ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীরে এনকাউন্টার চলাকালীন আত্মসমর্পণ হিজ়বুল জঙ্গির

author img

By

Published : Oct 27, 2020, 7:22 AM IST

সোমবার পুলওয়ামার নুরপোড়ায় কাশ্মীর পুলিশ ও নিরাপত্তাবাহিনী যৌথ অভিযান চালায় । সেইসময় নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে এক অজ্ঞাতপরিচয় জঙ্গি মারা যায় । অপরজন আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ ।

Encounter
ছবিটি প্রতীকী

শ্রীনগর , 27 অক্টোবর : জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ের সময় আত্মসমর্পণ করল এক জঙ্গি । নাম সাকিব আকবর ওয়াজ়া । সে পুলওয়ামা গুলশানপাড়া এলাকার বাসিন্দা । পঞ্জাবে B. Tech করছিল । সম্প্রতি হিজ়বুল মুজাহিদিন জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল । গতকাল জম্মু ও কাশ্মীরের নুরপোড়া এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ের সময় সে আত্মসমর্পণ করে ।

কাশ্মীর জ়োন পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, সাকিব আকবর ওয়াজ়া সম্প্রতি হিজ়বুল মুজাহিদিন জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল। সে এনকাউন্টার চলাকালীন আত্মসমর্পণ করে । পাশাপাশি একটি AK রাইফেল উদ্ধার করা হয়েছে ।

এই বিষয়ে কাশ্মীর জ়োন পুলিশ একটি ভিডিয়ো শেয়ার করেছে । যেখানে আত্মসমর্পণ করার পর ওই জঙ্গিকে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে । এর জন্য ওয়াজ়া ওই ভিডিয়োয় নিরাপত্তাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে । সে বলে , "আমি 25 সেপ্টেম্বর জঙ্গি সংগঠনে যোগ দিয়েছি। আমি নিরাপত্তাবাহিনীর কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে নতুন জীবন শুরু করার সুযোগ দিয়েছে । আমি বলতে চাই , প্রত্যেককেই একজন ভালো ব্যক্তি হওয়ার চেষ্টা করা উচিত এবং জঙ্গি সংগঠনে যোগ দেওয়া উচিত নয় । প্রত্যেকের উচিত তাদের বাবা-মার যত্ন নেওয়া । " এর আগে পুলওয়ামা-র নুরপোড়া এলাকায় একই অভিযানে অজ্ঞাতপরিচয় এক জঙ্গি মারা গিয়েছিল ।

শ্রীনগর , 27 অক্টোবর : জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ের সময় আত্মসমর্পণ করল এক জঙ্গি । নাম সাকিব আকবর ওয়াজ়া । সে পুলওয়ামা গুলশানপাড়া এলাকার বাসিন্দা । পঞ্জাবে B. Tech করছিল । সম্প্রতি হিজ়বুল মুজাহিদিন জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল । গতকাল জম্মু ও কাশ্মীরের নুরপোড়া এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ের সময় সে আত্মসমর্পণ করে ।

কাশ্মীর জ়োন পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, সাকিব আকবর ওয়াজ়া সম্প্রতি হিজ়বুল মুজাহিদিন জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল। সে এনকাউন্টার চলাকালীন আত্মসমর্পণ করে । পাশাপাশি একটি AK রাইফেল উদ্ধার করা হয়েছে ।

এই বিষয়ে কাশ্মীর জ়োন পুলিশ একটি ভিডিয়ো শেয়ার করেছে । যেখানে আত্মসমর্পণ করার পর ওই জঙ্গিকে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে । এর জন্য ওয়াজ়া ওই ভিডিয়োয় নিরাপত্তাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে । সে বলে , "আমি 25 সেপ্টেম্বর জঙ্গি সংগঠনে যোগ দিয়েছি। আমি নিরাপত্তাবাহিনীর কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে নতুন জীবন শুরু করার সুযোগ দিয়েছে । আমি বলতে চাই , প্রত্যেককেই একজন ভালো ব্যক্তি হওয়ার চেষ্টা করা উচিত এবং জঙ্গি সংগঠনে যোগ দেওয়া উচিত নয় । প্রত্যেকের উচিত তাদের বাবা-মার যত্ন নেওয়া । " এর আগে পুলওয়ামা-র নুরপোড়া এলাকায় একই অভিযানে অজ্ঞাতপরিচয় এক জঙ্গি মারা গিয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.