ETV Bharat / bharat

উপত্যকায় শীর্ষস্তরের 10 জঙ্গির তালিকা তৈরি অমিত শাহর - terrorists

শপথ নেওয়ার একসপ্তাহের মধ্যেই পদক্ষেপ । উপত্যকার 10 জন শীর্ষস্তরের সন্ত্রাসবাদীর তালিকা তৈরি করে ফেললেন দেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী । তালিকায় রয়েছে হিজ়বুল মুজাহিদিন প্রধান রিয়াজ নাইকো, লস্কর-ই-তইবার জেলা কমান্ডার ওয়াসিম আহমেদ আলিয়াস ওরফে ওসামা, হিজ়বুলের আসরফ মৌলবির মতো কুখ্যাত সন্ত্রাসবাদীরা ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 4, 2019, 8:59 PM IST

দিল্লি, 4 জুন : জঙ্গি মোকাবিলায় কড়া অবস্থান নেবেন । বুঝিয়ে দিলেন দেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শপথ নেওয়ার একসপ্তাহের মধ্যেই উপত্যকার 10 জন শীর্ষস্তরের সন্ত্রাসবাদীর তালিকা তৈরি করে ফেললেন । তালিকায় রয়েছে হিজ়বুল মুজাহিদিন প্রধান রিয়াজ নাইকো, লস্কর-ই-তইবার জেলা কমান্ডার ওয়াসিম আহমেদ আলিয়াস ওরফে ওসামা, হিজ়বুলের আসরফ মৌলবির মতো কুখ্যাত সন্ত্রাসবাদীরা ।

ক্ষমতায় এসে জঙ্গি নিধনে সেনাকে পূর্ণ ক্ষমতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জঙ্গি রক্তচক্ষুকে যে সহ্য নয়, একাধিকবার সেই বার্তা দিয়েছেন তিনি । দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সেকেন্ড-ইন-কম্যান্ড অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব দিয়েছেন মোদি । দায়িত্ব নেওয়ার পরই যে কোনও কঠিন সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটবেন সেটা আগেই আন্দাজ করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা । আর হলও ঠিক তাই ।

স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরই জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ । সূত্রের খবর, সেনা বাহিনীর থেকে তথ্য নেওয়ার পর বৈঠকেই সন্ত্রাসবাদীদের তালিকা তৈরি হয়ে যায় ।

তালিকায় রয়েছে কোন কোন সন্ত্রাসবাদীর নাম :

  • রিয়াজ নাইকু
  • আশরাফ মৌলবি
  • ওয়াসিম আহমেদ
  • বারামুল্লার হিজবুলের জেলা কম্যান্ডার মেহরাজুদ্দিন
  • সইফুল্লা মির
  • হিজবুলের পুলওয়ামা জেলা কম্যান্ডার আরশাদ উল হক
  • জইশ-ই-মহম্মদের অপারেশনাল কম্যান্ডার হাফিজ ওমর
  • জাহিদ শেখ ওরফে ওমর আফঘানি
  • আল-বদরের জঙ্গি জাভেদ মাটু ওরফে ফয়জল ওরফে শাকিব ওরফে মুসাব
  • এজাজ আহমেদ মালিক

প্রসঙ্গত, চলতি বছরে (এখনও পর্যন্ত) 102 জঙ্গি খতম হয়েছে । এছাড়া, উপত্যকায় সক্রিয় রয়েছে 206 জঙ্গি ।

দিল্লি, 4 জুন : জঙ্গি মোকাবিলায় কড়া অবস্থান নেবেন । বুঝিয়ে দিলেন দেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শপথ নেওয়ার একসপ্তাহের মধ্যেই উপত্যকার 10 জন শীর্ষস্তরের সন্ত্রাসবাদীর তালিকা তৈরি করে ফেললেন । তালিকায় রয়েছে হিজ়বুল মুজাহিদিন প্রধান রিয়াজ নাইকো, লস্কর-ই-তইবার জেলা কমান্ডার ওয়াসিম আহমেদ আলিয়াস ওরফে ওসামা, হিজ়বুলের আসরফ মৌলবির মতো কুখ্যাত সন্ত্রাসবাদীরা ।

ক্ষমতায় এসে জঙ্গি নিধনে সেনাকে পূর্ণ ক্ষমতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জঙ্গি রক্তচক্ষুকে যে সহ্য নয়, একাধিকবার সেই বার্তা দিয়েছেন তিনি । দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সেকেন্ড-ইন-কম্যান্ড অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব দিয়েছেন মোদি । দায়িত্ব নেওয়ার পরই যে কোনও কঠিন সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটবেন সেটা আগেই আন্দাজ করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা । আর হলও ঠিক তাই ।

স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরই জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ । সূত্রের খবর, সেনা বাহিনীর থেকে তথ্য নেওয়ার পর বৈঠকেই সন্ত্রাসবাদীদের তালিকা তৈরি হয়ে যায় ।

তালিকায় রয়েছে কোন কোন সন্ত্রাসবাদীর নাম :

  • রিয়াজ নাইকু
  • আশরাফ মৌলবি
  • ওয়াসিম আহমেদ
  • বারামুল্লার হিজবুলের জেলা কম্যান্ডার মেহরাজুদ্দিন
  • সইফুল্লা মির
  • হিজবুলের পুলওয়ামা জেলা কম্যান্ডার আরশাদ উল হক
  • জইশ-ই-মহম্মদের অপারেশনাল কম্যান্ডার হাফিজ ওমর
  • জাহিদ শেখ ওরফে ওমর আফঘানি
  • আল-বদরের জঙ্গি জাভেদ মাটু ওরফে ফয়জল ওরফে শাকিব ওরফে মুসাব
  • এজাজ আহমেদ মালিক

প্রসঙ্গত, চলতি বছরে (এখনও পর্যন্ত) 102 জঙ্গি খতম হয়েছে । এছাড়া, উপত্যকায় সক্রিয় রয়েছে 206 জঙ্গি ।

Assam, June 04 (ANI): Two Army jawans lost their life after the Army vehicle carrying them overturned in Nakarahola area of Assam's Sonitpur district on Tuesday. In the incident, three jawans also sustained injuries. The injured have been shifted to Army Base Hospital in Tezpur for medical attention.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.