ETV Bharat / bharat

পঞ্চকুলা দাঙ্গার মামলায় জামিন পেলেন হানিপ্রীত - আম্বালা সেন্ট্রাল জেল থেকে ছাড়া পেয়েছেন হানিপ্রীত

ডেরা সাচা সওদা প্রধান গুরমিত রাম রহিমের ঘনিষ্ঠ সহযোগী ও দত্তক কন্যা হানিপ্রীতের আজ জামিন মঞ্জুর করেছে পঞ্চকুলার একটি আদালত ।

জামিন পেলেন হানিপ্রীত
author img

By

Published : Nov 6, 2019, 8:39 PM IST

হরিয়ানা, 6 নভেম্বর : 2013 সালে পঞ্চকুলা দাঙ্গায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ডেরা সাচা সওদা প্রধান গুরমিত রাম রহিমের ঘনিষ্ঠ সহযোগী ও দত্তক কন্যা হানিপ্রীতের আজ জামিন মঞ্জুর করেছে পঞ্চকুলার একটি আদালত । গত সপ্তাহেই হানিপ্রীত সহ আরও 39 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ নাকচ হওয়ার চারদিন পর আজ জামিন পান তিনি । আম্বালা সেন্ট্রাল জেল থেকে ইতিমধ্যেই ছাড়াও পেয়েছেন হানিপ্রীত ।

উল্লেখ্য, ধর্ষণের মামলায় গুরমিত রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পর দাঙ্গা বাধে পঞ্চকুলায় । এই ঘটনায় অভিযোগ ওঠে রাম রহিমের অনুগামীদের বিরুদ্ধে । আর তাদের উসকানি দেওয়ার জন্য অভিযোগ ওঠে হানিপ্রীত সহ 39 জনের বিরুদ্ধে । তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় । 2017 সালের অক্টোবরের পর থেকে আম্বালা সেন্ট্রাল জেলে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন হানিপ্রীত ।

হানিপ্রীতকে আজ জামিন দিয়েছেন পঞ্চকুলার CJM রোহিত বৎস । শুনানিতে হানিপ্রীত ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশ নেয় । পুলিশের চার্জশিট অনুযায়ী, হানিপ্রীত এবং 45 সদস্যের ডেরা ম্যানেজমেন্ট কমিটি এই দাঙ্গার পরিকল্পনা করেছিল । যার মধ্যে 41 জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং ডেরার মুখপাত্র আদিত্য ইনসান সহ পাঁচজনকে গত বছর হরিয়ানার একটি আদালত দোষী সাব্যস্ত করে । গুরমিত রাম রহিমকে হরিয়ানার সিরসায় তাঁর আশ্রমে তাঁর দুই নাবালিকা ভক্তকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত করে আদালত । সেই অপরাধে সে এখন যাবজ্জীবনের সাজা খাটছে ।

হরিয়ানা, 6 নভেম্বর : 2013 সালে পঞ্চকুলা দাঙ্গায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ডেরা সাচা সওদা প্রধান গুরমিত রাম রহিমের ঘনিষ্ঠ সহযোগী ও দত্তক কন্যা হানিপ্রীতের আজ জামিন মঞ্জুর করেছে পঞ্চকুলার একটি আদালত । গত সপ্তাহেই হানিপ্রীত সহ আরও 39 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ নাকচ হওয়ার চারদিন পর আজ জামিন পান তিনি । আম্বালা সেন্ট্রাল জেল থেকে ইতিমধ্যেই ছাড়াও পেয়েছেন হানিপ্রীত ।

উল্লেখ্য, ধর্ষণের মামলায় গুরমিত রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পর দাঙ্গা বাধে পঞ্চকুলায় । এই ঘটনায় অভিযোগ ওঠে রাম রহিমের অনুগামীদের বিরুদ্ধে । আর তাদের উসকানি দেওয়ার জন্য অভিযোগ ওঠে হানিপ্রীত সহ 39 জনের বিরুদ্ধে । তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় । 2017 সালের অক্টোবরের পর থেকে আম্বালা সেন্ট্রাল জেলে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন হানিপ্রীত ।

হানিপ্রীতকে আজ জামিন দিয়েছেন পঞ্চকুলার CJM রোহিত বৎস । শুনানিতে হানিপ্রীত ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশ নেয় । পুলিশের চার্জশিট অনুযায়ী, হানিপ্রীত এবং 45 সদস্যের ডেরা ম্যানেজমেন্ট কমিটি এই দাঙ্গার পরিকল্পনা করেছিল । যার মধ্যে 41 জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং ডেরার মুখপাত্র আদিত্য ইনসান সহ পাঁচজনকে গত বছর হরিয়ানার একটি আদালত দোষী সাব্যস্ত করে । গুরমিত রাম রহিমকে হরিয়ানার সিরসায় তাঁর আশ্রমে তাঁর দুই নাবালিকা ভক্তকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত করে আদালত । সেই অপরাধে সে এখন যাবজ্জীবনের সাজা খাটছে ।

Intro:Body:

honeypreet got bail from court


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.