উপযোগী নয় ৷

2019-র 26 ডিসেম্বরেও ভারতের দক্ষিণাংশ থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ৷ আর ভারতের অন্যান্য অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ৷ আগামীকাল ফের উত্তর ভারত থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ৷ এরপর 2031 সালের 21 মে ভারত থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ৷ তবে, তার আগে 2024-এর 20 মার্চ পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ৷

দিল্লি, 20 জুন : আগামীকাল বলয়গ্রাস সূর্যগ্রহণ ৷ পূর্ব গোলার্ধ এই সূর্যগ্রহণের সাক্ষী থাকবে ৷ এই সূর্যগ্রহণে চাঁদের ছায়া সূর্যের 99.40 শতাংশ ঢেকে দেবে ৷ অর্থাৎ এটি পূর্ণ সূর্যগ্রহণ নয় ৷ যার ফলে চাঁদের চারপাশ দিয়ে রিং-এর মতো সূর্যের সামান্য অংশ দেখা যাবে ৷ আর এটাকেই বলে "রিং অফ ফায়ার" ৷ এই রিং অফ ফায়ারই বিশেষত্ব বলয়গ্রাস সূর্যগ্রহণের ৷

NASA-র গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের হেলিওফিজ়িক্স সায়েন্স বিভাগের সায়েন্সের সহকারী ডিরেক্টর অ্যালেক্স ইয়ঙ্গ ৷ তিনি বলেন, "বলয়গ্রাস সূর্যগ্রহণ পূর্ণ সূর্যগ্রহণের মতোই ৷ এই সূর্যগ্রহণের সময় চাঁদ, পৃথিবী ও সূর্য একত্রিত হয় ৷ যার ফলে চাঁদ সরাসরি সূর্যের সামনে চলে আসে ৷ আর সেটা পৃথিবী থেকে দেখা যায় ৷ কিন্তু এক্ষেত্রে চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ঢাকে না ৷ তাই এটি পূর্ণ সূর্যগ্রহণ নয় ৷ এর কারণ হল চাঁদ সূর্যের থেকে অনেকটা দূরে থাকে ৷ যার ফলে আকাশে সূর্যের থেকে চাঁদের আকার ছোটো হয় ৷ সেই কারণেই চাঁদের চারপাশ দিয়ে সূর্যের সূক্ষ্ম রিংটি দেখা যায় ৷ "

চন্দ্রগ্রহণের দু'সপ্তাহ পরই সূর্যগ্রহণ হয় বলে জানান অ্যালেক্স ইয়ঙ্গ ৷ 5 জুন চন্দ্রগ্রহণ হয়েছিল ৷ তারপর 5 জুলাই পরবর্তী চন্দ্রগ্রহণটি হয় ৷

কোথায় দেখা যাবে এই সূর্যগ্রহণ ?

এই বলয়গ্রাস সূর্যগ্রহণ আগামীকাল সকাল 10টা 25 মিনিট নাগাদ এই গ্রহণ শুরু হবে ৷ গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে দেখা যাবে বেলা 12টা 8মিনিট নাগাদ ৷ তবে, তা 30 সেকেন্ডের জন্য স্থায়ী হবে ৷ গ্রহণ শেষ হবে দুপুর একটা 58 মিনিট নাগাদ ৷ উত্তর ভারতের বেশ কিছু অংশে দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ ৷ এছাড়াও এই সূর্যগ্রহণ আফ্রিকা, দক্ষিণ ও পূর্ব ইউরোপ, নর্দান অস্ট্রেলিয়া এবং প্রশান্ত ও ভারত মহাসাগরের অংশে দেখা যাবে ৷

কীভাবে দেখা যাবে এই সূর্যগ্রহণ ?

বিজ্ঞান ও প্রযুক্তির অধীনে থাকা আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবসার্ভেশনাল সায়েন্স থেকে ভারত সরকার আগামীকাল সরাসরি এই গ্রহণ দেখানোর ব্যবস্থা করা হয়েছে ৷ এছাড়াও ইউটিউব, ফেসবুক ও জ়ুমের মাধ্যমেও দেখা যাবে রিং অফ ফায়ার ৷

এই সূর্যগ্রহণ দেখার সময় যে সতর্কতাগুলি অবলম্বন করা উচিত-

  • খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয়
  • ISO সার্টিফায়েড চশমা বা ক্যামেরা ব্যবহার করতে হবে ৷ এই চশমা ব্যবহারের ফলে চোখের ক্ষতি এড়ানো যায়
  • ক্যামেরা থেকে ছবি স্ক্রিনে প্রোজেকশনের মাধ্যমে সূর্যগ্রহণ দেখা সবচেয়ে সুরক্ষিত
  • গ্রহণের সময় খাওয়া, স্নান করা, বাইরে বের হওয়াতে কোনও বাধা নেই
  • সূর্যগ্রহণ দেখার জন্য এক্স রে ফিল্ম বা সাধারণ সান গ্লাসের ব্যবহার না করাই ভালো ৷ রঙিন কাচও সূর্যগ্রহণ দেখার উপযোগী নয় ৷

2019-র 26 ডিসেম্বরেও ভারতের দক্ষিণাংশ থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ৷ আর ভারতের অন্যান্য অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ৷ আগামীকাল ফের উত্তর ভারত থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ৷ এরপর 2031 সালের 21 মে ভারত থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ৷ তবে, তার আগে 2024-এর 20 মার্চ পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.