ETV Bharat / bharat

খুশি থাকুন, দেশবাসীকে হোলির শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

সমাজে বসন্তের উদযাপন হোলি । হোলি উপলক্ষে টুইটে এই কথা লেখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । হোলি উপলক্ষে প্রত্যেক দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ।

modi
modi
author img

By

Published : Mar 10, 2020, 10:06 AM IST

দিল্লি, 10 মার্চ : দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি । হোলি প্রত্যেকের জীবনে খুশি নিয়ে আসুক, আজ টুইটারে শুভেচ্ছা বার্তায় লিখলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

সমাজে বসন্তের উদযাপন হোলি । হোলি উপলক্ষে টুইটে এই কথা লেখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তিনি টুইট করেন, 'প্রত্যেককে হোলির শুভেচ্ছা জানাই । এই উৎসব রঙের । সৌভ্রাতৃত্ব এবং বসন্তের উদযাপন এই হোলি । এই উৎসব প্রত্যেকের জীবনে আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক ।'

  • Wishing everyone a #HappyHoli! The festival of colours, Holi is a celebration of spring and fraternity in our society. May it bring peace, joy and prosperity to everyone’s life.

    — President of India (@rashtrapatibhvn) March 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হোলি উপলক্ষে প্রত্যেক দেশবাসীর জীবনে আনন্দের কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটে লেখেন, 'রঙ, আনন্দ এবং উচ্ছ্বাসের উৎসব হোলি । আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা । এই উৎসব প্রত্যেক দেশবাসীর জীবনে খুশির বার্তা নিয়ে আসুক ।'

  • रंग, उमंग और आनंद के त्योहार होली की आप सभी को बहुत-बहुत बधाई। यह पर्व सभी देशवासियों के जीवन में खुशियों लेकर आए। pic.twitter.com/xfrfdNaduX

    — Narendra Modi (@narendramodi) March 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশের বিভিন্ন প্রান্তে হোলির উদযাপন শুরু হয়েছে । রং খেলায় মেতেছেন দেশবাসী । যদিও কোরোনা সংক্রমণের সতর্কতা এই বছর উদযাপনে খানিক প্রভাব ফেলেছে তবু দেশজুড়ে হোলির আনন্দ ফিকে হয়নি । সে কথা মনে রেখেই দেশবাসীকে শুভেচ্ছাবার্তা জানান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী।

দিল্লি, 10 মার্চ : দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি । হোলি প্রত্যেকের জীবনে খুশি নিয়ে আসুক, আজ টুইটারে শুভেচ্ছা বার্তায় লিখলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

সমাজে বসন্তের উদযাপন হোলি । হোলি উপলক্ষে টুইটে এই কথা লেখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তিনি টুইট করেন, 'প্রত্যেককে হোলির শুভেচ্ছা জানাই । এই উৎসব রঙের । সৌভ্রাতৃত্ব এবং বসন্তের উদযাপন এই হোলি । এই উৎসব প্রত্যেকের জীবনে আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক ।'

  • Wishing everyone a #HappyHoli! The festival of colours, Holi is a celebration of spring and fraternity in our society. May it bring peace, joy and prosperity to everyone’s life.

    — President of India (@rashtrapatibhvn) March 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হোলি উপলক্ষে প্রত্যেক দেশবাসীর জীবনে আনন্দের কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটে লেখেন, 'রঙ, আনন্দ এবং উচ্ছ্বাসের উৎসব হোলি । আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা । এই উৎসব প্রত্যেক দেশবাসীর জীবনে খুশির বার্তা নিয়ে আসুক ।'

  • रंग, उमंग और आनंद के त्योहार होली की आप सभी को बहुत-बहुत बधाई। यह पर्व सभी देशवासियों के जीवन में खुशियों लेकर आए। pic.twitter.com/xfrfdNaduX

    — Narendra Modi (@narendramodi) March 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশের বিভিন্ন প্রান্তে হোলির উদযাপন শুরু হয়েছে । রং খেলায় মেতেছেন দেশবাসী । যদিও কোরোনা সংক্রমণের সতর্কতা এই বছর উদযাপনে খানিক প্রভাব ফেলেছে তবু দেশজুড়ে হোলির আনন্দ ফিকে হয়নি । সে কথা মনে রেখেই দেশবাসীকে শুভেচ্ছাবার্তা জানান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.