দিল্লি, 4 জুন : জঙ্গি মোকাবিলায় কড়া অবস্থান নেবেন । বুঝিয়ে দিলেন দেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শপথ নেওয়ার একসপ্তাহের মধ্যেই উপত্যকার 10 জন শীর্ষস্তরের সন্ত্রাসবাদীর তালিকা তৈরি করে ফেললেন । তালিকায় রয়েছে হিজ়বুল মুজাহিদিন প্রধান রিয়াজ নাইকো, লস্কর-ই-তইবার জেলা কমান্ডার ওয়াসিম আহমেদ আলিয়াস ওরফে ওসামা, হিজ়বুলের আসরফ মৌলবির মতো কুখ্যাত সন্ত্রাসবাদীরা ।
ক্ষমতায় এসে জঙ্গি নিধনে সেনাকে পূর্ণ ক্ষমতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জঙ্গি রক্তচক্ষুকে যে সহ্য নয়, একাধিকবার সেই বার্তা দিয়েছেন তিনি । দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সেকেন্ড-ইন-কম্যান্ড অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব দিয়েছেন মোদি । দায়িত্ব নেওয়ার পরই যে কোনও কঠিন সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটবেন সেটা আগেই আন্দাজ করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা । আর হলও ঠিক তাই ।
স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরই জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ । সূত্রের খবর, সেনা বাহিনীর থেকে তথ্য নেওয়ার পর বৈঠকেই সন্ত্রাসবাদীদের তালিকা তৈরি হয়ে যায় ।
তালিকায় রয়েছে কোন কোন সন্ত্রাসবাদীর নাম :
- রিয়াজ নাইকু
- আশরাফ মৌলবি
- ওয়াসিম আহমেদ
- বারামুল্লার হিজবুলের জেলা কম্যান্ডার মেহরাজুদ্দিন
- সইফুল্লা মির
- হিজবুলের পুলওয়ামা জেলা কম্যান্ডার আরশাদ উল হক
- জইশ-ই-মহম্মদের অপারেশনাল কম্যান্ডার হাফিজ ওমর
- জাহিদ শেখ ওরফে ওমর আফঘানি
- আল-বদরের জঙ্গি জাভেদ মাটু ওরফে ফয়জল ওরফে শাকিব ওরফে মুসাব
- এজাজ আহমেদ মালিক
প্রসঙ্গত, চলতি বছরে (এখনও পর্যন্ত) 102 জঙ্গি খতম হয়েছে । এছাড়া, উপত্যকায় সক্রিয় রয়েছে 206 জঙ্গি ।